![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের ব্যস্ত নগরী,
যেখানে পাখির ডানা
বন্দি বদ্ধ শেকলে।
তবু এক ফোঁটা আকাশ
ধরা দেয় চোখের কোনায়,
আমি ডানা মেলি মুক্ত আকাশে,
আমার আকাশ।
ধূষর কষ্টের সীমান্ত
ছেড়ে, আর্দ্র নীলাভ বাতাস।
তোমায় ধন্যবাদ অপরাজিতা,
আমি একা বলে।
তোমাদের ভীড়ের মাঝে,
আমি আজ খুঁজে পাই,
কিছু সস্তা শব্দের মোড়কে ঢাকা,
ঠুনকো ভালোবাসা।
তবু রচে যাই
আমার নৈঃশব্দের গল্প,
যরি সরমর্ম হলো,
ভালো থেকো অপরাজিতা
সুন্দর থেকো।
২| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩
পথিক নোমান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
গাধা মানব বলেছেন: ভাল লাগল।