নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। একজন বাঙালী ।। ধরণীর সন্তান ।।

মোঃ পলাশ খান

Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD

মোঃ পলাশ খান › বিস্তারিত পোস্টঃ

আমি খুঁজে ফিরছি!!

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩


আমি খুঁজে ফিরছি মানবাধিকার!
আরে মানবাধিকার তো এই যে এখানে, এইযে মা-মেয়েকে রাস্তার পাশে ধর্ষকের বিচার চেয়ে দাড়ানোর সুযোগ দেয়া হয়েছে।
চাই না আমার এমন নাম মাত্র মানবাধিকার।।

আমি খুঁজে ফিরছি গণমাধ্যম! যারা নাকি জনগণের কথা কর্তৃপক্ষের কাছে তুলে ধরার দায়িত্ব নিয়েছেন!
আরে হ্যা গণমাধ্যম আছে তো, এইযে পেপারগুলোতে দেখা যায় অমুক দলের সাথে তমুক দলের কামড়া-কামড়ি লাগছে নিউজটা হেডলাইন দিলে পাবলিক খাবে। অমুক নায়কের ছেলে বা মেয়ে শিঘ্রই আসছে চলচিত্রে।
ধিক্কার এমন চিন্তাধারার গণমাধ্যম কর্মীদের।।

আমি খুঁজে ফিরছি জনগণের বন্ধু পুলিশ বাহিনীকে!
আরে হ্যা পুলিশ বন্ধুরাও আছে, তাদের হাতে কত কাজ! এই ধরেন, আজ এলাকায় নেতা আসবে প্রটোকলের জন্য ফোর্স পাঠাতে হবে। আর ধর্ষক যদি হয় প্রভাবশালী বা টাকা পয়সাওয়ালা তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বা ভুক্তভোগীর অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছি।
ধিক্কার সেইসব অসাধু পুলিশ-প্রশাসন কর্মকর্তাদের।।

আমি খুঁজে ফিরছি জনপ্রতিনিধিদের!
আরে হ্যা ওনারা আছেন তো, সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় নির্বাচনে দেখেননি আপনাদের সকলের বাড়ি বাড়ি গিয়ে দেখা করে আসলেন, আবার সামনের নির্বাচনে আসবেন চিন্তার কারন নেই। আর ধর্ষক যদি হয় তার সমর্থক কেউ তাহলে তো কোন কথাই নেই, তুই চিন্তা করিস না আমি দেখতেছি ব্যাপারটা তুই আপাতত গাঁ ঢাকা দিয়ে থাক।
ধিক্কার সেই জনপ্রতিনিধি নামক প্রতারকদের।।

সর্বশেষ আমি খুঁজে ফিরছি আপনাকে, এই যে হ্যা আপনাকেই বলছি, কি চিন্তা করছেন? আরে ধুর.... আমার কি, মেয়ে মরলে তার মরছে, বোন ধর্ষিতা হলে তার হইছে, আমি কেন ফাও ঝামেলায় যাবো, আমার তো কেউ লাঞ্চিত হয়নি, ধর্ষণ হয়নি, খুন হয়নি, আমি রাজনীতি করি ভবিষ্যতে আমার লোক লাগবে কারো সাথে মন মরামরি না করাই ভালো, শুধু বিচার চাইতে গিয়া ঝামেলায় পড়ার দরকার কি, লাভ কি, যা হওয়ার তাই হোক। এমন ধরনেরই তো আপনাদের ভাবনাগুলো তাই না??
ধিক্কার আপনাদের যারা নিজের পরিবারের কারো সাথে অন্যায় হওয়ার অপেক্ষায় আছেন।।

Imrul Kawsar ভাই ঘটনাটা সম্পর্কে আমি কয়েকদিন আগেই অবগত ছিলাম কিন্তু ছবিটা দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো, কাকে বলবো, কোথায় বলবো? এই ছবিটা দেখে আমি যতটা কষ্ট পেয়েছি জানিনা এই দেশের অন্য কেউ অতটা কষ্ট পেয়েছে কিনা!
সেই ২০১৬ সাল থেকে ধর্ষক, খুনিদের শাস্তি চেয়ে আর অসাধুদের বিরুদ্ধে লড়েই যাচ্ছি, বেশীরভাগ মুখে মুখেই অনেককে পাশে পেয়েছি, স্বশরীরেও পেয়েছি তবে সংখ্যাটা দিন দিন কমেছে বৈকি বাড়েনি!! তারপরও আশায় বুক বাঁধি ধর্ষক, খুনি আর অসাধুরা একদিন নিশ্চিহ্ন হবে, গড়ে উঠবে মানবতার সমাজ।।

আর একটু বলি, আমার উপরের কথা গুলো যাদের গায়ে লাগবে তারা ভবিষ্যতে অন্ততপক্ষে দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে দেয়ার চেষ্টা করবেন যে আমি ভুল। তবেই আমি সার্থক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: কি বলব!!!
ভাষা খুঁজে পাচ্ছি না।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

আরোগ্য বলেছেন: কি বলবো নারীর শাসনে নারী ধর্ষণের বিচার নেই। ধিক্কার!

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

অর্থনীতিবিদ বলেছেন: সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে লড়ে যাচ্ছেন। আশা করি আপনি সফল হবেন।

১৪ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫৬

মোঃ পলাশ খান বলেছেন: আপনাকে ধন্যবাদ, দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.