নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। একজন বাঙালী ।। ধরণীর সন্তান ।।

মোঃ পলাশ খান

Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD

মোঃ পলাশ খান › বিস্তারিত পোস্টঃ

আজও ধর্ষক-খুনিদের শাস্তির দৃষ্টান্ত স্থাপন হয়নি, আদৌ হবে কি?

২১ শে মে, ২০১৯ দুপুর ২:২৭


~ ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ধর্ষন করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো ক্ষমতাসীন
দলের সোনার ছেলে "জসিমউদদীন মানিক" এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি।

~ ২০১৫ সালে শরীয়তপুরের ৭ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রী শিশু চাঁদনীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে কিছু মানুষররুপি শিয়াল-কুকুরেরা ধর্ষণ করেও সাধ মিটেনি ওদের যৌনাঙ্গে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখেছিল খোলা মাঠের দ্বারে খালের পারে!
তদন্ত চলেছে কিন্তু, আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব নিয়ে তদন্তটি করেনি ফলে অনেককেই আটক করা হয়েছে কিন্তু পরে আবার ছেড়েও দেয়া হয়েছে। প্রভাবশালীরাও কম প্রভাব খাটায়নি, প্রধান প্রধান আসামীদের নিরাপদ করার চেষ্টা করে সফলও হয়েছে।
চাঁদনীর অভাগা মা তার মেয়ের খুনের বিচার আদৌ পাবে কিনা তা নিয়ে সন্দিহান।

~ শরীয়তপুরের জাজিরা উপজেলার রায়ের কান্দির বাসিন্দা ৫ দিন ধরে নিখোঁজ থাকার পর গত ২৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে নিজ বাড়ীর পিছনের বাশঁঝাড় থেকে ভয়ঙ্কর অবস্থায় স্কুল শিক্ষিকা রুবিনা আক্তারেরর মরদেহ পাওয়া গিয়েছিল।
জনতার বিক্ষুব্ধ প্রতিবাদের মুখে প্রধান আসামী কামাল মাদবর ওরফে তমি কামাল সহ জড়িত খুনিদের দ্রুত আটক করা হলো। জনতা আশ্বস্ত হলো আইন এই খুনিদের ছাড় দেবে না।
কিন্তু না! ২-৩ মাস পার না হতেই মাননীয় অবসরপ্রাপ্ত জজ সাহেবের দয়ায় প্রধান আসামী জামিনে মুক্তি পেয়ে এখন প্রকাশ্যে চলাফেরা করছে।
রুবিনা আক্তারের খুনিদের বিচার হবে কিনা তা নিয়ে পরিবার সন্দিহান।

~ দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে তার মাথা কয়েকভাগ করে সিলেটের বদরুল,
খাজিদার ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেছে।
বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি হয় নি।

~ ২০১৮ সালে বরিশালের বানারিপাড়ায় মা-মেয়েকে
একসাথে ধর্ষন করে মাথা নেড়ি করে দেয় প্রভাবশালী তুফান, তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁসি
হয় নি।

~ সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ভিতরে তনুকে ধর্ষন করার পর হত্যা করা হয়, কে বা কারা জড়িত তা কিন্তু গোয়েন্দা বাহিনী ভালো করেই জানে, কিন্তু তনুর ধর্ষনকারী কেউ গ্রেফতার হয় নি।

~ ৩১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতি মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর প্রহার করা হয়, ১৭ কোটি মানুষ এর সাক্ষী,
ধর্ষক রুহুল আমীনের ফাঁসির দাবি উঠলেও,
ফাঁসি কিন্তু হয় নি।

~ কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকায়
৭ বছরের শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে
হত্যা করা হয়, ধর্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হবে না।

~ গত কয়েকবছর আগে দেখলাম ৩ বছরের শিশুর
যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষন করে হত্যা করা হয়,
সেই ধর্ষকও গ্রেফতার হয়েছে, তবে ফাঁসি কিন্তু হয় নি।

~ এভাবে আরো কতো ধর্ষণ হচ্ছে মা বোনের তার হিসাব রাখে কে? ধর্ষকরা জেলে যায় ঠিকই,
কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে।

~ আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে?
ধর্ষকের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিলম্ব না করে অতি দ্রুত মাত্র কয়েকটা দিয়ে দেখুন, ধর্ষনতো দূরের কথা, কোনো মায়ের দিকে চোখ তোলে তাকানোর সাহস পাবে না কোন কুলাঙ্গার।

#বিভিন্ন_দেশে_ধর্ষনের_সাজা→
আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড ।
রাশিয়া: ২০ বছর সশ্রম কারাদন্ড।
চীন: কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদন্ড ।
পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড ।
মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া ।
সৌদি আরব: শুক্রবার জুম্মা শেষে জনসম্মক্ষে শিরচ্ছেদ!
দক্ষিন আফ্রিকা: ২০ বছরের কারাদন্ড।
মঙ্গোলিয়া: ধর্ষিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদন্ড দিয়ে প্রতিশোধ পুরণ ।
নেদারল্যান্ড: ভিন্ন ভিন্ন সাজা ।
আফগানিস্তান: ৪ দিনের ভিতর গুলি করে হত্যা ।
মালয়শিয়া: মৃত্যুদন্ড।
বাংলাদেশে:
-: প্রতিবাদ
-: ধর্না...
-: তদন্ত....
-: কয়েকসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন।
-: সমঝোতার চেষ্টা....
-: ঘুষ দেওয়া....
-: প্রভাবশালীদের লোক।
-: ধমক-চমক।
-: মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা!
-: বোরকা পরে ছিলো কি না?
-: সংবাদমাধ্যমে আলোচনার আসর!
-: রাজনীতি করন।
-: জাতি নির্ধারণ।
-: জামিন।
-ফের ধর্ষন!!
-:মেয়েটির আত্মহত্যা!!!
হুম এটাই আমাদের বাংলাদেশ :( :(

#কপিরাইট_এন্ড_সংশোধীত__

#মোঃ_পলাশ_খান
নারী নির্যাতন দমন চাঁদনী মঞ্চ - NNDCM, Bangladesh.

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৭

অনুভব সাহা বলেছেন: সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে ২০১৮ সালে দেশে মোট ধর্ষণের সংখ্যা ৭৩২টি। আর এ বছর প্রথম চার মাসে মোট ধর্ষণের সংখ্যা ৩৫৪টি


কি করলাম জীবনে!

২| ২১ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৬

পথিক প্রত্যয় বলেছেন: ধর্ষণের এত বিস্ফোরণ হওয়ার কারণ কি বিচারহীনতা নাকি সিস্টেম

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৩

মোঃ পলাশ খান বলেছেন: আমি মনে করি বিচারহীনতা!

৩| ২১ শে মে, ২০১৯ বিকাল ৪:০৭

আকতার আর হোসাইন বলেছেন: আফসোস, আফসোস।

নেতা বা পুলিশ যখন বলে বিচাত হবে, তখন আমার মুখ থেকে গালি বেরোতে ইচ্ছা করে। মাঝেমধ্যে গালি দিইও।

৪| ২১ শে মে, ২০১৯ বিকাল ৪:১০

আপেক্ষিক মানুষ বলেছেন: ছবিতে এমন ফুটফুটে একটি মেয়েকে দেখে আজ বেঁচে থাকতেই ইচ্ছা করে না। কেন পুরুষ হয়ে জন্মেছিলাম?

৫| ২১ শে মে, ২০১৯ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: ধর্ষন বন্ধ করার জন্য কঠিন শাস্তির বিধান করতে হবে। শাস্তি একটাই অতি দ্রুত ফাঁসি।

৬| ২১ শে মে, ২০১৯ রাত ৯:০৩

করুণাধারা বলেছেন: যদি একজন ধর্ষককেও প্রকাশ্যে ফাঁসি দেওয়া যেত, তাহলেই ধর্ষণ অনেক কমে আসতো। সেটা কখনোই হবে না। এই অবস্থা চলতেই থাকবে...

৭| ২১ শে মে, ২০১৯ রাত ৯:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: অনেকগুলো ফ্যাক্টরের কারনে ধর্ষন হয়
সরকার না দেয় শাস্তি, না করে করে সামাজিক কার্যক্রম

৮| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:০৩

নীল আকাশ বলেছেন: এই দেশে এই অগনতান্ত্রিক সরকার বিশেষ করে এই অ-বাল সরকারের আমলে নারী নির্যাতন তো হবেই। সেই ১৯৭২ সাল থেকেই হয়ে আসছে। ইতিহাস ভুলে গেলেন নাকি? কে যেন এক প্রিন্সিপালের ইডেনে পড়া মেয়ে তুলে এনে...

৯| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

মাহমুদুর রহমান বলেছেন: হবে না কোন দিনও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.