নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে ভালবাসি, জানাতে ভালবাসি আর ভালবাসি মানুষের মুখ হাসি দেখতে

পথহারা মানব

আমি একজন সাধারন মানুষ।

পথহারা মানব › বিস্তারিত পোস্টঃ

ICCর উচিত INDIAকে শুধু তাদের মাটিতেই খেলতে দেওয়া

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

নিজের দেশের মাটিতে যাদের অগ্নিবিধ্ধংসী রুপ বিপক্ষদলের বোলাারদের তুলোধুনো করে রানের পাহাড়ের নিচে চাপা দেয় সেই দলের ব্যাটসম্যানদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন Cricket খেলাটাকেই ভুলে বসে আছে। প্রথম ম্যাচে ১৪৫ রানের পর দ্বিতীয় ম্যাচেই আবারো *** রানের পরাজয়, ৩য় ম্যাচে না জানি কি হয়। ভাগ্য ভালো যে বিসিসিআই পাচঁ ম্যাচের সিরিজটাকে তিন ম্যাচে নামিয়ে এনেছে ।

যাদের অর্থ-কড়ির ঝনঝনানির কারনে ICCকে সবসময়ই তাদের ভালোটাকেই বিবেচনা করতে হয় সে দেশটার মান-সম্মান রক্ষার ব্যাপারটাও ICCরই দেখা উচিত। তাই ICCর কাছে বিণীত অনুরোধ আপনার দয়া করে INDIA তাদের মাটিতেই খেলানোর ব্যাবস্থা করেন এবং অনন্ত ১টা বিশ্বকাপ পরপর হলেও এই দেশটিতে আয়জোন করেন।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: দেশের মাটিতে বাঘ, বাইরে গেলেই কাক। :#> :#> :#>

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

পথহারা মানব বলেছেন: দারুন বলেছেন ভাই

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

বেকার সব ০০৭ বলেছেন: সহমত প্রকাশ
সিরিজটা ৭ ম্যাচে হলে ব্যাপক মজা পাইতাম

মালুদের ভাল করে বাঁশ দিতেছে

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

পথহারা মানব বলেছেন: দেখেন সাত ম্যাচ করা যায় কি না?

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

আসিফুজ্জমান তমাল বলেছেন: দেশের মাটিতে বাঘ, বাইরে গেলেই কাক। সঠিক

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

পথহারা মানব বলেছেন: দারুন বলেছেন ভাই

৪| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: এসেছিলাম নতুন কিছু দেখতে ।
যাহোক এটাতেই ভাল
লাগা জানিয়ে
গেলাম

শুভেচ্ছা রইল ।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৯

পথহারা মানব বলেছেন: ঊরে বাপরে...অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য।

লিখতে মন চায় না..তাই লিখি না। এখন মনে হয় কিছু কিছু লিখতে হবে। আশা করি আজ কালকের মধ্যে নতুন কিছু পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.