নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। একজন বাঙালী ।। ধরণীর সন্তান ।।

মোঃ পলাশ খান

Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD

মোঃ পলাশ খান › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার সাহেবের ব্যবহার

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৩:০৩


সরকারী হাসপাতালের ওয়ার্ডে রোগী দেখার সিডিউল অনুযায়ী ডাক্তার সাহেব আসলেন।
এসেই নির্দেশ দিলেন রোগী ছাড়া ওয়ার্ডে রোগীর সাথে অবস্থানরত সকলকে বাইরে বের হতে, নির্দেশ পেয়ে স্টাফ'রা দ্রুত সকলকে বাইরে বের করায় ব্যস্ত হয়ে পড়লেন।
মজার বিষয় হলো মানুষগুলোকে এমনভাবে বের করা হচ্ছিল যেন একটা হট্টগোল বেঁধে গেলো, যে যেদিকে পারছিল ছুটে বেরুচ্ছিল। যদিও ভাইরাসজনিত কারনে এই সচেতনতাটুকু সবসময়ই প্রয়োজন কিন্তু সারাদিন কোনভাবে সচেতন না করে একমাত্র ডাঃ সাহেব আসলেই এই কাজটুকু করা হচ্ছে। এতে কি ডাক্তার সাহেব নিরাপদ হয়ে গেলেন?

আমিতো দেখছি আরও বেশী বিপদের আশংঙ্কা!
১। এমন হুরমুরিয়ে সব মানুষগুলো চলার কারনে ভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা!
২। মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা জন্ম নেয়া, যেমন: বড় ডাক্তার মানে এমন ব্যাপার যে রোগীর সমস্যা বলার জন্যও তার সামনে থাকা যাবেনা। একটা বাঘ বাঘ ব্যাপার আরকি! তাদের যা বলার ভয়ে ভয়ে (সাবধানে) বলতে হবে।

অথচ ' ডাক্তার হওয়ার কথা রোগীর সবচেয়ে ভালো বন্ধু'

এরপর ডাক্তার সাহেব যথারীতি তার নিয়মিত কাজ রোগীদের অবস্থা পর্যবেক্ষণ শুরু করলেন। কোন রোগীর ভুল দেখলেই গম্ভীর স্বরে কথা বলছেন। কিছু কিছু ক্ষেত্রে ধমকও দিচ্ছেন!

ডাক্তার রোগী দেখা শেষ করে বাইরে বেরুতেই রোগী এবং রোগীর সাথে থাকা লোকেরা বলাবলি শুরু করলেন এই ডাক্তার টা অনেক রাগ দেখায়, ভাব নিয়ে থাকে আর না বুঝে না শুনেই রাগারাগি করে।

জৈনিক সচেতন ব্যক্তি ডাক্তারের কাছে গিয়ে কথোপকথন শুরু করলেন...

জৈনিক ব্যক্তি: ডাক্তার সাহেব কেমন আছেন?

ডাক্তার: জি ভালো, আপনি কে?

জৈনিক ব্যক্তি: জি আমার নাম জৈনিক।

ডাক্তার: জি বলেন কি বলবেন?

জৈনিক ব্যক্তি: কথাটা হলো, এইযে আপনি রোগীদের দেখতে গিয়ে তাদের সাথে গম্ভীর স্বরে কথা বলেন এতে তো তারা মনে খুব কষ্ট পায়।

ডাক্তার: তাহলে আমি কি করতে পারি?

জৈনিক ব্যক্তি: আপনি কি করতে পারেন বলতে, রোগীদের সাথে ডাঃ হিসেবে অন্তত আন্তরিকতা বজায় রাখাটা উচিৎ আপনার।

ডাক্তার: আমি কার সাথে কিভাবে আচরণ করবো তা আপনার কাছে এখন শিখতে হবে? কাজের কোন কথা আছে কিনা তাহলে বলেন।

জৈনিক ব্যক্তি: আসলে কাজের কথা হলো, ডাক্তারের কাছে মানুষ আসে সুচিকিৎসা নিয়ে সুস্থ হতে কিন্তু আপনি গিয়ে তাদের সামনে যে ধরণের আচরণ দেখাচ্ছেন তাতে তারা তো উল্টো চিন্তা রোগে আক্রান্ত হবে। এতে মূলত আপনার কোন ক্ষতি নেই। ক্ষতি হলো__ ডাক্তার নামটার, ক্ষতি হচ্ছে__ মানবিকতার। কারন দুনিয়াতে আল্লাহ্'র পরে যদি কেউ জীবন বাঁচানোর চেষ্টা করতে পারে, তাহলে সে হলেন ডাক্তার।

আর হ্যা বাংলাদেশের অবস্থা বিবেচনায় রোগীর সেবা দেয়ার জন্য পর্যাপ্ত জনবল গড়ে তোলা সম্ভব হয়নি তাই ডাক্তারদের অনেক বেশী পরিশ্রমের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হয়, তা তো বুঝি আমরা যারা সচেতন'রা আছি। সবাই তো তা বুঝবে না। এটাও মাথায় রাখা উচিৎ।

অতএব, আমরা যে যেই পেশায়ই নিয়োজিত থাকিনা কেন, প্রথমে আমাদের সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি'র মূল্যায়ণ করতে হবে নিজেকে একজন আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলে। তবেই আমরা আমাদের কর্মকে সৃষ্টির সেবা হিসেবে রুপান্তর করতে সক্ষম হবো।।

মোঃ পলাশ খান
২৫/০৪/২০২১ইং
ছবি: গুগল হতে সংগৃহীত__

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ছবির ডাক্তার সাহেব কোন হাসপাতালের?

২| ২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই বিষয়গুলো দুঃখজনক। কোনো কোনো ডাক্তারের কথায় মন ভালো হয়ে যায় আর কোনো ডাক্তারের আচরণে মনে হয় এ রোগ আর সাড়বে না :(

৩| ২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৫

আমি সাজিদ বলেছেন: এত মনে কষ্ট পান কেন? সারাদিন পথে ঘাটে অফিসে বাসায় কোন জায়গায় কারো গম্ভীর কথায় মন খারাপ হয় না কিন্তু শুধু ডাক্তার সাহেবের চেম্বারে গেলে দুইএকটা গম্ভীর কথা শুনলে মন খারাপ হবে কেন?

২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৮

মোঃ পলাশ খান বলেছেন: এমন পেশান্ধদের মত কথা বলেন কেন? কি বলতে চেয়েছি ভালোভাবে বুঝেন।

৪| ২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১১

আমি সাজিদ বলেছেন: আগে বলুন আপনার মন খারাপ কেন? আপনি ডাক্তারের গম্ভীর কথা শুনে মন খারাপ করেন কেন? আপনি তো সিনিয়র সিটিজেন নন, আপনার কি খুব জটিল অসুখ? ডাক্তার কি আপনাকে গালি দেয়? তুই তোকারি করে? আপনার সাথে আপনার সংসারের সুখ দুঃখের আলাপ করে না? প্লিজ মন খারাপ করবেন না। ব্লগে আসলেই তো মন ভালো হয়ে যাওয়ার কথা।

কি বুঝাতে চেয়েছেন ভালোভাবেই বুঝতে পেরেছি।

৫| ০৫ ই মে, ২০২১ রাত ২:২৭

রাজীব নুর বলেছেন: ভালো ডাক্তার আছে। মন্দ ডাক্তার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.