![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমকে ভালবাসলে
হয়ত সে হতো সাক্ষাত অগ্নিকুন্ডে ঝাপ দেয়া,
তবুও এতটকো নিশ্চয়তা দিতে পারতাম
আমাতে দহন শেষে
হতে পারতে ক্ষান্ত বর্ষণ শেষের
এক যৌবনা ঘাসের পাতা।
আমি তোমার জন্য যে পথও রেথা টেনেছিলাম
আমি নিশ্চিত হয়েই বলছি
আর কখনও কোন মহাপুরুষও সে রেখা টানেনি
কোন মহামানবীর জন্য।
আমি যেভাবে তোমায় গ্রাস করতাম
আর কখনও গ্রহণ গ্রাস করেনি সূর্য়কে।
আমি জানি
আমি নিশ্চিত জানি
আমি তোমাকেই দিয়েছিলাম
অামার গানের সেই কস্ঠ হার।
আমি যেভাবে তোমকে বানাতাম
আমার একুশ শতকের বোষ্টমী
আর কেই অমন করে তোমাকে
পরাতনা
ভালবাসার সেই অমুল্য তিলক।
লোভ হলে ফিরে এসো,
অার তিক্ত হলে মুছে ফেল
আমার রাখি।
আমি যে জল রেখেছি তোমার তরে
এ বুকের দিঘিতে
সে দিঘি তবুও যেন চির টলমল
তোমার বিরহে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৭
মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগল...+++