নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে
বউ বাচ্চা দেশে গেছে ঈদ করতে, আমার কাজ থেকে ঈদে ছুটি দিলো না। ঈদের পর যাবো হয়তো যদি সব কিছি ঠিক ঠাক থাকে।
এই সময়টাকে রাজীব নুর ভাইয়ের মতো করে কাজে লাগাচ্ছি, অনেক বই পরছি, স্কুলে থাকতে হিমু, মিসির আলি পরেছিলাম, আবার পরছি। পড়ছি আর ভাবছি বয়সের সাথে সাথে অনেক কিছু বদলে যায়, আগে একভাবে হিমু কে চিন্তা করতাম, আর এখন করি অন্য ভাবে।
হিমু বা মিসির আলি কে নিয়ে এতো দিনেও আমরা সিনেমা বানাচ্ছি না কেন?
হিমু বা মিসির আলি এভেঞ্জারস এর থেকে কম কিসে? আমার যদি অনেক টাকা থাকতো তা হলে শাওন এর কাছে চলে যাইতাম। বলতাম আমাকে অনুমতি দেন আমি ইনভেস্ট করতে চাই। আমাদের এই প্রজন্ম কে দেখায় দেয়া যাইতো কতো মজার দুইটা চরিত্র আছে আমাদের। আমি কোন লাভ নিতাম না, বিশ্বাস করেন, আমাকে ১ টাকা দিলেই হইতো প্রোফিট হিসাবে। আমি চাই এতো ভালো জিনিস ফেলে রাখার মানে কি?
আচ্চা মিসির আলি হিসেবে তহ চঞ্চল চৌধুরী কে ভালোই লাগছে, কিন্তু হিমু হিসেবে কাকে দেখতে চান? কমেন্ট করে জানাবেন প্লিজ।
এখন নাটক দেখলে অনেক অবাক হই কি বানাচ্ছে এই সব? আমাদের এই বাজে অবস্থা কেন হইলো? সব যায়গায় আতলামি, ফোন ফোন প্রেম। ফালতু লাগে সব।
আমি জানি আমার সাথে একমত হবেন কি না, আমি আমার মনের কথা সেয়ার করলাম।
৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:৫০
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: কেমন আছেন আপনি? নতুন নামে প্রথম কমেন্ট করলেন,
আমি কিউ এ অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছি এই মুহূর্তে।
আপনি কি করেন?
২| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:০৭
সোনাগাজী বলেছেন:
আমি রিটায়ার্ড ইন্জিনিয়ার। আপনি মুভি বানানোর কথা ভাবছেন, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ইহার মিল নেই!
৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:১৪
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমি ইনভেস্ট এর কথা বলছিলাম, আমাদের দেশে অনেক ভালো পরিচালক আছে তাদের দিয়ে বানাবো। আপনার কি মনে হয়? কাকে দেখতে চান হিমু এর চরিত্রে?
৩| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:১৮
সোনাগাজী বলেছেন:
আমি কোন অভিনেতা সম্পর্কে জানি না; নতুন মুখ আনার দরকার।
৪| ০১ লা এপ্রিল, ২০২২ ভোর ৫:১০
কবিতা ক্থ্য বলেছেন: শুভ কামনা-
০১ লা এপ্রিল, ২০২২ রাত ১০:৩২
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ
৫| ০১ লা এপ্রিল, ২০২২ ভোর ৬:২৪
সোবুজ বলেছেন: পরিচালক অভিনেতাকে দিয়ে অভিনয় করিয়ে নেন।একই অভিনেতা ভালো পরিচালকের সাথে ভালো অভিনয় করে। খারাপ পরিচালকের সাথে সেই অভিনেতাই খারাপ ভভিয়ন করে।কোন অভিনেতাই সত্যজিতের সিনেমায় খারাপ অভিনয় করে নাই।
০১ লা এপ্রিল, ২০২২ রাত ১০:৩৬
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: একমত।
৬| ০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর একটি পোষ্ট দিয়েছেন।
আপনার মনের ইচ্ছা পূরন হোক ইহা আমি চাই।
আপনি কি শীর্ষেন্দুর বই পড়েন?
চক্র বইটা পড়েছেন? অথবা মানবজমিন বা পার্থিব? কিংবা দূরবীন?
০১ লা এপ্রিল, ২০২২ রাত ১০:৩৫
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: দূরবীন পড়েছি অনেক আগে, ২০১২ এর আসে পাশে, বাংলা সাহিত্যের সকল কালের একটি অন্যতম সেরা বই।
৭| ০৪ ঠা মে, ২০২২ রাত ১০:৪৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
আপনার আশা পূরণ হোক।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:৩০
সোনাগাজী বলেছেন:
আপনার প্রফেশান কি?