![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কান্না ভেজা মন নিয়ে কিছু কথা লিখছি, আমি বাংলাদেশকে একটি
অসম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে কামনা করি। বস্তুত আমি ১৯০৬ সালের ঘটনার পুনরাবৃতি চাই না। তৎকালিন সাম্প্রদায়িক মনভাবের জন্য ইতিহাস মুসলমানদের বদমাশ ও বলেছে।(jon.r.macklon.বাংলাদেশের ইতিহাস, হিন্দু মুসলিম সম্পর্ক) কিছুদিন আগে একটা লিফলেট হাতে পেয়েছিলাম, ব্লগারদের বিরুদ্ধে। সেখানে বাংলাদেশকে তারা সাম্প্রদায়িক বলে উল্লেখ করেছে। ভীষন কষ্ট পাবার মত লেখা। আর কুরুচি পূর্ণ লেখার কথা না হয় বাদ ই দিলাম। আমরা ৭১ এ যুদ্ধ করেছি অসম্প্রদায়িক রাষ্ট্র পাব বলে। আমি আজ যখন অসম্প্রদায়িক বাংলাদেশ চাইতে এলাম, আমার শ্রদ্ধাভাজেনেষু,প্রিয় বাক্তিত্ত্ব ও আমার কাছের মানুষ আমাকে বলছেন, আমি আজ নাস্তিক বনে গেলাম। বিশ্বাষ করুন আমি মুসলমানদের সাম্প্রদায়িক মনভাবের মধ্যে আটকে রেখে আর কলঙ্কিত রাখতে চাইনা। তাই বলে আমি নাস্তিক নই। আমি আল্লাহ কে বিশ্বাষ করি আর এটাও মানি মুহাম্মাদ (সঃ) আল্লাহর রাসুল। জয় বাংলা। বিপ্লব দীর্ঘজীবি হোক। আমীন।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
পথিক নোমান বলেছেন: আপনার প্রশংসা এবং পরামর্শের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল বলছেন
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
পথিক নোমান বলেছেন: ধন্যবাদ হিমু ভাই।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
তুন্না বলেছেন: ভাল বলেছেন।
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
পথিক নোমান বলেছেন: ধন্যবাদ আপনাকে
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
মিথুন-১ বলেছেন: 'সম্প্রদায়' থেকেই "সামপ্রদায়িক"। যেমন হিন্দু সম্প্রদায়, খৃষ্টান সম্প্রদায় কিম্বা মুসলমান সম্প্রদায়-কিন্তু সেই সম্প্রদায় যে কিভাবে কুখ্যাতি অর্জন করলো বুঝিনা!
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০
পথিক নোমান বলেছেন: সম্প্রদায় শব্দটির কোনো দোষ নেই। দোষটা হলো নিজ সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের সাথে তুলনামুলক ভাবে বিচার করে, কিংবা অন্যকে ছোটো প্রমান করে নিজেকে শ্রেষ্ঠ দাবী করা।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
অশ্রুহীন মন বলেছেন: আমি আল্লাহ কে বিশ্বাষ করি আর এটাও মানি মুহাম্মাদ (সঃ) আল্লাহর রাসুল। জয় বাংলা।
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
পথিক নোমান বলেছেন: আল্লাহ নিষ্চয় আপনাকে কবুল করবেন।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
মিশনারী বলেছেন: জয় বাংলা । আমি আল্লাহ কে বিশ্বাষ করি আর এটাও মানি মুহাম্মাদ (সঃ) আল্লাহর রাসুল। জয় বাংলা।
আমি আপনার পিছনের জয় বাংলা টা আগে ও লাগিয়ে দিলাম । ঈমান টা যাতে পুক্ত হয় । আপনি শুধু পিছনে লাগিয়েছিলেন তো । দুই দিকে না দিলে ঈমান ছুটে যায় । আর জয় বাংলা ছাড়া তো কলেমাটা পূর্ন হয় না । আপনাকে সহযোগিতা করার জন্য আমার জন্য দোয়া করবেন ।
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
পথিক নোমান বলেছেন: আপনার জন্য আমার সশ্রদ্ধ দোয়া।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
মিশনারী বলেছেন: আর একজন নাস্তিক সমন্ধ আপনার কবিতা পড়ে আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি, তাই আপনার কবিতা খানি মানুষকে জানানো কথা মনে করে এখানে দিলাম ।
থাবা বাবা তুমি হারিয়ে যাওনি।
তোমার সুভাসিত রক্ত, আজ বসন্তের তারুন্যের জোয়ার।
এ জোয়ার এসেছিল এর আগেও একবার
সেই বায়ান্নতে,আমাদের পূর্ব পুরুষদের হাতে।
আজ এই বসন্ত আবার হলো রঞ্জিত, তোমার সুভাসিত রক্তে।
চেয়ে দেখ রাজীব, এ জনগন ভুলে গেছে আপোষ মানতে।
তারা রক্তের দাম দিতে জানে।
চেয়ে দেখ রাজীব, তোমার মৃত্যুতে জেগেছে লক্ষ মূর্দা,
তারাও এসেছে আজ ফাঁসীর দাবী নিয়ে।
সেই পুরোনো শাহবাগ চত্বর, তোমার হাত ধরে
হয়েছে প্রজন্ম চত্বর।
প্রজন্ম থেকে প্রজন্মান্তর, জন্ম থেকে জন্মান্তর তুমি রাজীব
জন্মদাতা প্রজন্ম চত্বর।
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
পথিক নোমান বলেছেন: আপনার জন্য কৃতজ্ঞতা রইলো।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
একমত না বলেছেন: শুধু চাপাতি নিয়ে বিশ্বজিতকে কোপাতে চাই।
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
পথিক নোমান বলেছেন: আমরা শুরু থেকে শুরু করছি। সব হবে ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
বোকামন বলেছেন: সম্মানিত লেখক,
আপনার লেখাটি থেকে ইমোটি সরিয়ে ফেলুন । ভুলবশত এসেছে মনে হচ্ছে...