নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর একটি পৃথিবী চাই

পিট পলাশ

নিতান্ত অলস একজন মানুষ

পিট পলাশ › বিস্তারিত পোস্টঃ

সাইকেল কেনার ব্যাপারে পরামর্শ চাই!!!

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০



একটি সাইকেল কিনতে চাচ্ছি। মোটামুটি কম দামের ভেতরে কোনটা ভাল হবে তা নিয়ে আমার কোন আইডিয়া নেই। এ ব্যাপারে সাইকেল বিষয়ে জানেন এমন ব্যক্তিদের কাছে পরামর্শ প্রার্থনা করছি। ১০ হাজার বা কিছু কম বেশিতে কোনটা ভাল হবে?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: পরামর্শ না। উপদেশ দেই ঢাকা শহরে সাইকেল চালিয়ে আরাম পাবেন না।

২| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৭

নিশি মানব বলেছেন: * দশ হাজার বা এর মধ্যে সাইকেল কিনতে গেলে গিয়ারওয়ালা বা ডিস্কব্রেক এর সাইকেল না কিনাটা ভাল। নরমাল সাইকেল কিনেন। নইলে চায়না মোবাইলের মত অবস্হা হবে।

* সাইকেল কিনার জন্য সব থেকে ভাল হবে বংশাল থেকে কেনা। এখানে সেখানে বিভিন্ন শো রুম আছে, সেখান থেকে কিনতে পারেন। তবে বংশাল বেস্ট। শো রুম থেকে কিনলে ফিক্সড প্রাইজড। দামাদামি করতে পারবেননা। আমার এক ছোট ভাই কদিন আগে মেঘনা থেকে সাইকেল কিনেছিলো সাড়ে সাত হাজার টাকায়। সেই সাইকেল আমার ভাগিনা বংশালে কিনেছে ছয় হাজার আট শত টাকায়।

* গিয়ারওয়ালা সাইকেল কিনতে হলে হাতে কম করে হলেও বিশ হাজার টাকা রাখবেন। অপশ্য পনের হলে হয়ে যায়। বিশে কিনলে আরামে চালাতে পারবেন।

* দুরন্তর ধারে যাবেননা। ফালতু একটা কোম্পানী। এদের ব্যাবহার ভাল। সার্ভিস ও সুযোগ সুবিধা ভাল। সাইকেলের বডি ভাল। বাকিগুলো গোল্লা। দুদিন বাদে ভাংগারি খুচবেন কেজিতে বিক্রি করার জন্য।

* সব থেকে ভাল হবে বিদেশীরটা কিনা। চায়না, থাই এসব। দেশীর মধ্যে দেশ গ্রামের মাস্টাররা যেটা চালায় ওটা ভাল। বাকিটা ভাল হয়না আমার জানামতে। মেঘনাটা মন্দের ভাল তবে ভাল করে যাচাই করে নিবেন।


* সাইকেলে কোন ওয়ারেন্টি-গ্যারান্টি নাই। তো ভাল করে দেখ নিবেন।

* উচ্চতা দেখে কিনবেন। সাইকেলে সিট যাতে আপনার কোমর সমান হয়। এমন যেন না হয় সিটে বসতে গেলে পায়ের আঙ্গুলের উপর ভর দেয়া লাগে।

* সাইকেল কিনার সময় নাট বল্টু, সিট, বেল, ব্রেক, চাকা প্রতিটা ভাল করে যাচাই করে নিবেন। দুয়েকটা প্রবলেম দেখা গেলে ওরা বলবে, এগুলা এমনই। এসব বলে এড়িয়ে যেতে চাইবে। সুযোগ দিবেননা। দরকার হলে নিবেননা।

* সবশেষে অপশ্যই হেলমেট আর হ্যান্ড গ্লাভস কিনবেন।

হ্যাপী সাইক্লিং....

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৬

পিট পলাশ বলেছেন: ধন্যবাদ ভাই। তবে আপনি জানানোর আগেই আমি সাইকেল কিনে ফেলি বংশাল থেকে এবং সাইকেলের ব্যাপারে আনাড়ি হওয়ায় মোটামুটি ভাল রকম ধরা খেয়েছি।

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৩৫

নিশি মানব বলেছেন: কিরকম ধরা খেলেন আর কি অভিজ্ঞতা হলো তা নিয়ে একটা পোস্ট দিতে পারেন। অনেকের কাজে আসতে পারে।

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

পিট পলাশ বলেছেন: ভালো কথা বলেছেন। লিখে ফেলব।

৪| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কিরকম ধরা খেলেন আর কি অভিজ্ঞতা হলো তা নিয়ে একটা পোস্ট দিতে পারেন। অনেকের কাজে আসতে পারে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

পিট পলাশ বলেছেন: লিখে ফেলব সময় করে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.