![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়তে ভালবাসি, সময় পেলে টুকটাক লেখার চেষ্টা করি। আমার বাংলাদেশটাকে অনেক ভালবাসি, দেশের বাইরে থাকলে দেশের প্রতি টান টা মনে হয় একটু বেশি চলে আসে
মাঝে মাঝে খুব কাঁদতে ইচ্ছা করে, কোন কারন ছাড়ায় কাঁদতে ইচ্ছা করে! আবার মনে হয় এর পিছনে কারনও আছে... যেমন কেন মানুষ বৃদ্ধ হয়, কেন মানুষ মারা যায়, কেন ছোট বেলার দিনগুলো আর ফিরে পাওয়া যায় না, কেন ভালবাসার মানুষগুলো হারিয়ে যায়, কেন মজার মুহূর্তগুলো বার বার ফিরে আসে না । কেনই বা মুখ বুজে অন্যায় সহ্য করতে হয়, কেন মানুষ ক্ষুধার কষ্টে ভুগে যখন অন্যরা অপচয় করে, কেন কারন ছাড়া মানুষকে মরতে হয়, কেন আব্বা আম্মা এতো বেশি ভালবাসে তাদের সন্তানদের, কেন অভাবে থাকতে হয় আর তা কাউকে বলা যায় না, কেন সবাই টাকার পিছনে দৌড়ায় আর ভালবাসা কে তুচ্ছ মনে করে ...... খুব কাঁদতে ইচ্ছা করে খুব, মন খুলে হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করে......
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০১
ফিনিক্স! বলেছেন: উত্তর আমিও খুঁজে ফিরি
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
লিচপেথ বলেছেন: কেনোর উত্তর হারিয়ে ফেলেছি