নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। একজন বাঙালী ।। ধরণীর সন্তান ।।

মোঃ পলাশ খান

Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD

মোঃ পলাশ খান › বিস্তারিত পোস্টঃ

তিতাস একটি অবহেলিত জীবনের নাম

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৫


আমি ফেরিওয়ালাগো পায় ধরছি, তবুও ওরা ফেরি ছাড়ে নাই। ফেরি ঠিক মতন গেলে হয়তো পোলাডা বাঁইচা যাইত।

তিতাসের মা সোনামনি ঘোষ কেঁদে কেঁদে বলছিলেন আর আর্তনাদ করছিলেন।

ফেরিওয়ালারাই বা কি করবে আপনারাই বলেন, আমাদের দেশে ভিআইপিদের জন্য একটা যত্ন তো সবসময় রয়েই যায়।

সাবেক ডিসি, বর্তমান যুগ্ন-সচিব বলতে একটা ব্যাপার আছে না, তাদের মত মানুষ আমাদের সাধারণদের টেক্সের টাকায় হাজার হাজার, লাখ লাখ টাকা বেতন পাবে, যেকোন সুবিধা ভোগের সময় আগে সিরিয়াল পাবে এটাইতো বাস্তবিকভাবে চলছে।

নেন আপনারাই সুযোগ-সুবিধা ভোগ করেন,
আর আহেন আমজনতা আমরা ভিআইপিদের যত্নে মশগুল হই।

তিতাস তুই সার্থক তুই মরে গিয়ে খবরের কাগজের শিরোনাম হতে পেরেছিস।
নিরাপদ সড়ক তোর আর আমার মত সাধারণ জনতার জন্য নারে পাগলা।
নিরাপদ সড়ক ও স্বাচ্ছন্দের ভ্রমণ হলো ভিআইপিদের জন্য।

হগলরে নিজের খাইয়া একটা সু-বুদ্ধি দিচ্ছি পারলে ভিআইপি হোন নয়তো মরে গিয়ে নিজের জীবন সার্থক করেন।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫১

আখেনাটেন বলেছেন: ব্রিটিশরা চলে গেলেও, জমিদারি প্রথা উচ্ছেদ হলেও এইসব নব্য ভিআইপিদের মধ্যে জীন সঞ্চারণ করে দিয়ে গেছেন মনে হয়। এদের এই সব নষ্টামীর বিচার করাও সম্ভব নয়....কতটা অসহায় সাধারণ মানুষ। অথচ উনারাই আবার জনগণের সেবক।

২| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ৩:১৮

নীল আকাশ বলেছেন: দেশে দুইপায়ের বহু প্রাণী দেখা যায়। আদতে এরা মানুষ নয়, মানুষরূপী জানোয়ারেরই অপভ্রংশ!
লেখাটা পড়ে আবার মন খারাপ হলো।
কবে এরা মানুষ হবে?

৩| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: একটা জীবন অনেক মূল্যবান।
এটা ভি আই পিদের বুঝতে হবে। আর সবচেয়ে বড় কথা ভি আই পিদের সেবা দেওয়ার জন্য কিছু লোকের ছাগলামী দেখলে ইচ্ছা করে জুতা দিয়ে পিটাই।

৪| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৮

বিজন রয় বলেছেন: তীব্র ধিক্কার জানাচ্ছি।

৫| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৯

অন্তরা রহমান বলেছেন: এইসব খবর দেখে এখন আর রাগ-ক্ষোভ-দুঃখ কোন অনুভূতিই হয় না। রোবট হয়ে যাচ্ছি। এ দেশে থাকতে হলে সেটাই ভালো।

৬| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক। তিতাসরা যেন স্বাস্থ্য সেবা পায় । ভি আই পিদের দৌরাত্ন কমুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.