![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্দুকে নেই আস্থা আমার
সিন্দুকে নেই চাবি,
অপার প্রেমের ঠগবাজিতে
তাও সে বহুত দাবি।
পূব জানালায় শালিক আছে
সেও যাবে উড়ে,
স্বপ্নমগজ প্রজাপতি
স্মৃতি খাবে খুড়ে।
বাধ দিলে তাও গড়ায় পানি
নোনা জলের স্বভাব,
অনাস্থাময় মন বাজারে
আস্থা মামার অভাব।
নি;শ্বাসে নেই আস্থা আরো
ফুরুত কখন জানি,
টানছি তবু এই জীবনে
আস্থা কলের ঘানি!
©somewhere in net ltd.