নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। একজন বাঙালী ।। ধরণীর সন্তান ।।

মোঃ পলাশ খান

Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD

মোঃ পলাশ খান › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টিভঙ্গির পরিবর্তন

২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৪


১৯৮২ সালের ৪ ডিসেম্বর মেলবোর্নের একটি হাসপাতালে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। গাইনি যখন সদ্যঃপ্রসূত ছেলেটিকে হাতে নিল, তার হাতটি কাঁপল থরথর করে।
চোখ থেকে একফোঁটা পানি বেরিয়ে এলো।
ছেলেটিকে তুলে দিলো বাবার হাতে। বাবা একপলক দেখে ঘর থেকে বেরিয়ে গেলেন।

মায়ের চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরছে- খোদা, আমি কী অপরাধ করেছি!
সন্তানটি বিকলাঙ্গ, কোনো হাত নেই, পা-ও নেই।
ছেলেটি আস্তে আস্তে বড় হলো, গেল স্কুলে। সহপাঠীদের বি্দ্রুপ সহ্য করতে না পেরে দশ বছরের মাথায় আত্মহত্যার চেষ্টা করলো। কোনো কারণে বেঁচে গেল। মা-বাবা অনেক বোঝালেন। এবার ছেলেটি বলল, আমার হাত নেই, পা নেই; তাতে কী হয়েছে, আমি বড় হবই।

সেই নিক ভয়েচিচ এখন ফুটবল খেলে, টেনিস ও গলফে ওস্তাদ। সুইমিংপুলে গিয়ে অনেক উঁচু থেকে ঝাঁপ দেয়।
পৃথিবীর ২৪ টি দেশে গিয়ে তিন মিলিয়ন মানুষকে শিক্ষা দেয়, কীভাবে আত্মবিশ্বাস বাড়াতে হয়।
ছ’জন রাষ্ট্রপতির সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাঁদের মুগ্ধ করে।

পাঠক, আপনি যদি ইউটিউবে গিয়ে “Nick Vujicic” লিখে ক্লিক করেন, নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।
আমি যতবার তাঁর ভিডিওগুলো দেখি, ততবারই কাঁদি।
এমন একজন মানুষ!
তিনি বলেছেন,
১। আল্লাহর কাছে কৃতজ্ঞ হও
২। বড় চিন্তা করো
৩। কখনো হাল ছেড়ে দেবে না, হতাশ হবে না।

কী অপূর্ব এই মানুষ!

উইল স্মিথের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন, হলিউডের নামকরা অভিনেতা।
তিনি বলেছেন, ‘কখনো চেষ্টা করবেন না একটি বিরাট দেয়াল বানাতে, যা এর আগে পৃথিবীতে কেউ বানায়নি। আপনি প্রতিদিন একটি ইট সুন্দরভাবে গাঁথুন, দেখবেন আপনার দেয়াল হয়ে গেছে।

সোজা কথায় আপনি প্রতিদিন কিছু একটা করুন।……আর আপনি চান, এক রাতে বিখ্যাত হতে, এক রাতে বড়লোক হতে।

কখনো হতাশ হবেন না- এটাই সিক্রেট কীভাবে কৃতকার্য হওয়া যায়। এর নাম অধ্যবসায়।
নিচে পড়ে গেছেন, ওপরে উঠুন।

সবাই পারে, আপনি পারবেন না কেন?

আবার, আবার, আবারো চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত না সফলতা লাভ করেন।

তথ্য সংগৃহীত ও সম্পাদিত__

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা!

২| ২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫২

অনল চৌধুরী বলেছেন: বেশীরভাগ মানুষ তার সম্পূর্ণ শারীরিক ও মানসিক গঠন মানুষের কল্যাণে ব্যবহার না করে ক্ষতি করার জন্য ব্যবহার করে।

৩| ২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রত্যেক মানুষের অনেক স্বপ্ন থাকে। থাকে স্বপ্নপূরণের চেষ্টা।
কিন্তু দুনিয়াতে কারও সব স্বপ্নপূরণ হয় না। আর স্বপ্নপূরণ না
হলে অথবা কাজের ইচ্ছামতো ফল না পেলে মানসিক অবসাদের
সৃষ্টি হয়, এটাই হতাশা।

জয়-পরাজয়, পাওয়া-না পাওয়া, সাফলতা-ব্যর্থতা মানুষের জীবনে
আসতেই পারে। তাই বলে কি হতাশ হয়ে আত্মহত্যা করতে হবে!
আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। আর আত্মহত্যাকে
কোনো ধর্মই সমর্থন করে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেনঃ
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ
তোমাদের সব গোনাহ মাফ করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।

(সূরা যুমার : আয়াত ৫৩)।

৪| ২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

শেরজা তপন বলেছেন: হুমম -অসফল মানুষের জন্য উদ্দীপনামুলক পোষ্ট, ভাল লাগল

৫| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪০

মা.হাসান বলেছেন: অনেক অনুপ্রেরনা জাগানো লেখায় ভালোলাগা।

৬| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬

নেওয়াজ আলি বলেছেন: উপকারী পোষ্ট।

৭| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৪৫

সিগনেচার নসিব বলেছেন: দৃঢ মনোবল আর দৃষ্টিভঙ্গির উপর অনেক কিছু নির্ভর করে। এমন পোস্ট সত্যিই অনুপ্রাণিত করে।

৮| ০৫ ই মে, ২০২১ রাত ৩:১২

রাজীব নুর বলেছেন: স্যলুট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.