নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেট্রোল বোমার আগুনে পোড়া মানুষের মৃত্যুর খবর শুনতে শুনতে মনটা একদম বিষিয়ে উঠেছে । যারা যানবাহনে পেট্রোল বোমা মারেন তাদেরকে তো আর কোটি কোটি টাকা দেয়া হয় না, খুব বেশি হলে হাজার খানেক । এই সামান্য কিছু টাকার জন্য বাসে যারা পেট্রোল বোমা ছুঁড়ে মারে, আমি জানিনা তারা মানুষ কিনা । তারা ভেবে দেখে না যে, এই বাসটিতে হয়তো তারও বাবা-মা, ভাই, বোন থাকতে পারে । এই অল্প কিছু টাকার জন্য এতগুলো মানুষের জীবন, কতগুলো পরিবারের ভবিষ্যৎ তারা মুহুর্তেই শেষ করে দেয় । আজ এদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর কোন নিশ্চয়তা নেই । এদেশে যেই ক্ষমতায় আসুক না কেন, জনগণের শান্তি তারা কখনই মনে হয় তারা চায় না । আর বিরোধীদল তো আরও ভয়ানক পজিশনে থাকে । আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যত রাজনৈতিক দল আছে সবগুলোর নেতাদের পদত্যাগ করা উচিত । আমাদের বর্তমানে সম্পূর্ণ নতুন নেতৃত্ব দরকার । এদেশে এখন ৭১ এর চেয়েও পরিস্থিতি খারাপ । আর তাই এখন আবার সময় এসেছে তরুণ প্রজন্মের আবার জেগে ওঠার । এদেশটা তো আর দুই প্রধান রাজনৈতিক দলের পারিবারিক সম্পত্তি নয় । আর চলমান আন্দোলনে ২০ দল যে জনগণের সমর্থনের কথা বলে তার নূন্যতম সমর্থনও তাদের প্রতি জনগণের নেই । এটা জনগণ যেমন জানে তেমনি রাজনৈতিক দলের নেতারাও জানে । হরতাল অবরোধে রাজনৈতিক কোন নেতার গাড়ি পোড়ে না, পোড়ে সাধারণ জনগণের গাড়ি । দেশটা আমাদের অর্থাৎ সাধারণ জনগণের । চলুন আমরাই কিছু করি । আমরা এদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি । একটা আমনুষের জীবন অমূল্য । একে তো আর পেট্রোল বোমার আগুনে এভাবে ধ্বংস হতে দেয়া যায় না ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫
মনোজ কুমার বলেছেন: মানুষ বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারত-----------শক্তি বন্ধপধ্যায়ের কবিতাটা খুব মনে পড়ছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪
নিলু বলেছেন: ভালো উদ্যোগ , চালিয়ে যান