নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত-আজব কিছু বিষয় নিয়ে আগে দুটো পর্ব লিখেছি। আজ লিখছি তৃতীয় পর্ব।
# ১৮১১ সালের ১৬ই ডিসেম্বর এক প্রবল ভূমিকম্পের ফলে মিসিসিপি নদীর পানি উল্টোভাবে প্রবাহিত হয়।
# ১৯৬৭ সালে নাইজেরিয়ার গৃহযুদ্ধের দুই পক্ষ দুই ঘন্টার জন্য যুদ্ধ বিরতিতে সম্মত হয়। কারণ দুই পক্ষই এক প্রীতি ফুটবল ম্যাচে পেলের খেলা দেখার জন্য উদগ্রীব ছিল।
# ১৯৩৯ সালে হিটলার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
# বাল্যকালে হিটলার যাজক হতে চেয়েছিলেন।
# আগে হেরোইনকে মরফিনে আসক্ত লোকদের চিকিৎসায় ব্যবহার করা হত।
# উত্তর কোরিয়ায় মারিজুয়ানা গ্রহণ বৈধ। এমনকি, মারিজুয়ানাকে সেখানে মাদক হিসেবে ধরা হয় না।
# ক্লিওপেট্রা আসলে গ্রীক ছিলেন, মিশরীয় নন।
# আমেরিকার টেক্সাসে বিগফুট হত্যা বৈধ। তবে যদি আপনি বিগফুট খুঁজে পান তবেই।
# চার্লস ডারউইন তাঁর আবিষ্কৃত সকল প্রায় সকল নতুন প্রাণী প্রজাতি খেয়ে স্বাদ পরীক্ষা করেছিলেন।
# ২০০৯ সালে নাইজেরিয়ান পুলিশ একটি ছাগলকে সশস্ত্র ডাকাতির সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে।
# ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন "Zabibah and the King" নামে একটি রোমান্টিক উপন্যাস লিখেছিলেন।
# বিখ্যাত অভিনেতা পল ওয়াকারের মৃত্যুর ৩০ ঘন্টার মধ্যে তার ওয়ারহাউজ থেকে ৩০ টি গাড়ি চুরি হয়।
# ২০০৫ সালের চ্যম্পিয়নস লীগের ফাইনাল ম্যাচে লিভারপুল মিলানের কাছে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে। এতে এক লিভারপুল ভ্ক্ত হাফ টাইমের সময় মাথায় গুলি করে আত্মহত্যা করে। যদিও সেই ম্যচে পরের ৪৫ মিনিটে লিভারপুল ও মিলান ৩-৩ গোলে ৯০ মিনিটের খেলা শেষ করে। পরে লিভারপুল মিলানকে পেনাল্টিতে ৩-২ গোলে হারিয়ে সেবার চ্যম্পিয়ন হয়।
[চলবে]
২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৩
সুমন কর বলেছেন: নতুন এবং মজার। শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭
তন্দ্রা বিলাস বলেছেন: চালিয়ে যান
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০০
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: অদ্ভুত কিন্তু মজার। ভালো লাগলো
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
হাসান রাজু বলেছেন: ক্ষ্যাপাগুলো কখনই বুঝে না তারা কি হারালো ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক কিছু জানানোর জন্য ধন্যবাদ।