![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস কর
আমারও কেটে গেলে রোমান্টিক আঙুল
ফিনকি দিয়ে রক্ত আসে,
আমারও হোঁচট খেলে চোট লাগে
চারু নখে।
আমারও বিষন্ন ভালবাসার কথা বললে
কাপুনি দিয়ে জ্বর আসে সর্বাঙ্গে!
হৃদয়কে ফাকি দিয়ে
হাটতে হাঁটতে হাঁটতে
আমারও কারাবাস হয়
হৃৎপিন্ডের নিষ্ঠুর পিঞ্জরে।
বিশ্বাস কর
না হয় কপালে হাত রেখে দেখ,
তোমার হাত খুজে পেলে
আমারও জ্বর আসে!
©somewhere in net ltd.