নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর একটি পৃথিবী চাই

পিট পলাশ

নিতান্ত অলস একজন মানুষ

পিট পলাশ › বিস্তারিত পোস্টঃ

আজব হলেও গুজব নয় [চতুর্থ পর্ব]

১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১



অদ্ভুত কিন্তু সত্য এরকম কিছু বিষয় নিয়ে এর আগে আরো তিনটি পর্ব লিখেছি। আজ লিখছি চতুর্থ পর্ব।

# বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান "ফেরারি"-র মালিক এনজো ফেরারি একবার অহংকার বশতঃ এক ট্রাক্টর কোম্পানির মালিককে অপমান করেছিলেন। আজ আমরা সেই ট্রাক্টর কোম্পানিকে চিনি "ল্যাম্বোরগিনি" হিসেবে।

# ডিজনিল্যান্ডে ৩০০ এরও বেশি লুকানো মিকি মাউস রয়েছে।

# ১৯৭৯ সালে সাহারা মরুভূমিতে তুষারপাত হয়েছিল।

# মানুষের উরুর হাড় কংক্রিটের চেয়েও মজবুত।

# শরীরের বিশেষ গঠনের জন্য শূকর আকাশের দিকে তাকাতে পারে না।

# একজন মানুষ দৈনিক গড়ে ২০০ চুল হারান।

# পৃথিবীতে ডাইনোসর আসার ১২০ মিলিয়ন বছর আগে থেকে তেলাপোকা এ পৃথিবীতে বাস করছে।

# এপলের ব্র্যান্ড ভ্যালু রাশিয়ান স্টক মার্কেট থেকেও বেশি।

# প্রতিটি বাঘের গায়ের ডোরার ডিজাইন অালাদা।

# কুমিরের প্রতিনিয়ত পুরনো দাঁতের জায়গায় নতুন দাঁত গজায়

# বিড়ালের চোয়াল পাশাপাশি নড়তে পারে না, শুধু উপরে-নিচে নাড়াতে পারে।

# আপনার যেদিন জন্মদিন সেদিন আপনার সাথে পৃথিবীর অন্তত ৯ মিলিয়ন লোকের জন্মদিন থাকে।

# চীন প্রতি বছর প্রায় ৪৫ বিলিয়ন চপস্টিক ব্যবহার করে।

# জেলিফিশের মুখ একই সাথে তার পায়ুপথ।

# পৃথিবীর অনেক মানুষ মৃত্যুর থেকেও মাকড়সা বেশি ভয় পায়।

# অতিরিক্ত চর্বিযুক্ত খাবার আপনার শরীরে মারিজুয়ানা গ্রহণের সমপরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে।

# আপনি যখন এ পোস্টটি পড়ছেন তখন ৬০,০০০ এরও বেশি লোক আমেরিকার উপর দিয়ে উড়ে চলেছে।

তথ্যসূত্রঃ weheartit.com
epic.com

[চলবে]

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

রিফাত হোসেন বলেছেন: ++ তবে উৎস সর্বদা জানাতে হয়।

১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

পিট পলাশ বলেছেন: তথ্যসূত্র দিয়ে দিয়েছি। ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

ওমেরা বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: মজার সব তথ্য।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: হায় হায় প্রতিদিন আমি দুই শ চুল হারায় ।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০২

রাখালছেলে বলেছেন: কথা সত্যি ।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর সব তথ্য ধন্যবাদ

৭| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.