নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন অাগে নটর ডেম কলেজের গণিত বিভাগের শিক্ষক বিদ্যুৎ স্যারের উক্তিগুলো নিয়ে একটি পোস্ট করেছিলাম । যে উক্তিগুলো ঐ পোস্টে লিখিনি সেগুলো নিয়ে লিখলাম এই পোস্টটি ।
( বিদ্যুৎ কুমার ভদ্র স্যার )
"শোন বন্ধুগণ, আমার বন্ধুরা সব বুড়ো হয়ে একে একে মরে যাচ্ছে । আমাকে নাম ধরে ডাকার লোক খুব কম । তোমরা চাইলে আমাকে নাম ধরে ডাকতে পার ।"
"তোমরা তো এখন স্যারকে নাম ধরেই ডাক । তোমাদের আর কি দোষ বলো, এই আমরা স্যার নিউটনকে, আইনস্টাইনকে নাম ধরে ডাকি । সেরকমভাবে তোমরা শিক্ষকদের নাম ধরে ডাকবে এতে দোষের কি আছে?হে..........হে.............হে...........বুঝেছতো কথাটা? "
"শোন, ঈশ্বর প্রদত্ত খোলসটা ছাড়া সকল ছাত্রের ভেতরটা একই । বুঝেছতো কথাটা? "
"আজকালকার প্রেমিক-প্রেমিকারা যে কি, বিয়ে না দিলেই গাছের সাথে ঝুলে পড়ে ।"
"মনে কর, তুমি তোমার বউ এর সাথে ঝগড়া করে (৬,৪) বিন্দুতে রশি ঝুলিয়ে ঝুলে পড়েছ । রশিটি (১০,৮) বিন্দু পর্যন্ত এলো । এখন এই রশির এক বিন্দু থেকে আরেক বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র জনগণ পারে । সুতরাং এই অংকটি জনগণ পারলো ।"
"তোমার যদি টাকা না থাকে তবে মেয়ে কেন, মেয়ের নানীও তোমার দিকে ফিরে তাকাবে না বন্ধু"
"আরে বন্ধু, পায়খানা করেও ওটার দিকে ফিরে তাকানো যায় কিন্তু তোমার হাতের লেখার দিকে তো তাকানো যাচ্ছে না ।"
"এই যে পই পই করে বলি বই নিয়ে আসবে কলেজে কিন্তু অনেকেই আনো না । আরে পড়াশোনা করে চাকরি করে তো আর আমাকে খাওয়াবে না, তোমার বাপ-মাকেও খাওয়াবা না । খাওয়াবা চাঁদনীকে আর তার বাপ-মাকে ।"
"আরে বইটাতে একটু দাগ-টাগ দাও । পাশ করে বইগুলো বিক্রি করলে ঠোঙ্গাআলা ভাববে বইয়ের প্রতি তুমি অবিচার করেছ । দাগ-টাগ থাকলে সে ভাববে না জানি তুমি কত মারাত্মক ছাত্র ।"
"শোন বন্ধুগণ, বই কিনে কেউ গরীব হয়ে যায় না । তুমি বই পড় আর নাই পড়, প্রচুর বই কিনে ঘর ভরে ফেলো । যাতে প্রতিবেশীরা ভাবে না জানি তুমি কত মারাত্মক ছাত্র ।"
"এই যে কাপ্তান ভাই, তুমিও কিন্তু অনেক কথা বলো । আর যদি দেখি তাহলে পাছায় লাথি দিয়ে ক্লাস থেকে বের করে দেব ।"
"আমার বউটার জ্বালায় শান্তিতে একটু খবরটাও দেখা যায় না । চ্যানেল তার একটাই, স্টার জলসা ।"
"শোন বন্ধুগণ, কিছুদিন পর তোমরা ঘরে একটা লাল টুকটুকে বউ আনবে । তোমাদের একটা পরামর্শ দেই, তোমার বউকে তুমি সব কিনে দেবা শুধু সোনার গয়না ছাড়া । শোন, সোনার গয়না কিনে আনা মানে হলো টাকা দিয়ে ঘরে টেনশন কিনে আনা । এই যেমন দেখ আমার বউ কিছুদিন ধরে আমাকে জালিয়ে খাচ্ছে তাকে সোনার গয়না কিনে দেয়ার জন্য । আমি তাকে বললাম সোনার গয়না ছাড়া তোমাকে সব কিনে দেব আমি । তাকে আমি এসি কিনে দেলাম, ওয়াশিং মেশিন কিনে দেলাম কিন্তু তারপরেও তার বায়না তাকে সোনার গয়না কিনে দিতেই হবে । শেষে বাধ্য হয়েই তাকে কিনে দেলাম । কারণ আমি আমার বউ হারাতে চাই না । তোমরা আবার তোমাদের বউকে এসব বলো না । শেষে তোমাদের বাড়ি গেলে তোমাদের বউ আমাকে এককাপ চাও খাওয়াবে না ।"
"বন্ধুগণ চলো ১২ নম্বর অংকটা করি । লেখ মনে করি.............. এই যে বন্ধু মনে করতে তো কোন দোষ নেই । মনে কর, হ্যাঁ মনে কর ।"
অংক করার সময় মাঝে মাঝেই এমন ঘটনা ঘটতোঃ
(১)
আমরাঃ "স্যার, আগের লাইনে ভুল হয়েছে ।"
স্যারঃ "এরা যে কি ! অংক পারে না কিছুই কিন্তু ভুল ধরার জন্য ওৎ পেতে বসে থাকে ।"
(২)
আমরাঃ";স্যার, আগের লাইনে ভুল হয়েছে ।"
স্যারঃ"সমস্যা নাইরে বন্ধু, পরের লাইনে ঠিক হয়ে যাবে । এই অংক করানো ভুলে গেলে তো আমার ভাত বন্ধ হয়ে যাবে । হে.......হে......হে..... বুঝেছতো কথাটা?"
(৩)
স্যারঃ "গতদিন বৃত্তের থিয়োরিটা দেখে আসতে বলেছিলাম । যারা দেখে এসেছ তারা জায়গায় দাঁড়িয়ে যাও ।................( ক্লাসের কেউ দাঁড়ালো না).......................... আরে একি! এযে হুমায়ুন আহমেদের নাটক কোথাও কেউ নেই ।"
(৪)
স্যারঃ "গতদিন একটা অংক বাড়ির কাজ দিয়েছিলাম । যারা করেছ জায়গায় দাঁড়িয়ে যাও ।...........................( ক্লাসের কেউ দাঁড়ালো না).......................... আরে একি! এযে হুমায়ুন আহমেদের নাটক কোথাও কেউ নেই ।"
(৫)
জনৈক ছাত্রঃ "স্যার ১৩ নম্বর অংকটা পারিনি । একটু করে দেবেন?"
স্যারঃ "(বই দেখে) আরে ১৩ নম্বর তো কোন অংকই না । তুমি বাড়িতে চেষ্টা করেছ তো?"
ছাত্রঃ "জ্বী স্যার ।"
স্যারঃ "ঠিকাছে । তুমি বোর্ডে এসে অংকটা করে প্রমাণ কর যে তুমি অঙকটা পারোনা । যদি তুমি অংকটা করতে পার তাহলে তোমাকে তিন তলা থেকে ধরে ফেলে দেব ।হে.............হে.........হে........বুঝেছতো কথাটা?"
(৬)
স্যারঃ"এই যে বন্ধু তুমি দাঁড়াও । গতকাল সারা বিকেল প্রেমিকার সাথে ঘুরে ক্লান্ত হয়ে ক্লাসে ঘুমাচ্ছ । হুম? "
ছাত্রঃ "না স্যার ।"
স্যারঃ "মিথ্যে বলো না বন্ধু । আমি নিজে তোমাকে দেখেছি । মলি না তোমার প্রেমিকা?"
(৭)
স্যারঃ "তোমাদেরকে সবগুলো অংকই আমি করে দেই বন্ধু । তারপরেও তোমরা যে রেজাল্ট করলে তাতে কষ্টে তো আমারই হৃদয় ফেটে যাচ্ছে । তোমার বাপ-মা এই রেজাল্ট দেখে তো হৃদয় ফেটে মরে যাবে ।
(৮)
ছাত্রঃ স্যার, গ্রাফটা ক্যামন হতে পারে?
স্যারঃ শোন, তোমার যখন হাগা আসবে তখন আর মাকে বলার দরকার নাই যে, "মা, হাগা আসলে আমারে জাগায় দিও।" হাগা আসলে তুমি এমনিতেই জেগে যাবা।
পর্ব-১ এর লিংক এখানে ক্লিক করুন
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: তাইলে এইটাও যোগ করে নেন... (আমি যখন নটরডেম কলেজে পড়তাম তখন গণিতের প্র্যাকটিকালে স্যার আমার এক গ্রুপমেটকে এই কথা বলেছিলেন... )
ছাত্রঃ স্যার, গ্রাফটা ক্যামন হতে পারে?
স্যারঃ শোন, তোমার যখন হাগা আসবে তখন আর মাকে বলার দরকার নাই যে, "মা, হাগা আসলে আমারে জাগায় দিও।" হাগা আসলে তুমি এমনিতেই জেগে যাবা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৮
পিট পলাশ বলেছেন: যোগ করে দিলাম ভাই
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
রাজীব নুর বলেছেন: হা হা হা...
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০
ঢাকাবাসী বলেছেন: ভারি মজার!
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩২
ইফতেখার অপু বলেছেন: proud to be a notredamian.... batch '15
A dialogue from Legend Arif Sir(ICT Department)
--- মাল দে, মাল নে।
বেনারসি মাল।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫
অহন_৮০ বলেছেন: ভালো হয়েছে... ++++
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহাহা....অনেক মজা পেলাম।
আমি দেখেছি বিজ্ঞান, গণিত, হিসাববিজ্ঞান এসবের শিক্ষকরাই বেশি রসিক হয়। অথচ রসিক হবার কথা ছিল বাংলা বা সাহিত্যের শিক্ষকের। নাহ... কোথাও মিল খুঁজে পেলাম না
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২
পিট পলাশ বলেছেন: আমাদের নটর ডেম কলেজের বাংলার শিক্ষকরাও আরো মারাত্মক রকমের মজার । কয়েকদিনের মধ্যেই শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ্
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৬
আরণ্যক রাখাল বলেছেন: মারাত্মক তো
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০২
তরিকুল ইসলা১২৩ বলেছেন: বাহ!! স্যার তো মারাত্নক রসিক
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: মাত্রাতিরিক্ত আনন্দ পেলুম।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
সাঈফ শেরিফ বলেছেন: বাবার টাকা ছিলনা নটরডেমে ছেলেকে পড়ানোর । সেই আক্ষেপ এখনও বয়ে বেড়াই, নটরডেমিয়ান দেখলে হিংসে হয়।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩
ব্লগার পথিক বলেছেন: এইটা তো স্যার না,মাইরি একখান মাল....
থুক্কু বাল,
চ্যরি
ধুর মুখ দিয়া বাইর হইতাছে না.....
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
নীল সুমন বলেছেন: ++++
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৪
পাগলা বস বলেছেন: ভাগ্যিস লুঙ্গিটা আগে থেকেই খোলা ছিল , নইলে মইরা যাইতাম এক্কেরে , জঘন্যতম সুন্দর হয়ছে ইনি তো শুধু স্যার পুরা রসের হাড়ি ………………
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
Nadim820 বলেছেন: হা হা হা
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০
সুমন কর বলেছেন: মজা পেলাম।
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫
আহসান জামান বলেছেন:
চমৎকার পড়তে, র্নিজল হাসির খোরাক।
@মাঈনউদ্দিন মইনুল --< দারুণ একটা পয়েন্ট করেছেন।
১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭
ৎৎৎঘূৎৎ বলেছেন: তার ছাত্র হতে পারলে ধন্য হতাম
১৯| ১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০২
Shaiful islam majumder বলেছেন: হাসতে হাসতে পেটে খিল!
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: খালি হাসলুম, বুঝেছতো কথাটা?"