![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জান্তে বড় সাধ জাগে,
দুজনার ক্ষয়ে যাওয়া দিনগুলি
আজ মনে পড়ে কি তোমার
নাকি স্মৃতিরা দিয়েছে ফাঁকি?
উদয়ের আবীর মেখে,
লাল শাড়ী পরে খোলা কাগজের
আড়ালে বসে কি আমায় ভাবো?
নাকি ভাবার অবসর নেই?
এখনো কি ক্লান্ত দুপুরে
তোমার ভেজা চুলের জলে,
আমার শুকনো চেরির ফুল
সজীব হয়ে উঠে?
নাকি পাপড়ীগুলি অতীত
হয়ে হারিয়ে গেছে?
আজও কি উদাস বিকেলে
বসে, আনমনে পড়ে যাও
'তুমি আছ বলে' কবিতাখানি?
নাকি বিকেলটাও গেছে হারিয়ে,
সময়ের টানাপোড়নে?
আজও কি গভীর রাতে একা
বসে থেকে, ড্রেসিংয়ের আয়নায় দাঁড়িয়ে,
ভেবে যাও নরীর নিগূড় তত্ত্বখানি।
নাকি সময় পাওনা?
আমায় ভুলে যাবে বলে!
আমি আজ ক্ষয়ে যাওয়া
স্মৃতি নিয়ে, জীবনের
স্বাদ ঘোলে মিটাই।
আর একা বসে অস্ত
রাগের গান গাই!
তোমার ফেলে যাওয়া
প্রেমের অমৃত সুধা,
এক ফোঁটা করে গিলে খাই।
যদি আর একটু বেঁচে থাকা যায়.....।
অপরাজিতা, তুমি হারিয়ে যাও
ভুলে যাও সব পুরানো আবেগ।
এসব অনুভূতি এ যুগে ভীষন
ডিজগাস্টিং!!!
প্লিজ তুমি হাত বাড়িওনা।
আমি করুনা চাইনা,
কিংবা চাইনা ভিক্ষে করা ভালোবাসা।
আমি বাঁচতে চাই
তোমার স্বতঃস্ফূর্ত ভালোবাসায়।
তোমায় ভালোবাসি অপরাজিতা,
বড় বেশি ভালোবাসি।
এমন ভালোবাসাটাও বোধহয় অপরাধ।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
আমি বাঁধনহারা বলেছেন:
আপনার কবিতার ভাবালম্বনে:
আমার কবিতা আপনার জন্য:
আজ ঝড়ে গেছে অতীতের
সুবাসিত ফুলগুলি।
তবু নাকে ভেসে আসে
সেদিনের সুবাসগুলি।
ওগো প্রেয়সী তুমি আজ
চলে গেছ বহুদূরে।
তবু তোমার কথা কেন যেন
বারবার মনে পড়ে।
যখন কেউ পড়ে লালটিপ
পড়ে লাল শাড়ি।
তখন আমার দু'চোখ বেয়ে
ঝড়ে শুধু বারি।
ওগো মোর অপরাজিতা
আর কি হবে না কথা?
তুমি যদি নাই থাক
তবে কি হবে কবিতা?
তুমি চলে যাও...
তবু চাই না কোন করুনা!!
আমার প্রেম যদি সত্য হয়
তবে তুমি একদিন...
খুঁজবে আমার মোহনা!!
ভালো লাগল
মন ছুঁয়ে গেল।
+++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
রোমেন রুমি বলেছেন: খুব সুন্দর হয়েছে।
অনেক ভাল লাগল।
আমি জানি একদিন তুই অরও ভীষণ ভাল লিখবি ।
তোর জন্য থাকল
অপরাধ হওয়ার মত ভালবাসা ।
এবং অনেক শুভ কামনা।
শুভ রাত্রি।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
পথিক নোমান বলেছেন: "আমি বাঁধনহারা" আমি আপনার কাছে কৃতজ্ঞ।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
পথিক নোমান বলেছেন: "রোমেন রুমি " আমি এত ভালোবাসা পেয়ে ধণ্য। আপনাকেও অপরাধ হওয়ার মত ভালবাসা ।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
পথিক নোমান বলেছেন: "ফারজানা শিরিন " আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
ফারজানা শিরিন বলেছেন: আমি করুনা চাইনা,
কিংবা চাইনা ভিক্ষে করা ভালোবাসা।
আমি বাঁচতে চাই
তোমার স্বতঃস্ফূর্ত ভালোবাসায়।
তোমায় ভালোবাসি অপরাজিতা,
বড় বেশি ভালোবাসি।
এমন ভালোবাসাটাও বোধহয় অপরাধ।