নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। একজন বাঙালী ।। ধরণীর সন্তান ।।

মোঃ পলাশ খান

Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD

মোঃ পলাশ খান › বিস্তারিত পোস্টঃ

আমাদের সমাজ

২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৬


হত্যার আগে থানায় যৌন হয়রানির অভিযোগ করায় নুসরাতের সাথে যেমনটা হয়েছিল__

এলাকার মুখোষধারী ভালো মানুষেরাঃ এসব ছোটখাটো বিষয় নিয়া আবার থানায় যাওয়ার কি দরকার ছিল, আমাদের জানালেই তো সমাধান করে দিতাম। এত বেশী মাদবরির দরকার ছিলনা।

এলাকার মোড়লরাঃ একটা ঘটনা না হয় ঘটছে তা আমরা যারা মুরুব্বী আছি আমাদের জানাইলেই তো একটা সমাধান হত। থানা-পুলিশের কি দরকার আছিল, এত বেশী বুঝা ভালো না। এতে সমাজের দুর্নাম হয়। সমাজ নষ্ট হয়।

সমাজের কিছু ভিতু আত্মকেন্দ্রীক লোকেরা (যারা শুধু নিজের বেলায় ভালো মায়াকান্না করতে পারে)ঃ শুধু শুধু কেন এই ঝামেলায় জড়াইতে গেছে, যা হওয়ার হয়ে গেছে আবার বাড়ানোর দরকার ছিলনা।

আর প্রশাসন, তাদের কথা আর কি বলবো, তারা তো তথাকথিত নেতাদের ফোন পেয়ে নাকে তেল দিয়ে ঘুমে মগ্ন ছিল। তারা আবার দায়িত্বের বেলায় কখনো অপচয় করে না, খুব মিতব্যয়ী!

ধ্বংস হোক এই সমাজের সেই মানুষ নামক অধম প্রানীগুলো, ধ্বংস হোক এমন সমাজ ব্যবস্থা।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: সমাজটা পচে গেছে....

২| ২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১২

ভুয়া মফিজ বলেছেন: বাংলাদেশে দরকার এখন কঠিন এবং কঠোর আইন প্রনয়ন আর এর প্রয়োগ; অবশ্যই একজন দেশপ্রেমিক ডিক্টেটরের অধীনে। এটাই বর্তমান সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: শুধু আমাদের দেশে না আমি মনে প্রানে চাই পৃথিবীর কোথাও যেন আর একটা ধর্ষনে ঘটনা না ঘটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.