নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল সবুজে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে!

আমি পরাজিত যোদ্ধা

লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে

আমি পরাজিত যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

আমি জানি না আমি কে, খুজে পাইনা নিজেকে।

১৩ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:১৩

অনেক দিন কিছু লেখি না সামুতে, কাজ এর অনেক চাপ। ক্যামেরাটা নিয়ে যে বের হবো তা ও হয়ে উঠে না। একটা সময় ছিলো যখন ভাবতাম ডিএসএলআর কিনলে কি কি ছবি তুলবো, ইভেন কোন এঙ্গেল এ তুলবো সেটাও লিখে রাখতাম। এর পর কেটে গেলো কতো গুলো বছর, জানি না সেই লেখা কাগজ গুলো কোথায় আছে, সব থেকে বেশি লিখতাম ২৭ নম্বর বাসের শেষ সিটে বসে।

আমেরিকান একটা একটা কল সেন্টারে কাজ করার সুবাদে আমাকে সপ্তাহের ৫ দিন উত্তরায় যেতে হতো, বাসায় নামিয়ে দেয়ার জন্য তাদের পার্সোনাল গাড়ি ছিল কিন্তু সেই গাড়ি সপ্তাহে দুই দিন নষ্ট থাকলো থাকতো বাধ্য হয়েই ২৭ নম্বর বাসে করে মোহাম্মদপুরে আসতাম কতদিন বাসে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর নিজেকে আবিষ্কার করেছি ইডেন কলেজের সামনে, অবাক লাগে কখনোই ভাবিনি জীবনটা বদলে যাবে। তবে আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে।

বউ বাচ্চা নিয়ে গিয়েছিলাম বাসার পাশের পার্কে সেখানেই তোলা এই ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম










শিরোনাম এখান থেকে নেয়া



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাত্র ৪টা ছিবি কেন ? একটু সময় পেলেই লিখবেন, আমরা অপেক্ষায় থাকবো।

ভাল থাকবেন। ধন্যবাদ।

++++

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৫

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য, সামনে চেষ্টা করব আরও চমৎকার কিছু ছবি দেবার।

২| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৩

অপু তানভীর বলেছেন: মানুষের জীবনে তাকে কখন কোথায় নিয়ে যায় সো বোঝা মুসকিল । আগে এই ব্যাপার গুলো নিয়ে চিন্তা করতাম খুব । এখন যত বড় হচ্ছি তত এই চিন্তা করা বন্ধ করছি । আমি আমার কাজ করে যাই জীবন যেখানে নিয়ে যাওয়ার নিয়ে যাবে । এতো চিন্তা করে লাভ কি ! হয় সেটা ভাল হবে নয়তো খারাপ ...

তবে নিজেকে হারিয়ে ফেলা বড় ভাল লক্ষ্যন নয় । যদি নিজেকে খুজে না পান তাহলে শেষ জীবনে গিয়ে পেছনে ফিরে যখন দেখবেন তখন সব কিছু শূন্য মনে হবে !

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৮

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য, শুনতে একটু হাস্যকর মনে হলেও আমার কেন যেন মনে হয় আমি এই পৃথিবীতে এসেছি অন্য একটা বড় কারণে, আসলে সেই কারণটাই আমি খুঁজে বের করার চেষ্টা করি সব সময়, এজন্যই মাঝেমধ্যে মনে হয় যে নিজেকে কেন যেন খুজে পাইনা।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৮

শায়মা বলেছেন: জীবন বড় মূল্যবান এবং অবশ্যই আনন্দের।

বেঁচে থাকাটাই সবচেয়ে বড় আনন্দ।

এই আনন্দে ভেসে যেতে হয়। এত দুঃখ নিয়ে চিন্তা না করাই ভালো।

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৯

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য, আপনার সাথে পুরোপুরি একমত লাইফ ইজ বিউটিফুল, কেমন আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.