![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD
মহামারী করোনাভাইরাস দেশে এলো যখন।
ভাবলাম এবার সবাই একটু হবে সচেতন।
দুর্নীতিবাজ লোকগুলো এবার ছাড়বে ছলচাতুরী।
নিজের ভাবনা ছেড়ে এবার সবার তরে ভুরি ভুরি।
জুলুমবাজ'রা বুঝতে শিখবে দুনিয়াই শেষ নয়।
পরোকালের জন্যও কিছু করতে হবে সঞ্চয়।
ভাবনা আমার উল্টো হওয়া শুরু হলো তখন,
যখন দেখলাম ঘুমুচ্ছে তারা গায়ে দিয়ে কোটি টাকার তকম।
মহামারী প্রতিরোধে কত শত ভাবনা।
এবার বুঝি করোনা হবে জব্দ সবার আশা।
নেয়া হলো সিদ্ধান্ত এক, গায় দিয়ে সবাই সাদা গাউন।
যার নাম দেয়া হলো করোনা প্রতিরোধে দেশে লকডাউন।
বন্ধ হলো দিনমজুর আর ক্ষুদ্র ব্যবসায়ীর আয়।
কি আর করার দেশ বাঁচাতে কষ্ট একটু মেনেই নিতে হয়।
প্রধানমন্ত্রী জানান দিলো খাদ্য মজুদ আছে যথেষ্ট।
সবাই মিলে বাঁচবো আমরা হবেনা কষ্ট।
করোনা মোকাবেলায় বাজেট হলো বিশাল বড় অংকের।
বাজেটের অধিকাংশ অর্থে পূরণ হলো লুটেরাদের ব্যাংকের।
দিনমজুর আর কম আয় করা জনগণের জন্য আসলো সরকারী ত্রাণ।
ভাবলো সবাই এবার বুঝি বাঁচলো সাধারণ জনতার প্রাণ।
হায়রে কপাল এবারও হলো আশায় গুড়েবালি।
মজুদ যা ছিলো সব হলো শেষ জনগণ কয় ওরে অভয়ওয়ালী!
স্বাস্থ্য সেক্টর সহ দেশের ৮০% সেক্টরেতে দুর্নীতিতে ভরপুর।
করোনায় তা প্রকাশ পেলো হয়ে সব উপুড়।
করোনাকালের ২০২০ সালে নাটক ছিলো আরো অনেক।
সবাই তাহা দেখেছেন আপনারা, আমি আর কি বলবো বলেন!
এতক্ষণ তো পারলাম আমি ২০ সনের করোনা পেণা।
এবার আসি দ্বিতীয় ধাপের করোনায় বেহায়াপনা।
দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ শুরু হলো যখন।
সরকার তখন লাকডাউন নামক ঢকডাউনের করিলো আয়োজন।
লকডাউনে দিলো একটানা সাতদিন ২৪ ঘন্টা প্রতিদিন।
এদিকে বইমেলা চলবে ১২টা থেকে ০৫টা পর্যন্ত ঘোষনা হলো দিনাদিন।
বন্ধ থাকবে দিনমজুর আর কম আয়ের মানুষদের কর্ম।
তোরা থাকিস অট্টালিকায় কিভাবে বুঝবি আমাদের মর্ম।
লকডাউনের একদিন পার তাবুও দিনমজুরদের নিয়ে কোন ভাবনার প্রকাশ নেই।
তাহলে আমি কেন মানবো তোমাদের এই খামখেয়ালি বলে দাও তোমরা ভাই?
করোনাভাইরাস প্রতিরোধ করতে নেই কোন সঠিক ভাবনা।
ব্যর্থ তোমরা তাও মানবানা করতে থাকো তালবাহানা।
সাধারণ মানুষের ভার নিবানা তোমাদের নেই যোগ্যতা।
দেশবাসীর কাছে প্রকাশ হয়ে গেছে তোমাদের সব অজ্ঞতা।
২০ সাল করেছো পার করে বিভিন্ন ধান্দা।
এবার ভাই ছাড়ো আমরা দেখছি সবাই আন্দা।
তথাকথিত লকডাউন তোমরা দিয়েছো দেশের স্বার্থে।
দেশটা ভাই বাঁচবে না তোমাদের এই অনিয়মের কার্যান্তে।
করোনাভাইরাসে মরা ভালো কর্মহীন হয়ে অভুক্ত সন্তানদের চাহনির চেয়ে।
তোমরা থাকো তোমাদের এই তামাশার লকডাউন নিয়ে।
ছবি সংগৃহীত।
মো: পলাশ খান
০৬/০৪/২০২১ইং
২| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৯
সিগনেচার নসিব বলেছেন: দেশের প্রতিটা মন্ত্রণালয়ই নড়বড়ে তলাবিহীন। মানহীন মস্তিষ্কে ছয়লাব পুরোদেশ।
কবিতা সুন্দর হয়েছে। তোমরা থাকো তোমাদের এই তামশার লকডাউন নিয়ে। যুক্তিযুক্ত
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের কথা সঠিক না। তা বাইরে বের হলেই টের পাওয়া যায়। বাআজ্রে গেলেই টের পাওয়া যায়।