নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল সবুজে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে!

আমি পরাজিত যোদ্ধা

লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে

আমি পরাজিত যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

পাতা ঝরার প্রতীক্ষায়। ছবি ব্লগ।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৯

এই সপ্তাহটা অনেক ব্যস্ত ছিলো। হলিডে টাইম দরজায় নক করছে, কাজের অনেক চাপ, টিমের অনেকেই ইন্ডিয়ান, সবাই মোটামুটি ছুটিতে, আবার একদল তহ বিশ্বকাপ খেলা নিয়ে মহা ব্যস্ত, মিটিং এর টাইমে তহ টিভি মিউট ও করে না। যাই হোক হটাত করে শশুর শাশুড়ি এসেছিলেন আমাদের ছোট্ট বাসায় নাতনী দের সাথে সময় কাটাতে নিউইয়র্ক থেকে। তাদের নিয়ে গেলাম বাসার পাশে স্টোন মাউন্টেইন। ছবি তোলার জন্য অসাধারণ একটা জায়গা। ক্যামেরাটা গাড়িতে ছিলো তাই তুলে ফেললাম কিছু ছবি। আশা করি সবার ভালো লাগবে।


১। লাল পাতার ওড়নায় জরিয়ে আছে প্রকৃতি


২। চোখে নিই হলুদ পাতার গন্ধ


৩। বই পড়ার চেয়ে আনন্দের আর কিছুই নেই, সেটা যেখানেই হোক


৪। আমি আঁকার স্বপ্ন দেখি আর স্বপ্নকে আঁকি - ভিনসেন্ট ভ্যান গগ


৫। নৌকা যেমন মাঝি ছাড়া কিছুই না তেমনি মানুষ স্বপ্ন ছাড়া কিছুই না


৬। গাছগুলি এমন কবিতা যা পৃথিবী আকাশে লেখে


৭। চারপাশের গাছগুলো আমাদের দেখিয়ে দেয় জীবনের মরে যাওয়া অংশগুলো কীভাবে ঝেড়ে ফেলে দিতে হয়


৮। আপনি হয়ত সুখ কিনতে পারবে না তবে নৌকা কিনতে পারবেন আর এই নৌকা কিনেই আপনি সুখ অর্জন করতে পারবেন


৯। বাড়ী ফেরার সময় হলো

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৫

বিজন রয় বলেছেন: বাহ! মুগ্ধ ও বিমোহিত।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৯

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। ভালো থাকবেন।

২| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২৬

বিজন রয় বলেছেন: আপনি যেখানে থাকেন ওখান মানুষের জীবন, জীবিকা, প্রকৃতি, পরিবেশ ইত্যাদি নিয়ে লিখুন।
আমরা জানতে পারবো।

শুভকামনা রইল।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: বাসা থেকে কাজ করার কারনে খুব কম বাসা থেকে বের হই আমি, তেমন কারো সাথে মেশা হয় না, শুধুমাত্র শনিবার আর রবিবার বের হই বউ বাচ্চাদের নিয়ে। জীবনে এখানে অনেক অন্যরকম। চেষ্টা করব। ভালো থাকবেন।

৩| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার একটা ছোট্ট নৌকা আছে। নৌকায় করে বিলে মাছ ধরতে যাই।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩২

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমাকে সাথে নিতে পারেন, আপনি মাছ ধরলেন আমি ছবি তুললাম।

৪| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি সুন্দর।

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য, আপনার ছবি তোলা বন্ধ করে দিলেন কেন?

৫| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.