নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। একজন বাঙালী ।। ধরণীর সন্তান ।।

মোঃ পলাশ খান

Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD

মোঃ পলাশ খান › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক বাস্তবতা!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১


দেলোতন নেছা, গ্রামঃ ডগ্রী বাজার, পূর্ব কান্দি, উপজেলাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুর। ছেলে জামাল দুই সন্তান রেখে পরলোকগমন করছে, ছেলের বউ দুই সন্তানকে তার কাছে রেখে চলে গেছে। কিন্তু তারই বা কি সাধ্য আছে ছেলের দুই সন্তানকে মানুষ করে তোলার। মাত্র ৪ শতাংশ জমির উপর একটা বাড়ী ছাড়া আর কিছুই নেই তার।

কোন উপায় না পেয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়া শুরু করেছে, সারাদিন যা পায় তাই দিয়ে দুই নাতী-নাতনী কে নিয়ে বেঁচে আছে। দেখলাম ঠিকমত হাঁটতেও পারছে না, আর কথাও স্পষ্ট না।

কাছে এনে বসালাম, জানতে চাইলাম বিস্তারিত। একপর্যায় জানতে চাইলাম আপনি বয়স্ক ভাতা বা অন্যান্য সরকারী সুযোগ সুবিধা পান না? উত্তরে জানালেন- তার নাম নিয়েছিল কিন্তু পরে সে জানতে পেরেছে তার নামে নাকি অন্য কেউ বয়স্ক ভাতা নিয়ে যায়! চেয়ারম্যানের কাছে গিয়েছিল সে নাকি আশ্বাস দিয়েছে সামনে একটা ব্যবস্থা করে দেবে। কিন্তু কবে??

আমার প্রশ্ন হলো আমাদের দেশে জনপ্রতিনিধিরা কি শুধু নিজের ও নিজের পরিবার, সন্তান-সন্ততির জন্য আরাম-আয়েশের ব্যবস্থা করার জন্যই জনপ্রতিনিধি হতে আসে? এরা কি জনপ্রতিনিধির দায়িত্ব সম্পর্কে একটুও অবগত আছে? আমার সন্দেহ আছে।।

একটা এলাকায় বসবাসরত অসচ্ছল, অসহায় মানুষগুলোর সরকার হতে পাওয়ানাটুকু সঠিকভাবে তাদের কাছে পৌছে দেয়া কি মেম্বার-চেয়ারম্যানদের দায়িত্বের মধ্যে পরে না??

এমন দেলোতন নেছা সারাদেশে অনেক আছে যারা অসচ্ছল, অসহায় হিসেবে নিজের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে দিনের পর দিন। আর এদের নাম ব্যবহার করে বাড়িতে বড় বড় দালান-কোঠা করছে নামধারী জনপ্রতিনিধিরা।

যাইহোক, এদের নিয়ে আবার বেশী কিছু বলাটাও বিপদজনক, কেননা এরা এখন জনগণের ক্ষমতার চেয়ে বড় বড় নেতাদের সান্যিধ্যকে বেশী শক্তিশালী মনে করে।

অপেক্ষায় থাকি, হয়তো একসময় জনবান্ধব জনপ্রতিনিধিদের দেখা মিলবে।।

আসুন আপাতত এদের জন্য আমরা নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১

নয়া পাঠক বলেছেন: গত বেশ কিছুদিন পূর্বে আমি এক জনপ্রতিনিধি কাছে নিজের অধিকার আদায় করতে গিয়ে পাগল বলে সার্টিফায়েড হয়েছি। সে কি হম্বিতম্বি ছিল তাদের আমার সঙ্গে আমার এক ভাগনে তৎক্ষণাত তাদের ভাষা ও আচরণগুলি রেকর্ড করে রেখেছিল। কিন্তু পরে তাদের একজন বিষয়টি দেখতে পেয়ে তার হাত থেকে ছিনতাইকারীর মত মোবাইলটি কেড়ে নিয়ে সেই রেকর্ডটি ডিলিট করতে বাধ্য করেছিল। নইলে আপনাদের সরাসরি শোনাতে পারতাম আমাদের দেশের কিছু কিছু স্থানের জনপ্রতিনিধি নামক জঞ্জালদের কথা ও আচরণের কৌতুক।

ভাল থাকবেন ভাই আর সাবধান থাকবেন। এরা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সবচেয়ে নীচু মানের লোকজনকে ক্ষমতা দিচ্ছে; ওরা শেখ হাসিনার নাম মুছে দেবে একদিন।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লোভ, লোভ আর লোভ। এই জাতির সরকারী লোকগুলোর বেশীরভাগই লোভী...

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

মাহমুদুর রহমান বলেছেন: চেয়ারম্যান বেটা হলো চোর।
প্রধান মন্ত্রীকেই এই ব্যাপারটা দেখতে হবে।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

পবন সরকার বলেছেন: এরকম যে বাংলাদেশে কত আছে তার হিসাব কে রাখে - --

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

মেহেদী হাসান হাসিব বলেছেন: এরকম বাস্তবা চারিপাশে ছড়ানো ছিটানো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

মোঃ পলাশ খান বলেছেন: এগুলো আমাদের ই পরিবর্তন করার চেষ্টায় মগ্ন হতে হবে।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: আসলে একজন ভালো মানুষ ক্ষমতা পেলে চোর হয়ে যায়।
যার যা পাপ্য সে তা পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.