![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সমাজে এখন অনেক মানুষ কোরবানি দেয় লজ্জায় পড়ে এবং নিজের বড়ত্ব মানুষকে দেখানোর জন্য। যার ফলে এখন কে কয়টি এবং কত দামে কোরবানি দিবে এই ব্যাপারে শিরকি প্রতিযোগিতায় নেমে যায়। তারা কোরবানি দেয়ার আগে ভাবে সমাজে আমার এত প্রভাব, যদি আমি একটি এবং অল্প দামে কোরবানী দেই তাহলে লোকে কি বলবে?। তারা আরো ভাবে অমুকে আমার চেয়ে কম পয়সাওয়ালা হয়ে এত দামে কোরবানি দিচ্ছে যদি আমি তার চেয়ে বেশি দামে না দেই তাহলে আমার মান-সম্মান কোথায় থাকবে?।
আল্লাহর কসম করে বলছি, যদি আপনার ভিতর এইরকম চিন্তা-ভাবনা থেকে থাকে তাহলে আপনি জেনে রাখুন,
পশু কোরবানীর বদলে আপনি আপনার ঈমান শিরকের মাধ্যমে কোরবানী করতেছেন!
.
মনে রাখবেন,,
শিরক এমন একটি গুনাহ যা করলে ঈমান এবং পূর্বের সমস্ত আমল সম্পুর্ন নষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ সুবাহান্তায়ালা যেকোন গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুনাহ কস্মিনকালে ও ক্ষমা করবেন না।
আল্লাহ বলেন,,
নিসন্দেহে আল্লাহ ইচ্ছা করলে যেকোন গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না
(সুরা নিসা :৪৮,১১৬)
.
রাসুল্লাহ (সা) বলেছেন,,
“আমার সামনে জিব্রাঈল আবির্ভূত হলেন। তিনি বললেন, আপনি আপনার উম্মতদের সুসংবাদ দিন, যে ব্যাক্তি আল্লাহর সংগে কাউকে শরিক না করা অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, যদিও সে যিনা করে এবং যদিও সে চুরি করে থাকে? তিনি বললেন: যদিও সে যিনা করে এবং যদিও সে চুরি করে থাকে।
[সহিহ বুখারি :১২৩৭,মুসলিম:৯৪]
.
শিরক হচ্ছে সবচেয়ে বড় ধ্বংসত্মাক বিষয়। শত পাপ করলে ও কিয়ামতের দিন তা ক্ষমার সম্ভবনা আছে কিন্তু শিরকের পাপ ক্ষমার কোন সম্ভবনাই নেই এবং তা নিসন্দেহে জাহান্নামে নিয়ে যাবে।
তাই আবারও বলছি কুরবানি দেয়ার আগে অন্তত একবার ভেবে দেখবেন,
পশু কোরবানি বদলে আপনার ঈমান যেন শিরকের মাধ্যমে কোরবানি না হয়ে যায়!
.
সুতারং কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, লজ্জায় পড়ে কিংবা নিজের বড়ত্ব মানুষকে দেখানো জন্য নয়!
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
নতুন বলেছেন: কুরবানীর নামে দেশে এই রকমের প্রতিযোগিতা হচ্ছে তা ১০০% ঠিক বলেছেন। এটা অবশ্যই ধমের` শিক্ষা নয়। এটা বন্ধ হওয়া উচিত।
কিন্তু এটা কিভাবে শিরক হইলো তা কিন্তু আপনি লেখেন নাই। আপনার লেখায় শিরক সম্পকে লিখেছেন কিন্তু আপনি কোরবানীর প্রতিযোগিতা কিভাবে শিরক হইলো সেটা সম্পকে লিখেন নাই।
আল্লাহর কসম করে বলছি, যদি আপনার ভিতর এইরকম চিন্তা-ভাবনা থেকে থাকে তাহলে আপনি জেনে রাখুন,
পশু কোরবানীর বদলে আপনি আপনার ঈমান শিরকের মাধ্যমে কোরবানী করতেছেন!
এটা কিসের ভিক্তিতে বললেন তা যদি একটু বুঝিয়ে বলতেন।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২১
বিপরীত বাক বলেছেন: সহজ কথায় বলা যেতে পারে য,, " ইসলাম ধর্মে যেভাবে পাপের লইসেন্স দেয়া আছে তা আর কো ন ধর্মে নই "...।
আপনি আপনার
উম্মতদের সুসংবাদ দিন, যে ব্যাক্তি
আল্লাহর সংগে কাউকে শরিক না করা
অবস্থায় মারা যাবে, সে জান্নাতে
প্রবেশ করবে। আমি বললাম, যদিও সে
যিনা করে এবং যদিও সে চুরি করে
থাকে? তিনি বললেন: যদিও সে যিনা
করে এবং যদিও সে চুরি করে থাকে।
[সহিহ বুখারি :১২৩৭,মুসলিম:৯৪]
এমনি এমনি তো মুসলিম দেশ গুলোর এরকম নারকীয় দশা না।
আল্লাহ বলেন,,
নিসন্দেহে আল্লাহ ইচ্ছা করলে
যেকোন গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু
শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না
(সুরা নিসা :৪৮,১১৬)
এজন্যই ঘুষখোর সুদখোর গুলোই বেশি জান্নাতে যাবে।।। কেননা ঘুষখোর গুলো বলে,, " আল্লা য় দিছে তাই নিছি।".
বাংলাদেশে ইসলাম ধর্মের যত প্রসারতা বাড়ছে চুরি চামারি জোচ্চুরি জালিয়াতি ঠগবাজি প্রতারণা আনুপাতিক হারে বাড়তাছে।।।। আমার এক বন্ধু (?) ছিল যে কিনা প্রেম আর বিয়ের প্রলোভনে কয়েকশ মেয়ে কে সব করেছে,, তাদের টাকাপয়সা নিয়েছে।।।।।
প্রত্যেকবার কোন মেয়ের কাছে যেত আর এসে হাত কচলাতে কচলাতে বলতো, " আল্লাহ ক্ষমাশীল।।। আল্লাহ মাফ কর ".
এ ধর্মে পাপের লাইসেন্সিং প্রথা টা চমৎকার।।। এজন্যেই ঘাটে ঘাটে দেখি,, নামাজও পড়ছে, আবার ঘুষ ও খাচ্ছে।। জানে যে আল্লাহ ক্ষমাশীল।।।।
তা বয়স কম থাকতে প্রথম জীবনেই শিখিয়ে দিলেই হত,, যে বাবারা আকাম কুকাম যাই কর শুধু নামাজ পড়বা আর শিরক করকা না।।।
সব ধরনের নৈতিক, মানবিক, সামাজিক শিক্ষা ইসলামে বন্ধ করে দেয়া দরকার।।। সবাইকে শিখানো হবে শুধু শিখানো হবে,,
""
শুধু নামাজ পড়বা আর শিরক করকা না।।। আর খাই খাসলত খায়েশ মিটায় নিবা। চাহিদা মিটায় নিবা।।।।। all clear... শুধু নামাজ পড়বা আর শিরক করকা না।।।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
নিজের কথা বলেন; আপনি কি সাহাবী?