নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা হাসিমাখা মুখ আর ভালবাসাসিক্ত দয়ালু হৃদয়, অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে

ফিনিক্স!

পড়তে ভালবাসি, সময় পেলে টুকটাক লেখার চেষ্টা করি। আমার বাংলাদেশটাকে অনেক ভালবাসি, দেশের বাইরে থাকলে দেশের প্রতি টান টা মনে হয় একটু বেশি চলে আসে

ফিনিক্স! › বিস্তারিত পোস্টঃ

সমাজের ব্যধি!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬



আমাদের সমাজে স্বাভাবিক একটা বিষয় হচ্ছে অন্য কে নিয়ে মাথা ঘামানো। কার কোন প্রব্লেম আছে, কার এখনও বিয়ে বা বাচ্চা হলো না, কার ছেলে পরীক্ষায় কি করলো বা কি চাকুরী করে এই সব নানান বিষয় নিয়ে। আর আমরা সবাইকে বিচার বা যাচাই করি আমাদের নিজস্ব ধ্যান ধারনা ও বিশ্বাস দিয়ে যা কিনা অবস্থাকে আরও শোচনীয় করে তুলে। উদাহরণ স্বরূপ, একটা মেয়ের কথা বলি। মেয়েটা অনেক ইয়াং আর বিয়ে করেছে বাবার বয়সী একজনকে। সবাই কেমন যেনো কানাঘুষা করে এ নিয়ে। অবশ্যই মেয়েটার এ নিয়ে মন খারাপ থাকে, তাও জীবন চলে যাচ্ছে । মেয়েটা কিন্তু ওই লোকটার সাথে সুখে আছে। আর একটা বিষয় কেউ জানে না যেটা আমি জেনেছি ওর সাথে কথা বলে। মেয়েটির মা অনেকদিন যাবত ক্যান্সার এ ভুগছেন আর ওই লোকটি তাদের মানুষিক ও আর্থিকভাবে অনেক সাহায্য করেছে। নিজের শখ বা ইচ্ছার কিছু জলাজ্জলি দিয়ে হলেও মেয়েটি এই আর্থিক সাহায্যের জন্যই হোক বা ভালবেসেই হোক তাকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছে। সমাজ কটাক্ষ করে, অবহেলা করে কিন্তু আমি মেয়েটির ইচ্ছা ও সিদ্ধান্তের সম্মান করি, আমাদের করা উচিত। কিন্তু দুঃখের বিষয় তার উল্টাটা দেখি। আমার মনে হয়, এই আচরণ সমাজের একটা ব্যধি। এ থেকে পরিত্রাণ পেতে হবে। যদিও এই ব্যধি থেকে মুক্তি পাওয়ার পথ আমার জানা নেই, আপনার জানা থাকলে বলবেন !!



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: আমাদের সমাজটা নোংরা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

ফিনিক্স! বলেছেন: সত্যিই আমাদের সমাজটা কলুষিত।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৭

মেঠোপথ২৩ বলেছেন: যদি শাওন , হুমায়ুন আহমেদ কেস হয়ে থাকে তবে তা নিয়ে কথা ওঠা স্বাভাবিক। বাবার বয়সী কোণ লোকতো আর ব্যচেলর থাকার কথা নয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

ফিনিক্স! বলেছেন: সবার আলাদা আলাদা টাইম জোন আর লক্ষ্য, পিছুটান বা বাস্তবতাই বলেন না কেন! তা নিয়ে কথা বলে বা ক্রিটিসাইজ করে কি লাভ হয়, সময় নষ্ট ছাড়া কিছু না!

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮

মিরোরডডল বলেছেন:




আমার মনে এই আচরণ সমাজের একটা ব্যধি

এখানে মনে হয় হবে।

আসলেই এটা একটা ভয়াবহ অসুখ। এর পরিত্রাণ নিজের কাছেই। মানুষের প্রতি জাজমেন্টাল হওয়া যাবে না।
আমরা যা দেখি, শুনি বা জানি, তার বাইরে আরও অনেক কিছু আছে যা আমরা জানি না।

একই নিয়ম নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। দশজন লোক ভালো মন্দ দশ রকমের কথা বলবে। কেউ জেনে বা অজান্তে।
তাই মানুষের সব কথা ধরতে হয়না। যত ইগ্নর করবো, তত ভালো থাকবো।

পরনিন্দা, পরচর্চা এ বিষয়গুলো অনেকটা ছোঁয়াচে রোগের মতো। একজন শুরু করলে অন্যরা আরও রঙিন করে ছড়িয়ে দেয়। তাই বুঝতে পারলে, এসব মানুষের সঙ্গ এড়িয়ে চলা ভালো। অনেক শান্তিতে থাকা যায়।


০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

ফিনিক্স! বলেছেন: কারেকশন করেছি। এমন ভাবে যদি সবাই চিন্তা করতো, তাহলে সুন্দর ও সুস্থ একটা পরিবেশ পেতাম আমরা। ধন্যবাদ মতামতের জন্য।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৯

কামাল১৮ বলেছেন: এটা সামন্তবাদী সমাজের প্রতিফলন।আমরা এখনো গনতান্ত্রিক হতে পারিনি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৭

ফিনিক্স! বলেছেন: সমাজে মূল্যবোধের অভাব, সেটা সামন্তবাদ হোক বা গনতান্ত্রিকই হোক।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: পরিবর্তন আসবে। দেরী হোক, যায়নি সময়।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৪

ফিনিক্স! বলেছেন: এই আশায় রয়েছি। পরিবর্তন আসতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.