নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টানা অবরোধ ও বিভিন্ন সময়ে ডাকা হরতালে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে । যারা অান্দোলনের ডাক দিয়েছেন, তাদের প্রায় সবাই আত্বগোপনে ।
আন্দোলনটা দিনে দিনে যেন জনগণকে হত্যার জন্য ব্যবহৃত হচ্ছে । ২০ দলের এই আন্দোলনটা জনগণের জীবনের প্রতি হুমকি স্বরূপ না হয়ে যেমন হতে পারত -
১. তারা হরতাল ডাকেন । যানবাহন যেন না চলে সেজন্য তারা বোমাবাজি করেন । এমনটা না করে আপনারা রাস্তায় শুয়ে পড়ুন । চিৎকার করে বলুন,"গাড়ি যদি যায় তো আমাদের দেহের উপর দিয়ে যাবে ।" আপনাদের দয়ামায় না থাকলেও আমাদের ড্রাইভার ভাইদের দয়ামায়া অাছে । তারা তো আর আপনাদের মতো অমানুষ নয় যে আপনাদের মেরে আপনাদের লাশের উপর দিয়ে তারা গাড়ি চালিয়ে নিয়ে যাবে ।
২. রেল অবরোধের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করতে পারেন । মাইলের পর মাইল জুড়ে লাইন করে রেল লাইনের উপর শুয়ে থাকুন ।
তবে দুই রাজনৈতিক দলের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা তো জনগণের জন্যই রাজনীতি করেন । জনগণকে শান্তি দিতে না পারলে রাজনীতি থেকে সরে দাঁড়ান ।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১
আরণ্যক রাখাল বলেছেন: দিবাস্বপ্ন বাংলাদেশের প্রক্ষাপটে