![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে আছে একাত্তুর? আমরা সেদিন সাত কোটি মানুষ। রক্ত দিয়েছি ত্রিশ লক্ষ প্রান,সম্ভ্রম দিয়েছি আড়াই লক্ষ নারী। কিন্তু আজ আমরা ষোল কোটি মানুষ। আর অর্ধেক তার নারী।
এবারের টার্গেট ৭৫ লক্ষ প্রানের তাজা রক্ত। একবার মরে দেখিয়ে দিলাম, আমরা মরতে পারি। তবু মাথা নোয়াতে পারিনা। তোদের হাতে রক্ত বোমা, আমার কাছে তাজা প্রান। কয়টা নিবি? ছল ছাতুরী তোরা করিস, আমরা বাঙালী রক্ত দিতে জানি। মসজিদে তোদের আমরা দেখেছি, হাতে অস্ত্র নিয়ে ঢুকতে। আর মুখে বলছিস তোরা মুসলমান, তোরা ইতিহাসের কলঙ্কিত সন্তান, মুনাফিক আর নাফরমান। আমাদের গায়ে বুলেট লাগে সীনার মাঝে, আর তোদের লাগে পায়। ভাবতো এবার, কতটা কাপুরুষ তোরা? দেখেছিতো, রাস্তায় নামবি বলে লুকিয়ে ছিলি ঐ মসজিদের কোনায়। চোখ মেলে দেখ, আমরা তো আছি জ্যান্ত, আওয়াজ তুলে যাচ্চি শাহবাগ থেকে দেশের কোনায় কোনায়, ঘন্টায় ঘন্টায়। আমরা শাহবাগের মুসলমান, অভয় দিচ্ছি তুই কুলাঙ্গার কেও! আমরা কাপুরুষদের গায়ে হাত তুলিনা। আমাদের আইন আছে। আমরা মোহাম্ম্দ (সঃ) এর উম্মত, যুদ্ধে অপ্রয়োজনে গাছ ও কাটিনা। তাইতো কন্ঠে তুলেছি আওয়াজ। যে মুহাম্মাদ (সঃ) যুদ্ধে অপ্রয়োজনে গাছ কাটতেও মানা করেছেন। বলি তোরা কোন নিয়মের মুসলমান? মসজিদে ঢুকিস অস্ত্র আর বোমা নিয়ে? কোন কুলাঙ্গার, মুসলিম তোদের বলে? আমরা বাঙ্গালী মুসলমান, ভয় কি দেখেছিস কখনো আমাদের চেহারায়? আমরা দেখেছি তোদের মসজিদের জনালা থেকে বোমা মারতে। এক মুর্গির সাহস বুকে নেই, বলছিস তোরা মুসলিম!
একবার চোখ মেলে দেখ পাঁচ বছরের শিশুটিও তোদের ফাঁসী চায়। এটা দেখে তো তোদের আত্মহত্যা করা উচিত। কিন্তু কী বলেবো, তোরা এতটাই নির্লজ্জ যে নুন্যতম লজ্জাবোধ ও তোদের মস্তিষ্কে উদয় হয়না।
জানিস আমার না বড় আফসোস হয়, একাত্তরে যে লোকগুলো তোদেরই মা বোনের সম্ভ্রম কেড়েছে, তাদের জন্য কোন লজ্জায় মিছিলে নামিস? তুই এমনই কলঙ্কিত সন্তান, নিজের মায়ের লজ্জা তুলে দিস রাজাকারের হাতে? বলি আর কত নিচে তোরা নামবি?
নিজের মায়ের লজ্জা বিক্রি করে সেজেছিস মুসলমান! তোরাই তো মুহাম্মাদ (সঃ) এর নামে কলঙ্ক ছড়াচ্ছিস, আর গীবত করছিস আমাদের নামে? বলতে অস্বস্তি হচ্ছে তারপরেও বলছি, মানুষ সব সময় হওয়া যায়। সময় এখনো ফুরোয়নি, এবার তো মানুষ হ!
এক কথায় শেষ করছি, হয় তুমি আমার (শাহবাগ) দলে, না হয় তুমি শয়তানের(যুদ্ধাপরাধী জামাত শিবির) দলে।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
পথিক নোমান বলেছেন: হা হা...... ভালই বলেছেন ভাই!
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
আসিফরাশেদ বলেছেন: Click This Link
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
ফোকাস-০০৭ বলেছেন: যতেষ্ট তেজ দেখায়লেন ভাল লাগল ,বাট নাস্তিকদের ব্যাপারে কিছুই তো কইলেননা !!!যারা বিভিন্ন ব্লগে ইসলাম ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়া কুটউক্তি করছিল,ব্যাপার কিরে ভাই একটু খুলে কনতো দেখি !!!
পারলে ২-১ ছবি দিয়েন যাদেরকে আস্ত্র নিয়া মসজিদে ঢুকতে দেখছেন বলছেন আপনি । বি ঃ দ্র ঃ- গালাগালি করে আপনার পরিচয় দিয়েননা আবার ।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
বিচছু বলেছেন: ফোকাস-০০৭@আপনি টিভির দিকে চোখ রাখেন নাই নইলে এই কতা কইতেন না
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
পথিক নোমান বলেছেন: বিকৃত মস্তিষ্কের মানুষ যারা নাস্তিক, তাদের হিসেব নেবার জন্য হাতে সময়ের অভাব নেই। কিন্তু আস্তিক-নাস্তিক যুদ্ধ লাগিয়ে রাজাকারদের বাচানোর চেষ্ট করা কি হচ্ছে না?
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
আমান৮২ বলেছেন: চোর না শোনে ধর্মের কাহিনি