![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ছে প্রিয় গানের তালিকা
দীর্ঘতর হচ্ছে প্রিয় নি:শ্বাস,
কবিতার স্তুপ বেড়েই চলছে
বাড়ছে প্রাণের বিশ্বাস।
আমি কবিয়াল হলেই ভাল হতো বুঝি
না হয়ে এমন আবাল,
গবেষণার গুল্লি মারো
মন হে চির মাতাল।
আমার মনের তারের একতারাটা
বাজছে ভীষণ,
আমার ভেতর আবাদ করছে আগুন
হৃদয় কৃষাণ।
আমি বড় হতে হতে হতে হতে
কি বা ছুবো,
আমার মাটির থেকে অধিক সোনা
কোথায় পাব।
আমার কাজলা দিদির অপেক্ষাতে
কাটছে বেলা,
আমার বাউল মনের বটতলাটায়
জমছে মেলা।
আমি হৃদয় ছিড়ে হাঙর আনি
মগজ ছিড়ে আগুন,
আমি প্রেমের নামে শপথ করে
জ্বলে উঠি দ্বিগুণ।
আমার বাড়ছে তারা বাড়ছে আকাশ
বাড়ছে প্রাণের মিছিল,
আমায় আটকাতে আর পারবেনা কেউ
যেনো বিশ্ব নিখিল.........
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link
Click This Link
আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ
কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।