![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছু জমা আছে
অনেক কষ্ট ব্যথা।
আলোর মাঝে তোমায় দেখি
অন্ধকারে একা।
অনেক কিছু বলার ছিল
অনেক কিছু বাকি,
ব্যথার মাঝে সুখ খুঁজে যাই,
ব্যথায় ভুবন বাঁধি।
অনেক ভালোবাসার ছিল,
বাসি অনেক ভালো।
অস্ত পারের শুন্য রাতে,
একলা আমি রবো।
২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
পথিক নোমান বলেছেন: ধন্যবাদ অপনাকে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
বোকামানুষ বলেছেন: ভাল লেগেছে
++++++