নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। একজন বাঙালী ।। ধরণীর সন্তান ।।

মোঃ পলাশ খান

Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD

মোঃ পলাশ খান › বিস্তারিত পোস্টঃ

শক্তিমান দুর্নীতিবাজ

১৮ ই মে, ২০২১ সকাল ৯:৫২


এই দেশে দুর্নীতিবাজ হারামজাদারা এতোটাই শক্তিশালী হয়ে উঠেছে ওদের আসল ব্যবহার জানোয়ারের রুপে প্রকাশ পাচ্ছে!

আর এই দেশের উন্নয়নসাধক সরকারের দায়িত্বপ্রাপ্ত'রা সেই দুর্নীতিবাজ-জানোয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো কলম সৈনিকদের হেনস্তা হওয়া দেখিয়ে তার উন্নয়নের রুপ দেখাচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা আইন নামের হাত বেঁধে রাখা আইনের পিণ্ডিকা তো জানিই এবার আবার একটা নতুন আইন জানলাম কি যেন, ওহ্ আচ্ছা মনে পড়ছে "অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট" অপর নাম দুর্নীতিবাজ রক্ষা আইন বলা যায় আরকি।

আসলে বুঝা মুশকিল হয়ে পরেছে এই তথাকথিত দায়িত্ববান'রা চায় কি! আরে মিয়া'রা যদি এই দেশের সাধারণ মানুষ আর তাদের হয়ে হক কথা বলা আর কাজ করা রোজিনা ইসলামদের সহ্য করতে না পারেন কিংবা নিজেদের ইচ্ছাধীন স্বাধীনভাবে এই দেশটাকে উন্নয়নের নামে জাহান্নামে পাঠানোয় তাদের বাঁধা মনে হয় তাহলে একবারে গুম করে ফেলেন, কোন হল্লাচিল্লা হবেনা আর আপনাদের কোন বাড়তি প্যারাও থাকবেনা।
আর নয়তো কথা দিলাম হোক ছোট কিংবা বড়, দুর্নীতিবাজ পশুদলের কেউ যখনি সামনে পরবে জায়গায় জনগণ নিয়ে কাম সেরে দেবো। আর সহ্য নয়, ওদের জন্য স্বাধীনতার ৫০ বছর পার হলেও আমার দেশের মানুষ এখনো.. অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসাহীন অবস্থায় রাস্তায় রাস্তায় পরে থাকে। লক্ষ লক্ষ তরুণ-তরুণী'রা মেধা অর্জন করে সঠিক মূল্যায়ণ পাচ্ছেনা। আর দেশ হারাচ্ছে তার মেধাবী সন্তানদের।

তাহলে জনগণ... আসেন প্যারামুক্ত থাকতে সমস্বরে আওয়াজ তুলি...
#We_Want_Justice_For_Corrupted_Man's
#আমরা_মহান_দুর্নীতিবাজদের_বিরুদ্ধে_ষড়যন্ত্রের_বিচার_চাই।।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২১ সকাল ৯:৫৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চোর ডাকাতের আখড়ায় যাওয়ার মতো দুঃসাহস কারোই করা উচিত নয়।

২| ১৮ ই মে, ২০২১ সকাল ১০:০৮

ইমরান আশফাক বলেছেন: পিপিলিকার ডানা গজায় মরিবার কালে।

৩| ১৮ ই মে, ২০২১ সকাল ১০:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এটা সাংবাদিকদের পাওনা কারণ তারা তাদের বিবেক ভোটের পূর্বেই ওদের কাছে বিক্রি করে দিয়েছে নগদ চেক অথবা নগদ নোটের বিনিময়ে। সুতরাং যা হবার তাই হবে।

৪| ১৮ ই মে, ২০২১ সকাল ১০:৩৬

নীল আকাশ বলেছেন: বসুন্ধরা গ্রুপের আনভীরের বিরুদ্ধে লেখার সময় এদের সাংবাদিকতার আর্দশ কোথায় ছিল?

৫| ১৮ ই মে, ২০২১ সকাল ১০:৩৭

সভ্য বলেছেন: এর থেকে বের হতে হবে, বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদেরই এইসব করতে হবে, দেশে দ্বিতীয় কোনো শক্তি নেই, যারা আছে তাদের ঘাড় আগেই ভাঙ্গা হয়েছে, বিরোধী দল বলতে যারা আছে তারা পুতুল, তো এই সরকারকে যা করার করতে হবে। না হলে সরকারকেই সব দায় বহন করতে হবে।

৬| ১৮ ই মে, ২০২১ সকাল ১১:৩৩

বিজন রয় বলেছেন: আমলা-সাংবাদিক দুপক্ষই দূর্নীতিবাজ।
এক পাপ আর এক পাপকে ধরেছে।

সমাজের সবটাই এখন পঁচা।

৭| ১৮ ই মে, ২০২১ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: প্রধাবমন্ত্রী দূর্নীতিবাজদের ভালোবাসেন বলেই দেশে এত এত দূর্নীতিবাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.