নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। একজন বাঙালী ।। ধরণীর সন্তান ।।

মোঃ পলাশ খান

Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD

মোঃ পলাশ খান › বিস্তারিত পোস্টঃ

অভাগা রেমিট্যান্স যোদ্ধা!

২৩ শে মে, ২০২১ ভোর ৪:০০


এই দেশের অর্থনীতির চাকা যারা সচল রাখে তাদের মধ্যে অন্যতম প্রবাসী ভাই-বোনেরা।

আর সেই প্রবাসীদের শান্তিতে গন্তব্যের জন্য একটু ভালো ব্যবস্থাপনা করা সম্ভব হয়না! কেন?

আমাদের দেশ কি গরিব?
প্রবাসী'রা কি এই দেশের বোঝা?
নাকি প্রবাসী'রা বিদেশের মাটিতে গাধার খাটনি খেটে বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠানোর পর তা আমাদের কর্তৃপক্ষ'রা ভুলে যায়?

প্রবাসী আয়ে আমার বাংলাদেশ আজ বিশ্বে ০৭ নম্বরে অবস্থান করছে অথচ সেই প্রবাসীদের জন্য আমার দেশে একটু শান্তিতে চলাচলেরও ব্যবস্থার চেষ্টা করা হয়না।

উল্টো বিদেশ থেকে দেশে আসার সময় আবার দেশ থেকে বিদেশ যাওয়ার সময় চরমের চেয়ে অতি চরম ভোগান্তিতে পরতে হয় তাদের। পরতে হয় ঘুষখোরদের পাল্লায়, পরতে হয় জুলুমবাজদের পাল্লায়, পরতে হয় চোরদের পাল্লায়!

এই অকৃতজ্ঞ কর্তৃপক্ষের দ্বারা এই দেশ কিভাবে সঠিকভাবে পরিচালনার আশা করতে পারি আমরা!

ছবিগুলো সম্প্রতি সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইন হোটেল বুকিং করতে গিয়ে লাইনে দাড়ানো এবং অপেক্ষার প্রহর গুনার দৃশ্য।

ছবিয়ালঃ নুরুল আলম নয়ন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২১ সকাল ৮:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: মানুষ হিসেবে বাংলাদেশে জন্ম নেয়াটাই এক রকম অপরাধ। এখানে মানুষের মূল্যায়ন বরাবরই কম হয়েছে, হচ্ছে আর আগামীতেও হবে যতদিন পর্যন্ত এখানকার আমলারা নিজেদের রাজা আর জনগণকে প্রজা ভাবা বন্ধ না করবে।

২| ২৩ শে মে, ২০২১ সকাল ১১:১৮

সাইফুল ইসলাম৭১ বলেছেন: রেমিটেন্স যোদ্ধা এই শব্দ বাংলা ভাষায় কিভাবে আসলো?

৩| ২৩ শে মে, ২০২১ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: ইফতেখার ভূইয়া বলেছেন: মানুষ হিসেবে বাংলাদেশে জন্ম নেয়াটাই এক রকম অপরাধ।
একদম সঠিক কথাই বলেছেন।

৪| ২৩ শে মে, ২০২১ দুপুর ২:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশে সম্মান নিয়ে বাঁচতে হলে আপনাকে তিনটা গোষ্ঠীর একটার মধ্যে থাকতে হবে। সরকারী কর্মকর্তা, সরকারী দলের রাজনীতিবিদ ও তাদের চ্যালা অথবা পয়সাওয়ালা মানুষ। এই তিনটার মধ্যে না থাকতে পারলে রাষ্ট্রের আপনাকে নিয়ে চিন্তা করার সময় নাই।

৫| ২৩ শে মে, ২০২১ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকলে যেমন জোক্স বলতে পারেনা, তেমনি জোকস সকলে বুঝেওনা।
আমি অনেককে পেয়েছি যারা জোক শেষ হওয়ার পরে জিজ্ঞেস করে "তার পরে কি হইল"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.