নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত নোমান

পথিক নোমান

পথিক নোমান › বিস্তারিত পোস্টঃ

জাত গেল, জাত গেল বলে একি আজব কারখানা!

০৩ রা মে, ২০১৩ রাত ৮:০৪

হেফাজতে ইসলামের সংবাদ ব্রিফিংয়ে তারা জোর গলায় বললো, "ভবন ধসের দোহাই দিয়ে অবরোধ বন্ধ করা যাবেনা।" আমি অবাক হলাম! লাশের গন্ধ এখনো ভাষছে বাতাসে। মানুষ এখনো চোখের জল মোছার সময় পায়নি, এরই মধ্যে আবার রাজনৈতিক অভিশাপ নিয়ে হাজির হলো হেফাজতে ইসলাম। যখন জিবন্ত এবং আহত মানুষ উদ্ধার করা হচ্ছিল, তখন তারা অভিজ্ঞ কর্মচারি, সেনাবাহিনী সরিয়ে, মাথায় হেফাজতে ইসলামের নাম লিখে উদ্ধার করার নামে তাদের ভন্ড মানবতার স্বরুপ উন্মোচন করেছে। এই সব ভন্ডামী ইসলাম কতটুকু সমর্থন করে কে জানে। তবে এই টুকুই তো বলতেই পারি, হেফাজতে ইসলাম যাদের নাস্তিক বলছে, তারাও এই সব মুসলমানদের চাইতে ভালো। অন্তত মানবতার নামে ভন্ডামী করেনা। তবে কথা পরিষ্কার থাকা দরকার, সাচ্চা মুসলমান মানবতার নামে ভন্ডামী করেনা, করতে দেখেছি হেফাজতে ইসলামের তথাকথিত মুসলমানদের।

মন্তব্য ১২ টি রেটিং +০/-১

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:১০

পিচ্চি পোলা বলেছেন: ছাগুদের লেজ টানলে কি সোজা হয়? /:)

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

পথিক নোমান বলেছেন: তাহলে লেজ কেটে ফেলাই ভাল।

২| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:২০

হায়দার সুমন বলেছেন: সেই লাশের ঘ্রাণ নিয়ে মহামান্য রাষ্ট্রপতি শপথ নিয়েছেন। অনুষ্ঠানের কমতি হয়নি এতটুকু...


রাধা -কৃষ্ণ করলে হয় লীলাখেলা আর আমি করলে নষ্টিফষ্টি

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

পথিক নোমান বলেছেন: তবে কারো মন্তব্যের আশায় কিছু না করাই ভাল।

৩| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:২১

কামাল। আহমেদ বলেছেন: জনাব পিচ্চি পোলা "ছাগু" মানে কি? একটু ব্যাখা করতো। অনেক হুনছি এই নামটা কিন্তু মানে বোজবার পারি নাই....

৪| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৩১

কামাল। আহমেদ বলেছেন: কৃষ্ণ করলে লীলাখেলা আমি করলে ঢং

বড়লোকের সবি রাইট হয় আমি করলে রং

কবি গুরুর প্রেমে পড়লে বাবা মা গর্বিত

আমার প্রেমে পড়লে মেয়ে নির্যাতিত......

৫| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৩৬

anonno420 বলেছেন: বাংলাদেশের পাবলিক কি চায়? পাবলিক চায় Entertainment।

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

পথিক নোমান বলেছেন: Entertainment এর জন্য শান্তিপূর্ণ স্বদেশ চাই।

৬| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৫৭

ফাহিম আহমদ বলেছেন: B:-)

৭| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:৫১

লেজ কাটা শেয়াল বলেছেন: সবাই দেখি ডরায়!

৮| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:১৪

শাহীন উল্লাহ বলেছেন: লাশের গন্ধ কি এদেশে নতুন ?????
উনাদের প্রোগ্রাম বন্ধ করলেই কি লাশের মিছিল থেমে যাবে???
অপেক্ষা করুন আর ও অনেক কিছুই দেখতে পাবেন !!!!
এরা হায়েনা, ক্ষমতায় থাকার জন্য এরা সবই করতে পারে
সেই বিডিআর থেকে শুরু হয়েছে লাশের খেলা

এই দেশের বোকা মানুষগুলো যে, কবে এইগুলো বুঝতে পারবে!!!!!!!!

সাধারন মানুষ লাশ হয়, আর উনারা তার ফল (ক্ষমতা) ভোগ করেনা)!!!!!!

৯| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

পথিক নোমান বলেছেন: যদি ধর্মকে ধারন করতে হলে রাম-রহিমের সন্ধি বর্জন আবশ্যক হয়, তাহলে আমার আপনার পরিচয় মানুষ হবেনা হবে জানোয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.