নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে
কেমন জানি হয়ে যাচ্ছি দিন কে দিন, বয়স বাড়ছে কিন্তু সুগার কমছে না, মাস খানেক আগে টেস্ট করে দেখলাম খালি পেটে সুগার ১৫ এর কাছাকাছি, ডাক্তার তহ দেখে অবাক। অনেক কস্টে কমিয়ে ৯ এ নিয়ে আসছি, নিয়মিত হাটাহাটি করছি, সাতার কাটছি। ঔষধ ছাড়াই সুগার কমানোর অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ওষুধ আমার একদম ভাল লাগে না। যাই হোক, সবাই ভালো আছেন আশা করি, রাজীব ভাইয়ের সাথে পাল্লা দিয়ে ছবি তুলব বলে কথা দিয়েছি। মাঝখানে ব্লগে ছবি দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু হচ্ছিলো না। তাই গতকাল নেমে গেলাম ক্যামেরা হাতে। বাসার সামনেই পেয়ে গেলাম কিছু ঘাস ফুল। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি এক গন্ধহীন ফুল কলি
বাগিচায় নামি দামী ফুলগুলোর সাথে ঘাসফুল কি খুব বেমানান?
স্মৃতি বিজড়িত ঘাসফুল
আমি এক মূল্যহীন পাতা ফুল
মিছে মিছি আমি ফুটি
২০ শে জুলাই, ২০২৩ রাত ৮:২৮
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক শুভ কামনা।
২| ২০ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর হয়েছে।
আপনার ক্যামেরা কোনটা? মডেল কত? লেন্স কত?
২০ শে জুলাই, ২০২৩ রাত ৯:২৪
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: বডিঃ ক্যানন ৫ডি মার্ক ৪
লেন্সঃ ৭০-২০০ মার্ক ২
ব্যাবহার করেছি এই ছবি গুলো তোলার সময়।
৩| ২১ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৮
শাহ আজিজ বলেছেন: ব্লাড সুগার বেশিদিন উপরে থাকা ভাল না । ডাক্তার দেখান । ডাক্তার কায়সার আলম চৌঃ ধানমণ্ডি ১০ এ, বাড়ি ৪২ তে ইব্রাহিম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডি সি ই সি তে বসেন ।৯১২২৯৮২ টেলিঃ নম্বর । আমি গেল ১০ বছর ওনার কেয়ারে আছি , ভাল আছি ।
ভাল থাকুন ।
২১ শে জুলাই, ২০২৩ রাত ১১:০৪
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ভালো বলেছেন, আমিও একটু পড়াশুনা করে তাই দেখলাম, সুগার বেশি দিন হাই থাকলে অর্গান ফেইল করার সম্ভাবনা আছে। ধন্যবাদ ঠিকানা শেয়ার করার জন্য। দেশে থাকলে অবশ্যাই কায়সার আলমের কাছে যেতাম।
অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২৩ রাত ৮:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবি গুলি সুন্দর হয়েছে।