নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা হাসিমাখা মুখ আর ভালবাসাসিক্ত দয়ালু হৃদয়, অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে

ফিনিক্স!

পড়তে ভালবাসি, সময় পেলে টুকটাক লেখার চেষ্টা করি। আমার বাংলাদেশটাকে অনেক ভালবাসি, দেশের বাইরে থাকলে দেশের প্রতি টান টা মনে হয় একটু বেশি চলে আসে

ফিনিক্স! › বিস্তারিত পোস্টঃ

বৈষম্য

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

এমন একটা পৃথিবী যদি হতো যেখানে কোন হানাহানি, যুদ্ধ- বিগ্রহ আর বৈষম্য থাকবেনা। কেউ কষ্ট করে না খেতে পেরে আবার কেউবা কষ্ট করে একটার ওখানে দুইটা গাড়ী না পেয়ে। এই তথাকথিত বড়লোকের কষ্ট নিয়ে আমার কষ্ট লাগে না, এগুলো হল কষ্ট না মোহ। দেখা যাবে যে মুহূর্তে কোন উন্নত দেশে অতিরিক্ত খাদ্য রাস্তায় ফেলে দিচ্ছে, সেই একই সময়ে পৃথিবীর অন্য কোথাও, কেউ না কেউ না খেয়ে মারা যাচ্ছে। আমাদের জীবনটা অনেক জটিল হয়ে পড়েছে, অন্য কাঊকে নিয়ে চিন্তা করার সময় নাই। উন্নত দেশগুলোতে মানুষের জীবনের মূল্য অনেক, আর অন্য দিকে গরীব দেশগুলোতে মানুষের জীবনের মূল্য নাই বললেই চলে। অদ্ভুত আমাদের এই জীবনের খেয়াল। কবে শেষ হবে এই বৈষম্যময় পৃথিবীর??

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

আকতার আর হোসাইন বলেছেন: মানুষে তেলা মাথায় তেল দিতে পছন্দ করে। যে খেতে চায় না তাঁর জন্য খাবারের বিশাল আয়োজন করা হয়। অন্যদিকে যে ক্ষিদের জ্বালায় দু মুঠো খাবারের জন্য পাগল হয়ে থাকে তাঁকে খাবার দেয়া হয় না। উলটো বলা হয়, যা বাগ।


আপনি যে বৈষ্যমহীন পৃথিবী দেখতে চান সেটা আমারো দেখার খুব ইচ্ছা। দেখার খুব ইচ্চা পৃথিবীর সকল মানুষের মুখে স্বর্গীয় হাসি দেখার! নিষ্পাপ হাসি দেখার"

আফসোস! হয়তো এই স্বপ্নের পৃথিবী দেখার সুভাগ্য কোন দিনই হবেনা!! তবু স্বপ্ন দেখি অবিরাম।

ভাই আপনার লেখাটা অনেক ভাল লেগেছে। ফেসবুক আইডিটা দিলে ভাল হতো। ধন্যবাদ এরকম সুন্দর একটি লেখার জন্য।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৫

ফিনিক্স! বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার মতো আমিও "তবু স্বপ্ন দেখি অবিরাম"

২| ১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থেকে শুরু করে, প্রতিটি বাচ্ছাকে ৫/৬ বছর বয়সে স্কুলে পাঠাতে কত সাল অবধি অপেক্ষা করার দরকার? আপনি এটার উত্তর দেন!

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫০

ফিনিক্স! বলেছেন: এর উত্তর আমার জানা নেই কবে আমরা আমাদের সকল সন্তানদের স্কুলে পাঠাতে পারবো কিন্তু পরিবর্তন হচ্ছে আর হবে, সাথে আমাদের ইতিবাচক মনোভাব থাকাটা অবশ্যই দরকা্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.