নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্যুৎ স্যারের ডায়লগগুলো নিয়ে দুটি পোস্ট করেছি বেশ কিছুদিন আগে । অনেকগুলো ডায়লগ লিখলেও ভেবে দেখলাম এমন অনেক গূরুত্বপূর্ণ কিছু ডায়লগ বাদ পড়েছে । সেগুলোই লিখলাম অাজ ।
"আরে বিয়ে করে তো বাপ-মার কথা ভুলে যাবা । তখন বলবে, ঐ বুড়ো-বুড়ি দু'টো মরে গেলেই বাঁচি । একটা রুম খালি হয় ।হে..হে....হে.... বুঝেছতো কথাটা?"
"তোমার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে । কিন্তু প্রেমিকা খাকবে একটা ।বুঝেছতো কথাটা?"
"ও বন্ধু, তুমি সুন্দরী মহিলাদের মতো চশমা কপালে উঠিয়ে রেখেছ কেন? রাস্তাঘাটে দেখবে সুন্দরী মহিলারা চোখে চশমা না দিয়ে কপালে উঠিয়ে রাখে । এই যে দেখ এভাবে..........(স্যার এরপর নিজের চশমা কপালে উঠিয়ে দেখান) "
"শোন বন্ধুগণ, আর্মিতে দেখবে কোন বুড়ো সৈনিক নেই । সবাই তোমাদের মতো জোয়ান । কিন্তু কমান্ডারেরা সব আমার মতো বুড়ো ।হে..হে....হে.... বুঝেছতো কথাটা?"
"যদি তুমি আর্মিতে যেয়ে তোমার হাত-পা ভাঙ্গ তাহলে তোমাকে টায়ার খুলে বাড়িতে পাঠিয়ে দেবে ।"
"এই যে তুমি, ১০ বার কান ধরে ওঠা-বমা কর ।...আরে স্টেজের এত কিনারে না ।শেষে পড়ে গিয়ে হাত-পা ভেঙ্গে বাড়ি গিয়ে বলবে যে বিদ্যুৎ মেরে ফেলেছে ।"
"আরে ও বন্ধূ, এভাবে ঘুমায়ো না । তুমি যেভাবে ঘুমাচ্ছ তাতে তো তুমি এক্সিডেন্ট করবে ।"
"আমরা এখন তীব্র গতিতে অংক করে যাব । তবে তোমরা একে বিদ্যুৎ গতিও বলতে পার ।"
"এই যে বন্ধূ, তুমি হেড ডাউন করে কি সিনেমা দেখতিস নাকি মোবাইলে......অ্যাঁ?...কি সিনেমা বোঝ তো ?....... অতীতে দেখা গেছে আমার ক্লাসে বেশ কিছু জনগণ মাথা নিচু করে সিনেমা দেখতিসে ।হে..হে....হে.... বুঝেছতো কথাটা?"
"শোন বন্ধুগণ, তোমাদের বাপ-মায়েরা টাকার জন্যে কোথাও প্রাইভেট পড়তে পারতো না । আর তোমরা সময়ের অভাবে পড়তে পারো না। বুঝেছতো কথাটা?"
"অতীতে হয়তো তোমার বা-মা স্কুল-কলেজ পালিয়েছিল । কিন্তু তোমরা যাতে পালাতে না পারো তাই দেখো কলেজের গেটের বাইরে কি সুন্দর করে তারা বসে আছে । হে..হে....হে.... বুঝেছতো কথাটা?"
স্যারের অগণিত ডায়লগের মধ্যে অল্প বিস্তরই আমার মনে আছে । আগেও লিখেছি স্যারের ডায়লগ নিয়ে দু'টি পর্ব । পড়ে দেখতে পারেন । আশা করি ভালো লাগবে ।
নটর ডেম কলেজের গণিত বিভাগের শিক্ষক জনাব বিদ্যুৎ কুমার ভদ্র স্যারের কিছু ডায়লগ ( পর্ব-২)
নটর ডেম কলেজের গণিত বিভাগের শিক্ষক জনাব বিদ্যুৎ কুমার ভদ্র স্যারের কিছু ডায়লগ ( পর্ব-১)
এতগুলো ডায়লগের মধ্যেও সব সময় যে ডায়লগটি আমার কানে বেজে চলে-
"ছেলেরা অংক করবে আর অংক পরীক্ষায় ফেল করে এটা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে ।"
২| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৩
মাঘের নীল আকাশ বলেছেন: স্যার আমাদের জ্যামিতি নিতেন...প্রায় ১৬ বছর আগের কথা..ভুলে গিয়েছিলাম অনেক কিছুই...আবার মনে পড়ল
৩| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ মজার মজার কিন্ত সত্যি কথা বলতেন আপনার স্যার।
৪| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:০৬
আজকের বাকের ভাই বলেছেন: শেষটির জন্য প্রিয়তে নিয়ে নিলাম
৫| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৭
তাশমিন নূর বলেছেন: মোক্তার স্যারের কথা কিছু লিখবেন না? নাকি আপনারা মোক্তার স্যারকে পান নাই? আমার একজন ক্লোজ ফ্রেন্ড নটরডেমিয়ান। তার কাছে মোক্তার স্যারের কথা শুনেছি। হাসব না কাঁদব, নাকি লজ্জা পাব বুঝতে পারি নাই।
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৫
পিট পলাশ বলেছেন: এই মাত্র লিখলাম মুখতার স্যারকে নিয়ে ।
পোস্টের লিংকঃ Click This Link
৬| ১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১৫
আয়রোন বাবা বলেছেন: বালছাল লেখা....!
যে ধনের লেখার এতে আবার মন্তব্য..
ভাবছিলাম ফেসবুকে ছেড়ে ব্লগে যাচ্ছি কারণ এখনে তেল মারা কম থাকে কিন্তু একি....!
তেলে রাজ্যে এসে গেছি ...
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৮
পিট পলাশ বলেছেন: তেলের কি পেলেন বুঝলাম না কিন্তু
৭| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৮
আলী আকবার লিটন বলেছেন: স্যারের নাম বিদ্যুৎ কুমার (ভদ্র)!!!!!
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২০
সুমন কর বলেছেন: "ছেলেরা অংক করবে আর অংক পরীক্ষায় ফেল করে এটা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে ।"
মজার সব কথা !