নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৪ সালে বাংলাদেশের সব কলেজকে এস.এস.সি. পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এইচ.এস.সি. প্রথম বর্ষে নতুন ছাত্র ভর্তির জন্য বলা হলেও নটর ডেম কলেজ মহামন্য হাই কোর্টে নটর ডেম কলেজকে ভর্তি পরীক্ষা নেযার অনুমতি চেয়ে রিট আবেদন করে । মহামান্য হাই কোর্ট শুধুমাত্র ঐ বছরের জন্য ভর্তি পরীক্ষা নেয়ার অনুমতি দেন ।
তবে এ বছর কি হবে তা বলা যাচ্ছে না । কিন্তু ইতিমধ্যেই কিছু মৌসুমী কোচিং সেন্টার ব্যবসায়ী নটর ডেম কলেজে তাদের ৯০% শতাংশ ছাত্র ভর্তির সুযোগ পেয়েছে এমন ভুল তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে । অনেক কোচিং সেন্টারের লিফলেটে হয়তো লেখা আছে- কলেজের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো । আপনার ছেলে এখানে পড়লে চান্স নিশ্চিত........ ইত্যাদি ইত্যাদি লেখা থাকবে । হয়তো আপনার হাতেও এস.এস.সি পরীক্ষা কেন্দ্রের বাইরে বা অন্য কোথাও এমন ধরনের লিফলেট পেয়ে থাকবেন বা ভবিষ্যতে পাবেন ।
আপনি যদি আপনার ছেলে বা ভাইকে ( যে নটর ডেম কলেজে ভর্তি হতে ইচ্ছুক ) নিয়ে ঐ কোচিং সেন্টারে যান তবে আপনাকে তারা এক বিশাল লিস্ট দেখাবে যাতে স্পষ্ট ভাবে প্রমাণিত যে তারা এই কোচিং এ পড়তো । কিন্তু আসল ঘটনা হল, প্রতি বছর জানুয়ারী মাসে ঐ কোচিং সেন্টারের লোকজন নটর ডেম কলেজের বাইরে দাঁড়িয়ে কলেজের ছাত্রদের তাদের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য লিফলেট বিতরণ করে । প্রায় হাজার খানেক ঐ সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র যায় । তাদের দিয়ে ঐ কোচিং এর একটা ভর্তি ফরম পূরণ করানো হয় ও কয়েক কপি ছবি তাদের কাছ থেকে নেয়া হয় ।বিনিময়ে তারা কিছু খাবার সংবর্ধনার নামে ছাত্রদের হাতে ধরিয়ে দেয় । এই ফরম পূরণ করার মানে এই যে তারা ঐ কোচিং এ পড়তো । কিন্তু আপনারা হয়তো জানেন নটর ডেম কলেজের প্রায় ৫০% ছাত্র একেবারেই গ্রামের স্কুল থেকে আসে । এদের কেউই কলেজ ভর্তি কোচিং করে না । অনেকে পরীক্ষার কিছু সময় আগেই ঢাকায় পা দেয় । একটা উদাহরণ দিই, প্রায় ২৫০০ জন নতুন ছাত্র নটর ডেম কলেজে ভর্তি হয়েছে ২০১৪ সালের জুন মাসে । কিন্তু তাদের মধ্য থেকেই আবার ১৫০০ জন ঐসব ভর্তি কোচিং এর ভর্তি ফরম পূরণ করেছে ২০১৫ সালের জানুয়ারী মাসে । অথচ ঐ ফরমে ভর্তির তারিখ দেয়া আছে ২০১৪ সালের মার্চ বা এপ্রিল মাস । যেসব ছাত্র এই সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁদে পা দিয়ে ভর্তি ফরম পূরণ করে তাদের প্রায় সবাই গ্রাম থেকে আসা এবং তারা ঐসব কোইং ব্যবসায়ীদের প্রতারণা বুজতে পারে না ।
ঐ সব ফরম দেখিয়ে কোচিং সেন্টারের লোকজন আপনাকে প্রলোভিত করবে ঐ কোচিং সেন্টারে ভর্তি হবার জন্য ।
কিন্তু বাস্তবে, ঐসব কোচিং সেন্টারে অহেতুক বিভিন্ন জটিল জিনিস পড়ানো হয় । যেগুলো নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষায় কখনো আসেনি এবং আসবেও না । বোর্ডের বই থেকেই নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হয় ।
আবার ঐ সব কোচিং সেন্টার আপনাকে কলেজে ভর্তির চান্স না পেলে পুরো কোর্স ফি ফেরত দেবার নিশ্চয়তা দেয় । কিন্তু ভর্তি পরীক্ষার পর থেকে তাদের আর কোনো হদিস পাওয়া যায় না ।
এরকম কয়েকটি কোচিং সেন্টার হলো-- U.A.C, এমস্ ইত্যাদি ।
আমার এই পোস্টের সার সংক্ষেপ নটর ডেম কলেজের নোটিশ বোর্ডেও আপনারা দেখতে পাবেন । সুতরাং, এসব কোচিং সেনটারে গিয়ে আপনার মূল্যবান সময় ও অর্থ অপচয় করবেন না । কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল পোস্ট।