নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD
এবার এসএসসি পরীক্ষায় এ+ না পাওয়ায় ও ফেল করায় ১২ জন ছাত্র-ছাত্রী (৯ জন ছাত্রী, ৩ জন ছাত্র) আত্মহত্যা করেছে!
অতি চাহিদা সম্পন্ন অভিভাবকগণ কেমন বোধ করছেন?
সন্তানকে শুধু পুঁথিগত শিক্ষিত করায় প্রতিযোগীতা থামান এবার, নিজের সন্তানটাকে শিশুকাল থেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিযোগীতা করুন।
আর যেসব অভিভাবকগণ সন্তান এ+ পাওয়ায় হাঁক-ডাকে পারা-মহল্লা, ফেইসবুক-টুইটার গরম করে ফেলছেন, শত শত কেজি মিস্টি বিলাচ্ছেন, সন্তানকে দামী মোবাইল, লেপটপ, বাইক আরো কত কি কিনে দিচ্ছেন।
বুঝলাম আপনার সন্তান পুঁথিগত বিদ্যাটা ভালোই অর্জন করতে পেরেছে কিন্তু আপনাদের কাছে একজন মানুষ, মানবিক মানুষ হওয়ার শিক্ষাটা পাচ্ছে তো?
নাকি আপনাদের এমন উল্লাস দেখে শিখছে-- আমিই সেরা, আর সব গরু-ছাগল-ভেরা।
যেসব ভাবনার মধ্যে আছে শুধু অহংকার-দাম্ভিকতা!!
এরপর আবার সন্তানকে দামী কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য রীতিমত যুদ্ধে নামবেন।
অমুক কলেজে চান্স না পেলে মান-সম্মান থাকবে না, অমুক ভার্সিটিতে ভর্তি করতেই হবে, যেখানে যা লাগে।
সেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি বৈষম্য এমনভাবে তৈরী করে দিয়েছেন আপনারা যা এখন অধিকাংশ মায়ের সন্তান শিক্ষা জীবনে শিক্ষা না পেয়ে কুশিক্ষাপ্রাপ্ত হচ্ছে!!
সন্তানের শিক্ষার ক্ষেত্রে এবার নিজেদের বিলাসি ভাবনা থেকে বেরিয়ে আসুন।
সন্তানদের সুশিক্ষা পাওয়ানোর ভাবনা জাগান।
#এমপিকে
০২/০৬/২০২০ইং
২| ০৩ রা জুন, ২০২০ রাত ১২:১৫
আমি সাজিদ বলেছেন: অভিভাবকরা আজকাল বেশী বাড়াবাড়ি করেন।
৩| ০৩ রা জুন, ২০২০ রাত ১২:২৭
অনল চৌধুরী বলেছেন: বাপ-মাদের বাড়াবাড়ি সবসময়ই বেশী।
উন্নত দেশের মতো সন্তানদের উপর অত্যাচারের কোনো শাস্তি না থাকায় এই অবস্থা।
উন্নত দেশে কি পরীক্ষাজণিত কারণে এরকম ঘটনা ঘটে?????
৪| ০৩ রা জুন, ২০২০ রাত ১২:৪০
ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশের বাপ-মা এক একটা বজ্জাত । সন্তানদের অনেক কষ্ট দেয়। সন্তানরা বড় হয়ে তার শোধ তুলে ।
৫| ০৩ রা জুন, ২০২০ রাত ১:২২
রাজীব নুর বলেছেন: ১২ জন আত্মহত্যা করেছে। তথ্যসুত্র দিবেন? আমার বিশ্বাস হচ্ছে না।
০৪ ঠা জুন, ২০২০ রাত ১২:৪৫
মোঃ পলাশ খান বলেছেন: সূত্রঃ প্রথম আলো
৬| ০৩ রা জুন, ২০২০ ভোর ৫:৩৪
নেওয়াজ আলি বলেছেন: বাচ্চাদের এত বেশী মানসিক চাপ দেওয়া উচিত না
৭| ০৩ রা জুন, ২০২০ সকাল ১০:৩৭
ডি মুন বলেছেন:
এদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে কিছু বলার নেই।
ছেলেমেয়েগুলোকে সারাজীবন যে শিক্ষা দেয়, দেখা যায় তার কিছুই কর্মজীবনে কাজে লাগে না।
এরপরও গোল্ডেন প্লাটিনাম না পেলে বাপ-মায়ের মান ইজ্জত চলে যায়।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২০ রাত ১২:০৯
ইব্রাহীম আই কে বলেছেন: দোষ আমাদের গার্ডিয়ানের না, দোষ শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত কর্তৃপক্ষের।