![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD
স্বাধীনতা দিবস নিয়ে চলছে ধুমধাম
বিদেশী সব ভিআইপিরা করছে সমাগম।
নিজের দেশের স্বাধীনতা দিবস
করবো পালন কিহে।
ভিনদেশী ভিআইপিরা দেশে আশার পরে,
রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাই মুশকিল বাহে।
সুবর্ণজয়ন্তী পালন হলো ভিআইপিদের নিয়ে।
জনগণ তা দেখলো চেয়ে রাজপথে দাড়িয়ে।
স্বাধীনতার ৫০ বছর পার তো হলো ঠিকই।
দেশটা যে আর হলোনাকো জনগণের ভিটি।
যুদ্ধ করে দেশটা স্বাধীন করলো যে বীরেরা।
স্বাধীনতার সাতচল্লিশেও পায়নি সম্মান তারা।
স্বাধীনতার পঞ্চাশেতে অবহেলিত বীরেরা।
নেই বাসস্থান, নেই অধিকার, আহারে অভাগারা!
নির্যাতিত হয়ে পেল বীরাঙ্গনা উপাধি।
সেই যন্ত্রণা পঞ্চাশেতেও আছে তাদের সাথী।
যুদ্ধদিনে যারা ছিল এই দেশরই দোসর।
তারাই এখন মুক্তিযোদ্ধা হচ্ছে দৃষ্টিগোচর।
অবহেলিত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত, বীরাঙ্গনা।
কর্তৃপক্ষ প্রমান পেলে দেয় শুধু অভয়আনা।
অবশেষে দেখা যাচ্ছে স্বাধীনতা পেয়েছি ঠিকই।
কাজে নয় তা রয়েছে শুধুমাত্র শব্দটাতে মিলেই।
আহা স্বাধীনতা।
তুমি বড়ই অভিনেতা!
মো: পলাশ খান
২৮/০৩/২০২১ইং
২| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫০
জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছেন!
৩১ শে মার্চ, ২০২১ সকাল ১০:১১
মোঃ পলাশ খান বলেছেন: ধন্যবাদ।
৩| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৪
সিগনেচার নসিব বলেছেন: যুদ্ধদিনে যারা ছিল এই দেশরই দোসর।তারাই এখন মুক্তিযোদ্ধা হচ্ছে দৃষ্টিগোচর। উন্নয়নের ধারা অব্যহত থাকুক
৪| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩১ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৭
মোঃ পলাশ খান বলেছেন: ধন্যবাদ দাদা!
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০২১ ভোর ৪:১২
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে গিয়ে রাজাকরের বাচ্চা নুরুকে সাপোর্ট দিলে কিভাবে কি হবে?