![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ যেভাবে কল্যাণ কামনা করে, সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়। সুরাঃ বনী ইসরাইল, আয়াতঃ ১১
History TV চ্যানেলে প্রচারিত Alien: The Mystery Continues সিরিজটি দেখতে দেখতে মাথায় কিছু এলোমেলো চিন্তার উদয় হয়, তার থেকেই এই লেখার অবতারণা। লেখার বিষয়বস্তু অনেকের কাছেই উদ্ভট ও হাস্যকর মনে হতে পারে, তাদেরকে এটা একটা গল্প হিসাবে নেওয়ার অনুরোধ থাকল।
Alien বলতে সাধারণ অর্থে আমরা ভীনগ্রহের অধিবাসীদেরকে বুঝে থাকি বা বলা যায় আমাদেরকে বোঝানো হয়ে থাকে। কিন্তু এটা কি হতে পারে না যে একজন মানুষ যা বোঝেনা তা’ই তার কাছে Alien. সোজা ভাষায় একজন মানুষ তার চারপাশে যা দেখতে অভ্যস্ত তার বাইরে যে কোন কিছু তার জন্য Alien. যেমন পবিত্র কুরআন অনুসারে মানুষ ছাড়া আরেকটি জাতিকে হিসাবের সম্মুখীন হতে হবে তারা হচ্ছে জীন জাতি এবং এই জাতিকে অনায়াসে বলা যায় যে এরা আমাদের জন্য Alien.
এই documentary তে দেখানো হচ্ছে যে পৃথিবীতে Alien দের আনাগোনা সেই সুপ্রাচীন কাল থেকে। পুরোনো পৃথিবীর মানুষদের সাথে Alien দের যোগাযোগও হয়েছিল যার প্রমাণ পাওয়া যায় পিরামিডের গায়ে খোদায় করা চিত্র থেকে যেখানে Alien দের চেহারা আমরা যে চেহারা দেখে অভ্যস্ত হুবুহু তার মত। মজার ব্যাপার হল Alien দের ব্যাপার স্যাপার গুলো নিয়ে প্রচুর লুকোচুরি হয়, বিষয়টা এমনভাবে উপস্থাপন করা হয়ে থাকে যে এটা সাধারণ মানুষদের না জানাই ভালো কিন্তু আবার বিভিন্ন উৎসের মাধ্যমে সাধারণ মানুষদেরকে জানানোর একটা চেষ্টা থাকে। এটা যেন অনেকটা মানুষের নিষিদ্ধ গোপন বিষয় জানার অদম্য আগ্রহের যে মনস্তত্ত্ব তা নিয়ে খেলা করা।
আমেরিকাই Alien, UFO এইসবগুলো নিয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা চালিয়েছে বিভিন্ন গুপ্ত সংস্থা সৃষ্টির মাধ্যমে যা এই সিরিজে দেখানো হচ্ছে এবং যা অনেক আগে থেকেই জনশ্রুত আছে আবার তারা’ই এখন এইগুলো প্রকাশ করছে। একটা লক্ষণীয় বিষয় যে, প্রেসিডেন্ট Ronald Regan জাতিসংঘের একটা অধিবেশনে প্রশ্ন করেন “ যদি সত্যি সত্যি Alien দের আবির্ভাব হয়, তাহলে আমাদের কি প্রস্তুতি আছে?” Ronald Regan এর মত একজন ব্যক্তির কাছ থেকে এই ধরণের কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এখন হঠাৎ করে কি প্রয়োজন হল যে এই গুপ্ত বিষয়গুলো সামনে আসা শুরু করল? ব্যাপারগুলো কি কোনধরণের ইঙ্গিত বহন করে? তারা কি কোন কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে? কি হবে যদি আসলেই ঐ অদ্ভুত চেহারার প্রাণীগুলো পৃথিবীতে মানুষের সামনে এসে উপস্থিত হয়? আমাদের প্রতিক্রিয়া কি হবে? যদি আমরা তাদের থেকে আক্রমণের শিকার হয় এবং অতিমানবীয় শক্তিসম্পন্ন কেউ আমাদেরকে তাদের থেকে রক্ষা করে এবং তার আনুগত্য করতে বলে তখন কি হবে?
আমরা জানি শেষযুগে যে দাজ্জাল আবির্ভূত হবে যার ব্যাপারে আমাদের মহানবী (স: ) আমাদেরকে সাবধান করে গেছেন এবং বলে গেছেন মানব ইতিহাসের সবচেয়ে বড় ফেতনা হবে এই দাজ্জাল। যে হবে অতিমানবীয় ক্ষমতার অধিকারী। এইসব কি তার আসার পথ প্রশস্ত করার উদ্যোগের অংশ?
আমার হঠাৎ করে Transformer সিরিজের Revenge of the Fallen এর কথা মনে হয়ে গেল। Fallen অর্থ পতিত। আচ্ছা ইবলিশ যে একসময় আল্লাহর খুব প্রিয়জন ছিল যে তার অহংকারের কারণে পরে পতিত হয়। সে তো আল্লাহর সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয় সে আল্লাহর বান্দাদের পথভ্রষ্ট করতে কোন ত্রুটি রাখবে না। ইবলিশ আমরা জানি জীন জাতির অন্তর্ভুক্ত যারা Shape shift বা রুপ পরিবর্তনে সক্ষম। তাদের পক্ষে কি যে Alien দের চেহারা আমরা দেখে অভ্যস্ত, সেই চেহারা ধারন করে প্রাচীন লোকদের সাথে যোগাযোগ করা অসম্ভব কিছু? যাতে করে একটা Legacy প্রতিষ্ঠিত হয় যে Alien সুপ্রাচীন কাল থেকে পৃথিবীতে আসছে এবং তারা আবার যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আমাদেরকে তাদের দাসে পরিণত করার চেষ্টা করতে পারে। সেই সময় অতিমানবীয় কেউ আমাদেরকে রক্ষা করার বিনিময়ে তাকে খোদা বলে মেনে নিতে বাধ্য করতে চেষ্টা করবে এবং আমাদের ঈমানের চূড়ান্ত পরীক্ষা নেবে।
দাজ্জাল আসবে এই বিষয়ে কোন সন্দেহ নেই কিন্তু যে কাহিনী উপরে বললাম এমন হতে হবে কোন কথা নেই। কিন্তু এমন কি হতে পারে না?
তবে কি সময় আসন্ন?
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯
পরিবেশক বলেছেন: ঠিকই বলেছেন মুদদাকির ভাই আসলেই তাই।
২| ২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শুধু এটুকু বলি, সঠিক পথে, একেবারে সঠিকভাবে চিন্তা।
পুরাটাই ধরছেন ক্রমাণ্বয়ে। তবে আসন্ন মানে এই না যে, আগামি বছর বা দশ বছরে... বলা যায় না, এই শতাব্দিতে হবার কথা।
পোস্টে কোন ভুল পাইনি, শুধু, ফলেন অ্যাঞ্জেলরাই অ্যালিয়েন অথবা তাদের বানানো কৃত্রিম রোবট/জেনেটিক ইঞ্জিনিয়ার্ড...
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৬
পরিবেশক বলেছেন: লিসানী ভাই কেমন আছেন? আপনার উপস্থিতি বরাবরই উৎসাহব্যাঞ্জক। আপনার FEEDBACK এর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৪
মুদ্দাকির বলেছেন: ভালো চিন্তা, তবে চিন্তার কূলকিনারা নাই !!!!!!!!!!