নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sorry vai

প্লাবণ ইমদাদ

I am totally Liquid.......

প্লাবণ ইমদাদ › বিস্তারিত পোস্টঃ

ধর্মভিত্তিক রাজনীতি কেন নিষিদ্ধ করা উচিত

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

কয়েকদির ধরে আমাদের দেশে এই ইস্যুটা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। এই ব্যাপারে আমার কিছু কথা ছিল। এটা নিয়ে মুখে কুলুপ এটে না রেখে আসুন কথা বলি। আর যাদের ইমান দূর্বল তাদের এখানে যোগ না দেয়াই ভাল। যাদের ছোট বোন দেখলেই ওজু ছুটে যায় তারা আর আগাবেন না প্লিজ।

১) রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করা মানে কি এটা নয় যে অন্য ধর্মকে অস্বীকার করে নিজ ধর্মকে শ্রেষ্ঠ করে তোলা? যদি জোর করে বল যে ইসলাম ই শ্রেষ্ঠ ধর্ম এটা মানতে বাধ্য না একজন হিন্দু বা খ্রিষ্টান। হয়ত আপনার কাছে ইসলাম শ্রেষ্ঠ, কিন্তু একজন অন্য ধর্মালম্বীর কাছে কিন্তু তার ধর্মই শ্রেষ্ঠ। এখন বলতে পারেন যে এখানে তো ৮৫ ভাগ মুসলিম। হা মুসলীম। তো কি? বাকী ১৫ ভাগ মানুষও এই দেশের, এই সমাজের। আপনি যদি সম অধিকারে বিশ্বাসী হন, তাহলে এটাকে বাকীদের উপর চাপিয়ে দিতে পারেন না। আজ একজন হিন্দু যদি শরীয়াহ আইন অনুযায়ী তার সম্পত্তি ভাগ করতে না চায়? যদি একজন খ্রিষ্টান যদি নাগরিক হিসেবে সংবিধানে বিসমিল্লাহ লিখতে দিতে না চায়, আপনি চাপিয়ে দিতে পারেন না। হিন্দু যদি আজ দাবি করে যে সংবিধানের শুরু হবে হরে রাম দিয়ে? একজন ভিন্নধর্মাবলম্বীকে নাগরিক মর্যাদা দিতে হলে তুমি সংবিধানে লিখতে পারনাএকমাত্র আল্লাহ তা আলার উপর আস্থা ও বিশ্বাস। তাহলে ভ্রহ্মা কি দোষ করল?



২) ইসলামিক কালচারের সাথে আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে কালচারাল মিল আছে, তা কি আমাদের বাংলাদেশী কালচারের সাথে মিল আছে? একটা ডিফারেন্ট কালচার আমদানী করে এখানে স্থপন করলেই কি সব হয়ে গেল? আমার তো মনে হয় আজ শরীআহ আইন চালু হলে আপনিও দুদিন পর হাপিয়ে উঠবেন। আমি ইরানীদের খুব কাছ থেকে দেখেছি। ওরা বড় ক্লান্ত। ওরাই পারেনা, আমরা কিভাবে একটা ডিফারেন্ট কালচার আমদানী করে সুখে থাকব?



৩) আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কাল থেকে এটা মানতে পারবেন কিনা যে আপনি আর কখনই রবীঠাকুরের গান (বা আপনার খুব পছন্দের অন্য গান) শুনতে পারবেন না, কখনও আপনার প্রিয়তমার হাতে হাত রেখে খালি পায়ে শিশির মাড়াতে গেলে আপনাকে পাথে ছুড়ে খুন করা হবে, অভাবের তাড়নায় কোন এক অপরিণত কিশোর কারও মানিব্যাগে হাত বাড়ালে তার হাত কেটে দেয়া হবে? যদি আপনি একা মানতেও পারেন, কোটি কোটি বাঙালী পারবেনা। আমরা নক্সীকাথার মাঠ থেকে উঠে আসা মানুষ, আমরা দূর পারস্যের শাহনামার কোন পাতা থেকে উঠে আসা ভিনদেশী না। আমাদের শরীরে কাদামাটির গন্ধ, তপ্ত মরুভূমির না। আমাদেরকে এসো হে বৈশাখ শুনে একবার শিমুল ফুল কুড়াতে না গেলেই নয়। আমরা ডাল ভাত না খেলে দাড় টানতে পারিনা, খেজুরে আমাদের পেট ভরেনা। আমাদের মা কে আমরা আম্মিজান আর আপনি বলি না, তুই বলেই চোখ ভাসিয়ে দিই। আমাদের বাবারা আমাদের প্রভু নন, আমরা বাবার কাধে চড়ে মেলায় রথ দেখতে যাই। আমরা আমাদের সব বদলাতে পারি, কিন্তু আমাদের জন্মকে বদলাতে পারিনা।



৪) একবার অনেক খেজুর প্রিয় পন্ডিতেরা প্রস্তাব করেছিল বাংলা লিখবে আরবী হরফে। কতটা নির্বোধ হলে এমন বিকৃত চিন্তা মাথায় আসতে পারে। ধর্ম চিন্তাকে প্রচুর পরিমানে প্রভাবিত করে। আর সেই প্রভাবটা সমাজের সব মানুষের উপর জোর করে চাপাতে গেলেই সমস্যা।



আর একটু নিরপেক্ষ ভাবে ভাবা দরকার। নিজেকে খুলে দিন। দেখবেন একটা সময় পর সিদ্ধান্তে পৌছে গেছেন। ভাবুন, তবে মাথা খোলা রেখে। একটা ব্যাপারকে যদি চিন্তার আগেই ধরে নেন যে ঐটাই সত্য তাহলে সত্য আর সুন্দরের দেখা পাবেননা কোনদিনই।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

আহির মাহাসিন বলেছেন: কিছু মনে করবেন না। আপনি অনেক সুন্দর কথা লিখেছেন। তবে আমার মনে হল, ইসলামিক শরীয়াহ এবং ইসলামিক কালচার সম্পর্কে আপনি হয়ত কম পড়াশুনা করেছেন। আপনি যা লিখেছেন ইসলাম তার একটিও না।

আপনার কথা থেকেই একটি উদাহরণ দেই। ইসলাম বলে চুরি করলে হাত কাটতে হবে। কিন্ত কখন? যদি কেহ অভাবের তাড়নায় চুরি করে তবে ইসলাম বলে তার অর্থসংস্থানের ব্যবস্থা করতে, হাত কাটতে নয়। কোনো অভাবী ব্যক্তি চুরি করলে তার দায় যতখানী সেই ব্যক্তির তার থেকে বেশি দায় রাষ্ট্রীয় প্রধানের। কারন রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব ছিল সেই অভাবী ব্যক্তির অভাব দূর করা। রাষ্ট্রীয় প্রধান তাকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেয় নাই বলেই সে চুরি করছে। সুতারং এখানে হাত কাটার কোনো সুযোগ নাই। ইসলাম কেবল তার হাত কাটার কথা বলে যে লোক অভাব না থাকা সত্বেও চুরি করে।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

ফারজানা শিরিন বলেছেন: মাহাসিন ধন্যবাদ । :)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

প্লাবণ ইমদাদ বলেছেন: অভাব না থাকা সত্বেও চুরি করে এমন মানুষ আছে কিনা আমার জানা নাই.....। অভাব এর সংগায়ন আপনার কাছে কি জানিনা.... আর বাকি বেপারগুলো এরিএ গেলেন কেন ভাই???

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

প্লাবণ ইমদাদ বলেছেন: সংশোধনের সুযোগ থাকলে কি সব ধরনের অপরাধীর ই থাকা উচিত নয়? মানুষের অপরাধ প্রবণতা গড়ে উঠার পেছনে অনেক নিয়ামক থাকে। সামাজিকীকরনের ঐ ব্যাপারগুলো সম্পর্কে আশাকরি আপনার ধারনা আছে।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

জিললুর রহমান বলেছেন: প্লাবণ ইমদাদ বলেছেন: অভাব না থাকা সত্বেও চুরি করে এমন মানুষ আছে কিনা আমার জানা নাই

সালমান এফ রহমানের কি অভাব আছে যে শেয়ার বাজারটা লুট করতে হবে ?
অভাবী ছাড়াও চোর আছে।
আপনারা জামায়াতের সাথে ইসলাম কে গুলিয়ে ফেলেন । জামায়াত আর ইসলাম এক জিনিস নয়।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

আহির মাহাসিন বলেছেন: ইসলাম নিয়ে আমরা অনেক কথাই শুনি সমাজে। কিন্তু অধিকাংশ কথাই ইসলাম সম্পর্কে মিথা প্রচারণা। যেমন আপনি যে কথা বললেন, রাষ্ট্রধর্ম নিয়ে। এখানে ইসলাম কি করল! এটা তো তাদের ভুল যারা এই সংবিধান প্রণয়ন করেছেন। ইসলাম কোনো সাংবিধানিক ব্যবস্থা না এটা একটা পদ্ধতি, আদর্শ।

আপনি অন্য ধর্ম নিয়ে যা বললেন তা ঠিক নয়। খৃস্টানরা কেন বিসমিল্লাহ লিখবে। এটা কি ইসলামের বিধান। একটা ঘটনা বলি। মুহাম্মদ (স:) এর কাছে কিছু ইহুদী আসছে ব্যভিচারের বিচারের জন্য। তখন মুহাম্মদ (স:) জিজ্ঞেস করলেন, তিনি কিভাবে বিচার করবেন। ইহুদীরা বলল। ইহুদী ধর্ম অনুযায়ী বিচার করার জন্য। এরপর মুহাম্মদ (স:) ইহুদী পন্ডিতদের ডাকলেন এবং তারা যে মতামত দিলেন তার ভিত্তিতেই তিনি বিচার করেছেন। এবং এটাই ইসলাম।

আপনি বাবা-মায়ের সাথে সম্পর্ক নিয়ে যে কথা বললেন তার কি উত্তর দিব? ইসলাম কি কখনো মা কে তুই বলে সম্বোধন করতে নিষেধ করেছে? করে নাই। ইসলাম কি কখনো বাবার কাধে চড়তে নিষেধ করেছে? করে নাই। সুতারং সমস্যা কোথায়? আপনি কি জানেন রাসুল (স:) যখন নামাযে সিজদায় যেতেন তখন তার নাতীদ্বয় তার পিঠে চড়ে বসত। যতক্ষণ তারা না নামত ততক্ষন তিনি সিজদাহ থেকে উঠতেন না।

আসলে সমস্যা কোথায় জানেন? সমস্যা আমরা নিজেরা। আমরা ইসলাম সম্পর্কে কিছুই জানিনা। কিছু জ্ঞানপাপীর কাছ থেকে মংড়া কিছু বুলি শিখে ইসলামকে আচ্ছামত গালি দেই, অপ্রয়োজনীয় মনে করি। এটা মূলত আমাদের অজ্ঞতা। ইসলাম তার জায়গায় ঠিক আছে।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

প্লাবণ ইমদাদ বলেছেন: এখানে সালমান এফ রহমান এর চুরির কথা বলা হয়নি। ওটা বড় মাপের দূর্নীতি। ঐ হিসেবে প্রায় সব দূর্নীতিই চুরি। আমরা মেধাও তো চুরি করি, বিকেলের রোদ চুরি করি শিশুদের কাছ থেকে বড় বড় দালান তুলে। তাই এখানে আমি ছিচকে চুরিকেই বুঝিয়েছি। মধ্যপ্রাচ্যের কিছু বাস্তব কেইস ঘেটে দেখুন। মানবাধিকার কমিশনের রিপোর্ট দেখুন । আমার বাকি পয়েন্টগুলো নিয়েও কথা বলবেন আশাকরি।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

প্লাবণ ইমদাদ বলেছেন: মধ্যপন্থা খুব জঘন্য একটা ব্যাপার, যা আপনি অবলম্বন করছেন। রাষ্ট্রব্যাবস্থা ইসলাম মানে কিন্তু ইসলামিক সংবিধান প্রণয়ন। আপনি শরিয়াহ ভিত্তিক আইন প্রণয়ন ইসলামীক সংবিধার ছাড়া পারেন না। একজন হিন্দুর সংবিধানে সে না চাইলে অন্য ধর্মের বিশ্বাস মূলনীতিতে থাকতে পারেনা। আপনি আসলে কোন শাষন ব্যাবস্থার পক্ষে আমি এখনও স্পস্ট না।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

ra66i বলেছেন: Ahir shaheb er shatha shohomot. Ar plabon shaheb re boli apni iran aisha islam er ki shorup dekhben, ader modhee kon jinish ta islam ponthi aitai ami buji na, aj 6 mnth dora iran asi, ader kaj kormo dekla mone hoi na ara muslim. Sudu nam e bola muslim r kaj kormo pura ulta. Nijeder ichaa moto dhormo re change kore.
Tobe dhormo vittik rajniti bondho kora uchit. Manush amnitai dhormo viru. R kisu manush aitersujog nia ja ichaa tai kortese ai dormo viru lokder dia. Dhormo vittik rajniti bondho na hoila amader obostau iran er moto hobe, jekhane dhormer nam takbe kintu kaj thakbe na

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

প্লাবণ ইমদাদ বলেছেন: আমি কিন্তু বলিনি যে ইসলাম এর জায়গায় ইসলাম ঠিক নেই। আমি বলেছি যেহেতু আমরা একটা স্বতন্ত্র কালচার ধারন করি, তাই এইখানে আমাদের কালচার উপযোগী এবং সর্বজন স্বীকৃত একটি শাষণ ব্যাবস্থা দরকার।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

প্রবাসী১২ বলেছেন: তাহলে হিপোক্রেসী বাদ দিয়ে শাহবাগে ঘোষণা দিন আপনাদের মূল সমস্যা ইসলাম, ইসলাম মানা আপনাদের পক্ষে সম্ভব নয়। জনগণকে বিভ্রান্তিতে রাখা ঠিক নয়। মূল পরিচয় নিয়ে জনগণের সামনে যান। মানুষ যদি আপনাদেরকে সাপোর্ট দেয়, তাহলেতো আর কোন আন্দোলন প্রয়োজন নেই। আমি অনেক যেৌবন-নাস্তিক কে দেখেছি, রক্ত ঠান্ডা হয়ে আসতেই মসজিদের পথ ধরেছেন।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

প্লাবণ ইমদাদ বলেছেন: আমি কিন্তু ইরানের সেই অন্ধকার দিকের কথাই বলেছি। ইরান এত বেশী ইসলামীক কালচারের নিকটবর্তী হওয়া সত্ত্বেও পারেনি, আমাদের দেশে বকি করে সম্ভব??? আপনি আর আমি একই কথা বলছি।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

আহির মাহাসিন বলেছেন: এইটা আপনি ভুল কথা বললেন প্লাবন ভাই। মধ্যপন্থা সবথেকে ভাল পন্থা। আপনি একটু দর্শন ঘেটে দেখবেন আশাকরি। আর রাষ্ট্রধর্ম নিয়ে আমি বলেছি বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার কথা কি ইসলাম বলেছে? যেখানে মানুষ নামায পড়েনা, রোযা রাখেনা, এক কথায় ইসলাম মানেনা, কেবলমাত্র পারিবারিক সুত্রে মুসলমান (কিছু সংখক ব্যতীত) এইরকম কোনো দেশ কে ইসলামিক দেশ বলে না। এখানে সংখ্যাগুরু মুসলিম ঠিক কিন্তু বাংলাদেশ ইসলামিক দেশ না। এর পরেও কেউ যদি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম লিখেন তাতে ইসলামের দোষ কোথায়? দোষ তো ব্যক্তির।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

আহির মাহাসিন বলেছেন: আরেকটা কথা বলি, ইসলামের কথা বলতে গিয়ে কখনো ইরান, ইরাক, সৌদি আরব বা অন্য কারো উদাহরণ দিবেন না। ইসলামের উদাহরণ দিতে হলে কোরাআন, হাদীস থেকে দিবেন। ইরান, ইরাক, সৌদি আরব এরা ইসলাম নয়। এরা বাংলাদেশের মত একটি দেশ মাত্র।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

প্লাবণ ইমদাদ বলেছেন: মাহাসিন ভাই, তার মানে আপনি স্বীকার করছেন যে ইসলামকে রাষ্ট্রধর্ম করাটা প্রবলেমেটিক। ধন্যবাদ। যেহেতু ধর্মভিত্তিক দলগুলোর মূল উদ্দেশ্য ইসলামিক শ্বাসন কায়েম করা, তাই এটা্ও তো প্রবলেমেটিক..... তার চাইতে আমরা ধর্মকে আত্নার শান্তিতে ব্যাবহার করি?

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

প্লাবণ ইমদাদ বলেছেন: ধরুন আজ একটা সুফলা বীজ আবিস্কার হল, যা গবেষনাপত্রে চরম ফসল উতপাদী। পরে ক্ষেতে গিয়ে দেখা গেল যুগের পর যুগ ধরে সেই বীজ যত গর্জেছে তত বর্ষেনী। তারপরও কি আমি সেই বীজকে সুফলাই বলব??

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

আহির মাহাসিন বলেছেন: হাসাইলেন। আমি কি লিখলাম আর আপনি কি বুঝলেন!!!

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

প্লাবণ ইমদাদ বলেছেন: এর পরেও কেউ যদি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম লিখেন তাতে ইসলামের দোষ কোথায়? দোষ তো ব্যক্তির। =p~ =p~

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

ean25 বলেছেন: ( আমার তো মনে হয় আজ শরীআহ আইন চালু হলে আপনিও দুদিন পর হাপিয়ে উঠবেন)

ভাই আমি খারাপ হলে তো ভাল আইনে হাপিয়ে উঠবই।

তবে একটা কথা আইন যতই করেন সুস্ঠু প্রয়োগ না থাকলে সবই বৃথা।

আমাদের দেশে তো আইনের কমতি নেই কিন্তু তারপরবো একটা ফাসি দিতে গেলেই নতুন আইন লাগে। ;)

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫

মোঃ ওমর শরীফ বলেছেন: হ আপনে ঠিক ই কইছেন। ইসলাম আইলে তো আর বেলেল্লাপনা করতে পারবেন না। মা-বাপের সাথে বউ-প্রেমিকার জন্য খা্রাপ ব্যবহার করতে পারবেননা।

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

vorer pakhi বলেছেন: জামাত ইসলাম কথনই ধর্মীয় দল হতে পারেনা ।এরা ধর্মের সাইনবোর্ড ব্যবহার করে মুসলমানদের সাথে প্রতারনা করছে ।আমি ব্যক্তিগতভাবে জামাতে ইসলামীকে নিষিদ্ধের পক্ষে।তবে তাই বলে আমি ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের পক্ষে না ।এখন বাংলাদেশে বৃহত্তর সংখক মানুষ ইসলামকে ভালবাসে ,তারা নাস্তিক নয় ।আর আপনার কথামত ইসলামী কালচার এদেশের মানুষের সাথে যায়না (যদিও এটা আপনার মতামত) এই অজুহাতে যদি ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হয় তাহলে বাম রাজনীতি এদেশে কেন নিষিদ্ধ করার দাবী তোলা হয়না ।অথচ এদেশে ১% মানুষও এই অপরাজনীতি পছন্দ করেনা ।

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

vorer pakhi বলেছেন: জামাত ইসলাম কথনই ধর্মীয় দল হতে পারেনা ।এরা ধর্মের সাইনবোর্ড ব্যবহার করে মুসলমানদের সাথে প্রতারনা করছে ।আমি ব্যক্তিগতভাবে জামাতে ইসলামীকে নিষিদ্ধের পক্ষে।তবে তাই বলে আমি ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের পক্ষে না ।এখন বাংলাদেশে বৃহত্তর সংখক মানুষ ইসলামকে ভালবাসে ,তারা নাস্তিক নয় ।আর আপনার কথামত ইসলামী কালচার এদেশের মানুষের সাথে যায়না (যদিও এটা আপনার মতামত) এই অজুহাতে যদি ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হয় তাহলে বাম রাজনীতি এদেশে কেন নিষিদ্ধ করার দাবী তোলা হয়না ।অথচ এদেশে ১% মানুষও এই অপরাজনীতি পছন্দ করেনা ।

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

ফারজানা শিরিন বলেছেন: কিন্তু আপনার কথাগুলা ইসলামকে ভয়াবহ আজাব একটা ধর্ম বেবস্থা হিসাবে বুঝাইছে ।
আর অভাব ছাড়া চড় দেখেন না ??? ভাই দেশের রাজনীতিবিদ গো কি চোখে দেখেন না নাকি ??? :-/ :-/ :-/ :-/

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

ফারজানা শিরিন বলেছেন: আর যখন খুব কষ্টে কেঁদে উঠি তখন সেজদায় আল্লাহ্‌ কেউ 'তুই' বলি !!! আজ পর্যন্ত আল্লায় এর জন্য শাশ্তি দেন নাই। :) তো মা কে বললে কেন দিবেন ?
আর একমাত্র বাংলা ভাষায় সম্বোধনের তিন ধরন> তুই, তুমি, আপনি । এইখানে ধর্মের কোন টান নাই ভাই।

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

ফারজানা শিরিন বলেছেন: =p~ =p~ =p~ =p~োঁথায় আছে ভাত রাইখা খেজুর খান ?

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

ফারজানা শিরিন বলেছেন: প্রিয়তম :!> এরকম কাওকে পছন্দ হলে ইস্লামে বিয়ে করতে বলা হইছে । :#) :#) :#) এবং ছেলে মেয়ের পছন্দের পাত্র পাত্রীকে বাপ মায়ের পছন্দ না হইলেও তাদের অনুমতি ব্যাতিত বিয়ে করলেও পাপ হবে না বলা আছে। বউ এর হাত ধরে সারা জাহান ঘুরেন আপত্তি কিসের ??? :||

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: হমম।

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

প্লাবণ ইমদাদ বলেছেন: খালি পায়ে শিশির মাড়ালে তো মোল্লা কাকুরা বলবে নাউজুবিল্লাহ !!! আমার বিবির হাত ধরে ঘুরলে তো অন্য মানুষ তার হাত দেখলে পাপ হবে। সারা জাহার তো প্রশ্নই আসেনা।
আর খেজুরকে আপনারা যেভাবে কামেলকর ফল বানাইছেন, মনে হয় এর চাইতে পুষ্টিকর ফল মনে হয় দুনিয়াতে নাই। খেজুর খেলে আপনারা মনে করেন কত বড় নেকীর কাজ করছেন !!! আপনারা ইশ্বরের ফল বানাইয়া ফেলছেন এইটাকে।

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

মায়া কন্যা বলেছেন: "৩) আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কাল
থেকে এটা মানতে পারবেন কিনা যে আপনি আর
কখনই রবীঠাকুরের গান (বা আপনার খুব পছন্দের
অন্য গান) শুনতে পারবেন না, কখনও আপনার
প্রিয়তমার হাতে হাত রেখে খালি পায়ে শিশির
মাড়াতে গেলে আপনাকে পাথে ছুড়ে খুন করা হবে,"

মনে করেন, রবি ঠাকুরের গান শুনতে শুনতেই মরে গেলেন হুট করে..আপনার বাড়ির মানুষ দৌড়ে এসে কিন্তু "ও স্বজন হায়, তোমার মতন সুজন ক'জন আছে" গাইবে না, বরং সূরা ইয়াসিন পাঠ করবে।
কেন? ভাবুন তো একবার?

আপনার প্রিয়তমাকে শো-পিচের মত সবাইকে না দেখালে আপনার মান সম্মান থাকবে না?? কোন কারনে আপনার প্রিয়তমার রূপ নষ্ট হয়ে গেলে লোককে দেখানোর জন্য নিশ্চয় আর একজন রূপবতীকে খুঁজে আনবেন??

ভাই, দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আর এটা খুব সৌভাগ্যবানরাই কেবল বুঝতে পারে।
পাপ করা আর সিগারেট খাওয়া একই রকম..সুখের টানে ভুলেই যায় মানুষ কতখানি নিকোটিন জমা হল! বুঝে তখন, যখন ক্যান্সার এসে কড়া নাড়ে।

৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

বিশেষনহীন বলেছেন: প্রশ্ন হল, ধর্মনিরপেক্ষতা বলতে এখানে ধর্মনিরপেক্ষতাবিরোধীরা কী বোঝে।

ধর্মনিরপেক্ষতা মানে রাষ্ট্র কোন একক ধর্মের সাইনবোর্ড ধরবে না। মানে রাষ্ট্রের নিজের কোন ধর্ম থাকবে না। একটা দেশে যেহেতু একটা মাত্র ধর্মের অধিবাসীরা থাকে না যেইকারনে রাষ্ট্রের কোন একটা ধর্মের ধারক হতে পারে না।


সবাই যার যার মতন ধর্ম পালন করবে কিন্তু আলাদা সুযোগ সুবিধা কেউ পাবে না কোন বিশেষ ধর্মীয় গোষ্ঠীর সদ্য হওয়ার জন্য।

এর থেকে ভালো ব্যাবস্থা যদি কেউ দিতে না পারে তাহলে ম্যাৎকার কিংবা চিৎকার যাই হউক, বন্ধ করা উচিত। কারন এখন ছাগু বলাৎকার উৎসবের মৌসুম।

৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

প্লাবণ ইমদাদ বলেছেন: আপনাদের বিখ্যাত ইসলাম বিশারদ তারেক মনোয়ার একবার কইছে যে রবীন্দ্রনাথের * ও আমার দেশের মাটি* গান এ নাকি আল্লার সাথে শিরক করা হইছে। ধর্মভিত্তিক কোন রাজনীতিই কি সংবিধানে জাতীয় সংগীত রাখবে? গান তো হারাম। ভাই যে রাজনীতিক ব্যাবস্থা গান কে হারাম করে সে ব্যাবস্থা আপনারা কয়জন সংখ্যালঘু মধ্যযুগীয় ভাবধারার মানুষ মানলেও কোটি বাঙালী মানবেনা। শাহবাগ আন্দোলন তো গানে গানে মুখরিত, এতই যদি সংখ্যাগরিষ্ঠ হন, বলুন না গিয়ে যে গান হারাম, গাওয়া যাবেনা। আপনারা আসলে পুরা ইসলামও মানেন না, আবার ছাড়েনও না। নিজের সুবিধামত বেছে নেন নিজেদের ব্যাবস্থা......... ভন্ডামী বাদ দেন ভাই...

৩২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

ফারজানা শিরিন বলেছেন: দেশাত্মবোধক গান যে ইস্লামে নিষিদ্ধ না এই কথা যে আপনার অজানা থাকে তাতে আর অবাক না হই !

আর শেষ পর্যন্ত আসল কথায় আসছেন । আমাদের ইসলাম । আপনার তো আর না ??? তাই আপনার সাথে বৃথা তর্কে না যাই । নিজের জিনিস অন্যকে বুঝানোর বিড়ম্বনা আর হয়না ।
আর যে জিনিস জানেন না তা নিয়ে নিজের জ্ঞান কপচাবেন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.