![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো নেই ঘরে ,পর্দা টানা
কালো ঘর জুড়ে ধোঁয়ার ছায়া
একটু আগে আস্ত একটা মেঘ হয়ে গেছে ছাই
চল সবাই আবার একটা মেঘ খুঁজে বেড়াই
বেশতো ছিল মেঘের বাড়ি
সাদা তুলো দিয়ে মোড়া
সাদা সাদা মেঘ দিয়ে চল আস্ত ঘুড়ি বানাই
নীল আকাশে মেঘের ঘুড়ি একসাথে চল ওড়াই
হঠাৎ একটা কাল ঘুড়ি
এসে পাক খেয়ে গেল ঘুরে
মেঘের বাড়ি মেঘের ঘুড়ি এলোপথে ঘুরে পড়ে
নামতে নামতে হঠাৎ ঘুড়ি দেখে চেয়ে চারপাশে
নেই কেউ নেই শুধু কোনএক একলা শালিক ডাকে
এত পথ উড়ে হঠাৎ একা
বাঁধন ছিড়ে যায়
একা মেঘ চেয়ে পৃথিবীরে দেখে অবাক কল্পনায়
ওইযে দূরে আগুন দেখে মেঘ মুক্তি খুজে পায়
নেই কেউ নেই শুধু একলা শালিক ডেকে যায়
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
খায়রুল আহসান বলেছেন: নেই কেউ নেই শুধু একলা শালিক ডেকে যায়
ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা