নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল সবুজে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে!

আমি পরাজিত যোদ্ধা

লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে

আমি পরাজিত যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

কেউ আসলে ভালো নেই।

১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:২৪

চারপাশে শুধু যুদ্ধ আর যুদ্ধ মানুষ ভালো নাই। শুধু ফেসবুকের ভিতরেই ঢুকলে দেখা যায় যে সবাই সুখী আছে তাই মাঝে মধ্যে ফেসবুকে ঢুকি।

গত সাড়ে তিন বছর ধরে বাসা থেকে কাজ করতে করতে কেমন যেন হয়ে গেছি আমি, নিজেকে এখন অনেক অন্যরকম মনে হয়। আগে যদিও বাইরে যাওয়া হত মানুষের সাথে কথা বলা হত এটা ওটা দেখতাম রাস্তায় ভালো লাগতো, কিন্তু এখন শুধু ইউটিউবের মাধ্যমে দুনিয়াটাকে দেখা হয় আমার, তারপরও চেষ্টা করি শনিবার রবিবার পরিবার কে সাথে নিয়ে বের হবার।

কেমন যেন হয়ে গেছি আমি ছবি তুলতে ভালো লাগেনা, কখনো কল্পনাও করি নাই যে এমন হবে মাঝে মাঝেই পুরাতন ছবিগুলো বের করে দেখার চেষ্টা করি ভুলগুলো শুধরানোর চেষ্টা করি কিন্তু এখন আর ক্যামেরা হাতে নিতে ভালো লাগে না কেমন যেন একটা অবসাদগ্রস্ত মন শরীর।

আমি জানিনা কেন হচ্ছে এমন আমার সাথে, আমি কোন পথ খুঁজে পাচ্ছি না এখান থেকে বের হয়ে আসার, এক বড় ভাইয়ের সাথে কথা বললাম উনি বলল দেশে যাও দেশে থেকে ঘুরে আসো কিন্তু ইচ্ছে করছে না, শেষবার যখন দেশে গেলাম, দেখলাম সবার জীবনে সমস্যা সবাই সবার সমস্যার কথা একটু আধটূ বলল তাতে দেখলাম কেউ আসলে ভালো নেই।

প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে আমি একটু বই পড়ার চেষ্টা করি কিন্তু ইদানিং বইও পড়তে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে না, সিনেমা দেখতে ভালো লাগে না কোন কিছুই ভালো লাগেনা, কি করতে পারি আমি এমন অবস্থায়? কেমন যেন একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি।

যাই হোক সবাই ভালো থাকবেন, এখন থেকে একটু আধটু লেখার চেষ্টা করব, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দুইটা ছবি দিয়ে পোষ্ট টা শেষ করছি, কেমন লাগলো জানাবেন।


২০১৭ সালে তোলা এই ছবিটা, আমাদের গ্রামের বাসার পুকুরের।

পুকুরের মধ্যে যে শিমুল ফুল গুলো দেখছেন সেগুলো এই গাছের।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:


ছবি সুন্দর হয়েছে; কভিড মানুষের মগজের উপর কাজ করছে এখনো।

১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৪১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমাকে এখান থেকে বের হবার একটা রাস্তা বলে দেন। এই ভালো লাগে না রোগ থেকে বের হতে চাই।

২| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৫০

সোনাগাজী বলেছেন:



আপনি কি ধরণের পেশায় আছেন?

১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৫

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: সিনিয়ার সফটওয়্যার ডেভলোপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট - গত সাড়ে তিন বছর ধরে একটা গভারমেন্ট প্রোজেক্ট এ কাজ করছি, এর আগে ছিলাম আই বি এম এ প্রায় ৪ বছর, তার আগে ছিলাম একটা ব্যাংকে সেইম পজিশনে।

৩| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০০

আঁধারের যুবরাজ বলেছেন: শরীর চর্চা করুন ,সাইকেল চালানো বা সাঁতারও করতে পারেন। ঘাম ঝরাতে পারলে বিষন্নতা কমে যায়।

১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৬

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: এটা ভালো বলেছেন, গত তিন সপ্তাহ ধরে জিমে যাওয়া হচ্ছে না। শুরু করতে হবে আবার।

৪| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৮

সোনাগাজী বলেছেন:



এখন তো বাজার নিম্নমুখী, এখন গর্ভমেন্ট প্রজেক্ট থেকে বের হওয়ার জন্য খারাপ সময়।

১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১৩

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: নতুন কিছু শেখার নাই এখানে, চেষ্টা করছি সাইবার সিকুইরিটি এর দিকে যাবার। কিন্তু ব্যাটে বলে হচ্ছে না।

৫| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫২

জ্যাক স্মিথ বলেছেন: সবকিছু ছেড়েছুড়ে দিয়ে কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসুন, নতুন নতুন বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করুন।
শুভ কামনা।

১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:২২

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: চাইলেও পারি না স্মিথ সাহেব, ২ টা বাচ্চা আছে, বউ আছে, দেশে বাবা মা ভাই বোন আছে। তবে ইচ্ছা আছে ক্যামেরা নিয়ে জঙ্গলে হারিয়ে যাবার। শুধু এই লেন্স টা কেনার অপেক্ষায় আছি। কিনতে পারলেই হাওয়া হয়ে যাব।

https://www.usa.canon.com/shop/p/ef-600mm-f-4l-is-iii-usm?color=Black&type=New

৬| ১৪ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়লাম। মন্তব্য গুলোও পড়লাম।

১৪ ই অক্টোবর, ২০২৩ ভোর ৫:২৪

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: কিছু বললেন না? ভালো লাগা খারাপ লাগা?

৭| ১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩২

জ্যাক স্মিথ বলেছেন: আশা করি আপনি এখন ভালো আছেন, কিন্তু আপনার নামটা আমার ঠিক পছন্দ হয়নি। কি এমন হয়েছে যে আপনি নিজেকে একজন পরাজিত যোদ্ধা মনে করছেন?

হুমম, সবকিছু মিলিয়েই জীবন, সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, পরিবার সামলাতে হবে আবার মাঝে মাঝে জঙ্গলে হারিয়েও যেতে হবে। :D

১৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: সবাইকে খুশি করতে গিয়ে পরাজিত হয়েছি, যখন পিছনে ফিরে তাকালাম কেন পরাজিত হলাম খুজতে তখন বুঝলাম যে আমি একজন আইস্ক্রিম বিক্রেতা না, কারন একজন আইস্ক্রিম বিক্রেতা ছাড়া তহ সবাইকে খুশি করা সম্ভব না।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.