নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে
বেশ কিছুদিন ধরে অনেক অসুস্থ, শারীরিক ও মানসিক ভাবে, তার উপর কাজের এত চাপ কোন ভাবেই নিজেকে কোন সময় দিতে পারছি না, তার মধ্যে জানুয়ারির শেষের দিকে এলাকার এক কাছের বড় ভাইকে হারাইলাম, কোন দিন ও ভাবি নাই বড় ভাই সুইসাইড করবে, যদিও এখনো ইনভেস্টিগেশন চলছে, তারপরও এটা অনেক বড় একটা শক ছিল আমার এবং আমার পরিবারের জন্য, ভাইয়ের একমাত্র মেয়ে ছিল আমার বড় মেয়ের বয়সের, উইকেন্ড গুলোতে যখন আমাদের গেট টুগেদার হতো তখন আমরা অনেক কিছু নিয়ে কথা বলতাম, গত বছরের মাঝামাঝি ফ্লোরিডা ট্রিপে ভাই এবং তার পরিবার আমাদের সাথে গিয়েছিলেন। তখনই আসলে ভাইয়াকে কাছাকাছি বোঝার সুযোগ হয়েছিল এবং বুঝতে পেরেছিলাম যে উনি অনেক জ্ঞানী, অনেক কিছু জানেন। যাইহোক নিয়তের নির্মম পরিহাস আমাদের সবার মেনে নিতে হবে এবং মেনে নিয়েই আমাদের সবাইকে অগ্রসর হতে হবে।
কিন্তু সত্যিই মানুষ যে বলে মনে দাগ কেটে যায় ঠিক সেরকম একটা বিষয় হয়ে গেছে আমার সাথে, সচরাচর আমি কান্নাকাটি করি না কিন্তু বড় ভাইকে মাটি দেয়ার সময় মনের অজান্তেই চোখের কোন দিয়ে অঝোরে পানি বের হয়ে আসছিল। আল্লাহ উনাকে ভাল রাখুক সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন।
আজ হঠাৎ ক্যামেরা নিয়ে বের হলাম, বাসার সামনেই তুলে ফেললাম কিছু ছবি মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
১। আমি তোমার গভীরে ডুব দিতে চাই, আমি নিজেক রঙাতে চাই তোমার রঙে।
২। তুমি নীরবে দাঁড়িয়ে, চুপচাপ থাক, ভয় নাই তোমার নির্জনে।
৩। কী অপরূপ রূপে সেজেছে সব শ্মৃঙ্খলীত সারিবদ্ধ ধরে।
৪। কেটে গেলে হাত ও পা, আমরা ব্যথা পাই,
গাছেরও তো প্রাণ আছে, বইয়ে পড়িস নাই?
৫। অনন্তকালের ছায়াসঙ্গীকে নিয়ে কেবলই চলে ভাবনা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৫৯
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ৪০ এর কাছাকাছি, ব্লগে একজন লিখেছিলেন উনার ব্যপারে।
কেমন আছেন আপনি?
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:২৩
সোনাগাজী বলেছেন:
আমি ভালো আছি, ধন্যবাদ। স্যরি, আপনি মানসিক চাপের মাঝ দিয়ে যাচ্ছেন।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৩
আলামিন১০৪ বলেছেন: জ্ঞানীরা আত্মহত্যা করে না।
তাঁর সম্পর্কিত লিখার লিঙ্ক দিতে পারেন?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০১
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: জ্ঞানীরা আত্মহত্যা করে না। - আমারও তাই মনে হয়, কোমরে গুলি করে কেউ আত্মহত্যা করেছে সেটা কখনো শুনি নাই।
নিউজ এর লিঙ্ক দিলাম পড়ে দেখতে পারেন।
https://thikananews.com/weekly/page/post/1634
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৯
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: এখানে আরও কিছু মেজর ডিটেইলস আছে, চাইলে পরে দেখতে পারেন।
https://www.facebook.com/story.php?story_fbid=6746522095458254&id=100003015918270
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১১
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: সুইসাইড নোট এর ছবি
https://www.facebook.com/story.php?story_fbid=6746544735455990&id=100003015918270
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট লাগলো শুনে
ছবিগুলো সুন্দর হয়েছে
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০২
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য, ভালো থাকবেন।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: শিরোনাম ও ছবিগুলো সুন্দর হয়েছে। + +
উনি কে ছিলেন এবং ব্লগে কখন (আনুমানিক) ওনার সম্বন্ধে লেখাটা প্রকাশিত হয়েছিল? অথবা কে লিখেছিলেন?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৩
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ছবি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
এই নিউজ টা পরে দেখতে পারেন, সকল ইনফরমেশন পাবেন।
https://thikananews.com/weekly/page/post/1634
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭
নয়ন বড়ুয়া বলেছেন: দ্রুত শারীরিক ও মানসিক চাপ থেকে সুস্থ হয়ে উঠুন...
ছবিগুলো সুন্দর হয়েছে...
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৪
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: চেষ্টা করছি, দুয়া করবেন, ভালো থাকবেন।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ছবিগুলো সুন্দর।
আশা করি, অতি দ্রুত মানসিকভাবে ভালো লাগা ফিরে পাবেন। মানুষের মাঝে হতাশা ও না পাওয়ার জটিলতায় সুইসাইডের হার প্রচুর বেড়েছে। অথচ বেঁচে থাকার হাজার কারণ এ পৃথিবীতে বিদ্যমান।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৬
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: একমত আপনার সাথে, ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য, ভালো থাকবেন।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর সব ছবি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৫
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আপনি তহ দেখি ছবি তোলা বন্ধ করে দিলেন, ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য, ভালো থাকবেন।
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৩
সোনালি কাবিন বলেছেন: ছবিগুলো সুন্দর
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য, ভালো থাকবেন।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৩৫
মিরোরডডল বলেছেন:
গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আর ওয়াইফ কোন অভিযোগ করেনি, বিষয়টা অদ্ভুত! সুইসাইডাল নোট সাজানো নাটক হতে পারে।
সঠিক তদন্ত হওয়া উচিত। পুরো রিপোর্ট পড়ে কখনোই মনে হচ্ছেনা সুইসাইড, হত্যাই মনে হচ্ছে। ঘটনা খুবই দুঃখজনক!
ছবিগুলো ভালো হয়েছে।
get well soon যোদ্ধা।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৫
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: সবাই বলাবলি করছি পরকিয়া এর জের ধরেই এই হত্যাকাণ্ড।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:২৪
সোনাগাজী বলেছেন:
ছবিগুলো ভালো হয়েছে।
উনার বয়স কেমন ছিলো?