নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত নোমান

পথিক নোমান

পথিক নোমান › বিস্তারিত পোস্টঃ

সত্য কাজে কেউ নয় রাজী, সবি দেখি তা না না।

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আমি বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে ভাবছি। মাহমুদুর রহমান আটক হবার পর, বেশ কিছু মানুষ বলেছিল সরকার নাকি ভিন্ন মত পোষন কারিদের মত প্রকাশ করার অধিকার ছিনিয়ে নিচ্ছেন। কথাগুলোর উৎস হচ্ছে বি এন পি, জামাত শিবির, হেফাজতে ইসলাম ও এই দলে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লোকগুলো যখন সব নাস্তিকদের ফাঁসী চাচ্ছে জোর গলায় তখন এই সব ভিন্ন মত পোষন কারিদের মত প্রকাশ করার অধিকার কোথায় গুম হয়???



তারা বলেন ইসলাম খুব শান্তি প্রিয় ধর্ম, য়খন এইসব লোকেরা সব নাস্তিকদের ফাঁসী চায় বিনা কারনে তখন কি আর ইসলাম শান্তির ধর্ম থাকে??? নবিজীর কটুক্তি যারা করেছে, আপনি তাদের শাস্তি কামনা করতে পারেন। কিন্তু আপনি সকল নাস্তিকদের শাস্তি চাইতে পারেন না। বিনা দোষে আপনি কারো সাজা কামনা করতে পারেননা। এটা শুধু ইসলাম না কোনো ধর্মই অনুমোদন দেয়না।

হেফাজতে ইসলামের হরতালে দেখলম তারা রিকশা, সাইকেলে পর্যন্ত আগুন দিয়েছে। বাংলাদেশে এর আগে কোনো দল কোনো সময় সাইকেলে আগুন দিয়েছে এমনটা কেউ দেখেছে বলে আমি শুনিনি, দেখেনি। হেফাজতে ইসলামের বদৌলতে স্বাধীন বাংলাদেশে এটাও দেখলাম।

বেশ কয়েক বছর আগে তারা ফতোয়া জারি বরেছিল, ক্যামেরা দিয়ে ছবি তোলা হারাম। আজকে তারাই ক্যামেরার সামনে বসে দিব্য টকশো করে যাচ্ছে। এখন হারাম গেল কই। এই রকম একটা পরিস্থিতে এদের মূর্খ বলবো নাকি ভন্ডা বলবো বুঝতে পারছিনা।

এই লোক গুলোর ১৩ দফা দাবী দেখে, ক্লাস নাইনে পড়া আমার ছোট ভাইটাও বলেছে, "ধুর এরা এখানে এসেছে ছ্যচরামী করতে।" এর পরে আর আমাদের তাদের দাবী নিয়ে গবেষনা করা চলেনা।

তারা বলে ইসলাম মানবতার ধর্ম, আবার এরাই যখন মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার না চেয়ে, স্লোগান তোলে শাহবাগীদের ফাঁসী চায়, তখন তাদের ইসলাম কি আর মানবতাবাদী থাকে???? অথচ এই শাহবাগীরাই মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছে।

সুতরাং মোরালটা হলো হেফাজতে ইসলাম, জামাতের বিষাক্ত প্রোপাগান্ডার নষ্ট ফসল। এরা মুলত ইসলাম কায়েম করতে আসেনি, এসেছে ক্ষমতা অর্জনের সুপ্ত লালসা থেকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৪

নিয়াজ মোর্শেদ বলেছেন: মতিঝিলে কোন মানুষ নিহত হয় নাই !! কথা এক দমই সইত্য!!


সংসদে দাড়িয়ে হাসিনা বলেছিলেন সাভারে ৩০-৪০ জন মানুষ মারা গেছে !!কথা এক দমই সইত্য!!


সংসদে দাড়িয়ে হাসিনা বলেছিলেন রানা আম্লীগের কেউ না !!কথা এক দমই সইত্য!!


সারা বিশ্বের সামনে সিএনএনের ক্রিস্টিয়ানা আমানপুরের সাথে হাসিনা বলেছিলেন রানা আম্লীগের কেউ না !!কথা এক দমই সইত্য!!


আপনি কি আওয়ামী-বাম-নাস্তিক বা তাদের চ্যালা-চামুন্ডা?? আজই আপনার কান ও চোখের চিকিৎসা করুন, তবে মানসিক বিকৃতির চিকিৎসার কোন দরকার নাই, ঐটা আপনার ইহ জনমে নিরাময় হবে না !!!!!!!!!: আসুন, তার আগেই একদলা থুথু নিক্ষেপ করি- তুই আওয়ামীলীগ! তুই মানুষখেকো!! থু!!সহমত

২| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

পথিক নোমান বলেছেন: হেফাজতে ইমলামের বিরুদ্ধে কথা বল্লে মানুষ আর মানুষ থাকেনা। আমি কোন দল করবো সেটা আমার রাজনৈতিক অধিকার। একটা মানুষকে বিচার করবেন তার ব্যক্তি মতবাদ দিয়ে। দলীয় মতবাদ দিয়ে নয়। আপনার এতদিন নাস্তিক শাহবাগীদের ফাঁসী চাইলেন, অথচ শাহবাগ মঞ্চে কুরআন হাদিস পোড়ানো হয়নি। হয়েছে আপনাদের সমাবেশে । অথচ এতে আপনাদের ধর্মীয় আঘাত লগেনি! কি অদ্ভুদ আপনাদের ধর্মপ্রীতি! এসব বলতে হলে আওয়ামিলীগ করতে হয়না। কিন্তু আপনার মত ভাবতে হলে আমাকে ধর্মান্ধ হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.