![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইখানে
ঠিক এইখানে বাক নিল
যত
নদীদের ঝাক,
হয়ে গেল মূক যত
ক্লান্ত বিলাপ।
এইখানে
ঠিক এইখানে ঝরে যত
জোস্নার ঘ্রাণ,
এইখানে হয় যত
কবিতারা ম্লান।
এইখানে উঠে যত ভাঙনের সুর,
এইখানে অমানিসা
কেড়ে নেয় ভোর।
ঠিক এইখানে 'এই বুকে
ঝরে যত ফুল,
এইখানে ভেঙে পড়ে
মেঘনার কূল।
এইখানে লালনের
অচিন পাখি,
ভেঙে যায় খাচা খানা
থাকি থাকি।
এইখানে এই বুকে
খেয়ালের ভার,
এইখানে জন্মের যত ছারখার!!!!
(পলাতক কবি)
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪
প্লাবণ ইমদাদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭
সাদা কালো বলেছেন: ভালো লেগেছে