নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর একটি পৃথিবী চাই

পিট পলাশ

নিতান্ত অলস একজন মানুষ

পিট পলাশ › বিস্তারিত পোস্টঃ

আজব হলেও গুজব নয় (পঞ্চম পর্ব)

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১১



অদ্ভুত এ পৃথিবীর আজব কিছু তথ্যাবলি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে।

# খরগোশ তার মাথা না ঘুড়িয়ে তার পেছনে দেখতে পারে।

# ১৮৭৯ সালে বেলজিয়ামে বিড়ালের মাধ্যমে চিঠি আদান-প্রদান শুরু করা হয়। যদিও এ চেষ্টা কিছুদিন পরেই ব্যর্থ হয়।

# মশারা অন্যান্য রঙের তুলনায় নীল রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়।

# "Typewriter''-হচ্ছে কিবোর্ডের একটি মাত্র সারি ব্যবহার করে লিখা সবচেয়ে বড় শব্দ।

# টাইটানিক প্রায় এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার সমান দৈর্ঘ্যের ছিল।

# ভিডিও গেমস খেলায় বাহাতিরা ডানহাতিদের চেয়ে তুলনামূলক বেশি পারদর্শী হয়ে থাকেন।

# পৃথিবীতে প্রায় ৭৫০০ প্রজাতির আপেল আছে। এর মধ্যে ১০০ প্রজাতির আপেল বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। এক আমেরিকাতেই ২৫০০ প্রজাতির আপেল পাওয়া যায়।

# জনপ্রিয় ভিডিও গেম "অ্যাংরি বার্ড"-এর ভিলেন চরিত্রটিকে সোয়াইন ফ্লু থেকে অনুপ্রানিত হয়ে সৃষ্টি করা হয়।

# জার্মানিতে বর্তমানে নাৎসি কায়দায় স্যালুট দেয়া হলে তিন বছরের জেলের বিধান আছে।

# আমাজন নদীতে গোলাপি রংয়ের ডলফিনের দেখা যাওযা যায়।

# এককালে ব্রিটিশরা আইরিশদের উপর এক অভিনব কায়দায় নির্যাতন চালাত। আইরিশদের তারা ফাঁসিতে কিছুক্ষণ ঝুলিয়ে রাখত। প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেলে তারা ফাঁসিতে ঝুলানো ব্যক্তিকে নামিয়ে কিছুক্ষণ বিরতি দিয়ে আবার ঝুলিয়ে দিত। এভাবে চলতেই থাকত, কিন্তু মেরে ফেলা হতো না।

# বিজ্ঞানী আইনস্টাইনের চোখ নিউজার্সির একটি সেফে সংরক্ষিত আছে।

তথ্যসূত্রঃ epic.com
imgfave.com
[চলবে]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫২

মোস্তফা সোহেল বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।
এত প্রজাতির আপেল আছে জানা ছিল না।
আমাদের দেশে তো দু চার রকমের পাওয়া যায় মনে হয়।

৩| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৪

কিছু বলার বাকি বলেছেন: যে কালের বৃটিশদের কথা বলছেন সে সময়টা ছিল রেনেসা পূর্ব যুগ । সে সময় তারা ছিল বর্বর ও অসভ্য । ভাবতে অবাক লাগে তারা সভ্য হয়ে গেল আর আমরা বাঙ্গালীরা/ বাংলাদেশীরা ----------------------? গত দুদিনে চার বছরের দুটি মেয়েকে ধর্ষন করার খবর শুনে মনটা খুব বিক্ষিপ্ত ।

৪| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫২

টারজান০০০০৭ বলেছেন: @কিছু বলার বাকি ! যে কালের বৃটিশদের কথা বলছেন সে সময়টা ছিল রেনেসা পূর্ব যুগ । সে সময় তারা ছিল বর্বর ও অসভ্য । ভাবতে অবাক লাগে তারা সভ্য হয়ে গেল আর আমরা বাঙ্গালীরা/ বাংলাদেশীরা ----------------------?

জী ! রেনেসাঁ পরবর্তী যুগেও তাহারা বর্বরই ছিল ! বিশ্বাস না হয় ভারতের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও ৪৪ এর মন্নান্তর সম্পর্কে পড়িয়া দেইখেন ! বর্তমান বিশ্বের অনেক গুলো পেজগি ব্রিটিশদেরই লাগানো ! ফায়ারপ্লেসে আগুন জ্বালাইয়া তাহারা দূরে বসিয়া আগুন পোহাইতেছে !

৫| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.