নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখিরা যদি সন্ধ্যায় নীড়ে ফিরতে ভুলে যায়,
তবে আমাদের দেখা হবে ।
আকাশের সাদা চাঁদ যদি কালো হয়ে যায়,
তবে আমাদের দেখা হবে ।
রাতের শিশিরে যদি বন্যা বয়ে যায়,
তবে আমাদের দেখা হবে ।
রাতের শেষ ট্রেনটা যদি স্টেশনে আসতে ভুলে যায়,
তবে আমাদের দেখা হবে ।
পৃথিবীটা যদি খুব বেশি সুন্দর হয়ে যায়,
তবে আমাদের দেখা হবে ।
সাহারা যদি হঠাৎ ঘন অরণ্য হযে যায়,
তবে আমাদের দেখা হবে ।
আমার জন্য যদি তোমার চোখে একটু অশ্রু ঝরে,
তবে আমাদের দেখা হবে ।
আমার জন্য যদি তোমার মন একটুও কাঁদে,
তবে আমাদের দেখা হবে ।
কিন্তু তোমার জন্য আমার মন যতই কাঁদুক,
আমাদের দেখা হবে না।
তোমার জন্য আমার যতই অশ্রু ঝরুক,
আমাদের দেখা হবে না ।
২| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: রেল লাইটা বেশ সুন্দর, রেল লাইন দেখলেই যেন আমার মনে হয় সে আমার কতোযে আপন।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লেগেছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: এতো নিষ্ঠুরকে তাহলে ভালোবাসার দরকারটা কি ছিলো, কবিতার আবেগ অনেক অনেক ভালো লেহেছে।