নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাস তর্কাতীত

পিয়েটা

বিশ্বাস তর্কাতীত

পিয়েটা › বিস্তারিত পোস্টঃ

গুগলে মা সার্চ দিলে যা দেখি ও আরও একটি উদ্যোগ

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

প্রসঙ্গ: গুগলে "মা" সার্চ দিলে যা দেখি ও momotamoyi.com

কারও হাতে যদি এক মিনিট সময় থাকে প্লিজ গুগলে যান এবং বাংলায় "মা" শব্দটা লিখে সার্চ দিন। মা কে নিয়ে আমাদের খুব শ্রদ্ধা,বাংলা ভাষা নিয়েও খুব মাতামাতি। কিন্তু সার্চ ইঞ্জিনগুলোতে মা সার্চ দিলে যা আসে তাতে লজ্জায় চোখ নামিয়ে ফেলা ছাড়া উপায় থাকে না। গুগল সার্চের প্রথম পেজ আজেবাজে লেখা আর পেজ দিয়ে ভর্তি। বেশ কিছুদিন ধরেই আমি এবং আরও কয়েকজন মিলে ঠিক করেছিলাম এ ব্যাপারে কিছু একটা করব। এসইও নিয়ে কিছুটা ঘাটাঘাটির পর আমাদের মনে হয়েছে একটা উপায় হতে পারে নতুন একটা ওয়েবসাইট খুলে সেখানে ভাল ভাল রিলেভেন্ট কনটেন্ট যেমন মা কে নিয়ে গল্প,কবিতা কিংবা যেকোন লেখা আপলোড করা। কারণ বাংলা ভাষায় মা কে নিয়ে ভাল কনটেন্টের যথেষ্ট অভাব রয়েছে।
কি থাকতে পারে মমতাময়ীতে?
১. মা কে নিয়ে গল্প কিংবা কবিতা
২. মায়েদের গল্প
৩. মাতৃত্বকালীন সমস্যা এবং সচেতনতা
৪. মা কে চিত্রকর্ম
৫. এছাড়াও কেউ যদি ইউটিউবের মতো সাউটগুলোতে মা কে নিয়ে ভিডিও আপলোড করতে চান (যেকোন কিছু- মা কে নিয়ে গান, আবৃত্তি) সেগুলো করতে পারেন। সেক্ষেত্রে আপনি description এবং tags এ মা শব্দটা যোগ করে দেবেন।

কিংবা যেকোন লেখা মা কে নিয়ে, মমতাময়ীকে নিয়ে। লেখা পাঠানোর ঠিকানা[email protected]

আশার কথা হচ্ছে একই উদ্দেশ্যে তৈরি ওয়েবসাইট amarma.com.bd এখন র্যাঙ্ক লিস্টের দুই নাম্বার পেজে চলে এসেছে।
তাই প্রত্যেকের কাছে আহবান প্লিজ মা কে নিয়ে লিখুন। আমাদের গুটিকয়েকের একার পক্ষে হয়তো কিছু করা সম্ভব না কিন্তু সবার পক্ষে সম্ভব। মা কে নিয়ে লিখুন। সমৃদ্ধ হোক বাংলায় "মা" কে নিয়ে সাহিত্য। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো মুক্ত হোক মা কে নিয়ে আজেবাজে পোস্টগুলো থেকে। আমার জানামতে সামুতে এর আগেও এই ব্যাপারে কাজ হয়েছে। কিন্তু খুব একটা সফলতা আসেনি। তাই আবারো দৃষ্টি আকর্ষণ করছি সকল ব্লগারদের। প্লিজ আরও একবার এই বিষয়ে লেখালেখি হোক। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে কতিপয় বেজন্মাদের কবল থেকে মুক্ত হোক পবিত্রতম শব্দ "মা"
ধন্যবাদ!

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

অতঃপর শুভ্র বলেছেন: মনটা খারাপ করে দিলেন ভাই

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৭

পিয়েটা বলেছেন: এই অবস্থার উত্তরণ সম্ভব যদি সবাই একটু চেষ্টা করি। আশা করছি সাহায্য পাব।

আর ভাই না :/

২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

অতঃপর শুভ্র বলেছেন: সাথে আছি ভাই
কাজ শুরু করেন

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩১

পিয়েটা বলেছেন: কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি। ঘুরে আসতে পারেন
http://momotamoyi.com

আর লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

৩| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০২

বিপরীত বাক বলেছেন: শাশুরি-জামাই নিয়ে ওয়েব খুলুন। মার্কেট ভাল পাবে।

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

পিয়েটা বলেছেন: মার্কেট ভাল পাওয়ার জন্য ওয়েব খুলতে হলে এর চাইতেও ইন্টারেস্টিং টপিক ছিল। গুগল ঘেটে বের করে দেখতে পারেন। আপনাদের জন্যই তো শাশুড়ি জামাই নিয়ে ওয়েবগুলো খোলা হয়। যান ভিউ বাড়ান এবং আমাদের কাজ কঠিন করে দিন আরও..

৪| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

রাশেদ রাহাত বলেছেন: প্রসংশার উদ্যোগ... সহমত। এবং সহযোগিতার আশ্বাস।

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫

পিয়েটা বলেছেন: ধন্যবাদ।

৫| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই সাথে থাকবো।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩

পিয়েটা বলেছেন: আশা করছি লেখা পাব

৬| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল উদ্যোগ, জাজাকাল্লাহ খায়র। :)

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩

পিয়েটা বলেছেন: সহযোগিতা পাব আশা রইল

৭| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

বিপরীত বাক বলেছেন: কথা ঠিকমতো বোঝেননি।
যাহোক,।

৮| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৯

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন উদ্যোগ,সাথে থাকতে সক্ষম হলে আরো ভালো লাগবে

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

পিয়েটা বলেছেন: প্লিজ মা কে নিয়ে লিখুন। লেখা পাঠানোর ঠিকানা [email protected]
এছাড়াও ঘুরে আসতে পারেন momotamoyi.com এর মূল সাইটটিতে। এখনো কাজ চলছে। একার পক্ষে কিছুই করা সম্ভব না যদি না খুব ভাল রেসপন্স পাওয়া যায়।

৯| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

পিয়েটা বলেছেন: আমি টেকনিক্যাল দিকের দায়িত্ব নিতে পারি কিন্তু যথেষ্ট রেসপন্স না পেলে আগানো বেশ কঠিন। সহযোগিতার আহবান রইল

১০| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৫৮

গেম চেঞ্জার বলেছেন: দারুণ উদ্যোগ!! শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.