![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাবা বাবা তুমি হারিয়ে যাওনি।
তোমার সুভাসিত রক্ত, আজ বসন্তের তারুন্যের জোয়ার।
এ জোয়ার এসেছিল এর আগেও একবার
সেই বায়ান্নতে,আমাদের পূর্ব পুরুষদের হাতে।
আজ এই বসন্ত আবার হলো রঞ্জিত, তোমার সুভাসিত রক্তে।
চেয়ে দেখ রাজীব, এ জনগন ভুলে গেছে আপোষ মানতে।
তারা রক্তের দাম দিতে জানে।
চেয়ে দেখ রাজীব, তোমার মৃত্যুতে জেগেছে লক্ষ মূর্দা,
তারাও এসেছে আজ ফাঁসীর দাবী নিয়ে।
সেই পুরোনো শাহবাগ চত্বর, তোমার হাত ধরে
হয়েছে প্রজন্ম চত্বর।
প্রজন্ম থেকে প্রজন্মান্তর, জন্ম থেকে জন্মান্তর তুমি রাজীব
জন্মদাতা প্রজন্ম চত্বর।
আমি সেই একাত্তুর, আমি ধর্ষিতা নারীর আর্তনাদ,
আমি ডোবাতে গলে যাওয়া শিশুর লাশ।
আমি মুক্তি যোদ্ধার জয় বাংলা ধ্বনি,
আমিই আজ স্বাধীন বাংলাদেশ।
তবু আজ আমি কলঙ্কিত, তবু আমি রাজীবের রক্ত।
তবু আজ আমার বুকে হেঁটে বেড়ায় পুরোনো শকুন,
আজ ও আমায় ক্ষত-বিক্ষত করে,
ছিড়ে খায় জাতীর পতাকা।
আজ আমি আর কাঁদতে আসিনি,
এসেছি ফাঁসীর দাবী নিয়ে,
আমি ফাঁসি চাই, আমৃত্যু ফাঁসী।
শকুনের মৃত্যু চাই, মৃত্যু চাই আর একটি মৃত্যুর।
আর চাই একটি সভ্য মৃত্যুর গ্যারান্টি।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
পথিক নোমান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: +++